অনলাইন মিউটেশন আবেদনের ধাপসমূহ
অনলাইনে মিউটেশনের জন্য আবেদন করতে চাইলে যতথাযথভাবে সরকারী ফি পরিশোধ করে নিচের ধাপসমূহ অনুসরণ করুন
১. ২০ টাকা কোর্ট ফি পরিশোধ
২. সংযুক্তি সহ ফরম পূরণ ও নোটিশজারি ফি ৫০ টাকা ফি পরিশোধ
৩. উপজেলা/সার্কেল অফিসে আবেদন জমা
৪. পৌর/ইউনিয়ন ভূমি অফিসে আবেদন জমা
৫. পৌর/ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন প্রাপ্তি এবং খতিয়ান হোল্ডিং সমন্বয় প্রাপ্তি
৬. শুনানীর তারিখ নির্ধারণ ও নোটিশজারি নিশ্চিতকরণ
৭. শুনানী গ্রহণ ও চূড়ান্ত সিদ্ধান্ত
৮. SMS এর মাধ্যমে আবেদনকারীকে সিদ্ধান্ত জানানো
৯. অনুমোদন হলে ১১০০ টাকা DCR ফি পরিশোধ করতে হবে
১০. DCR ফি পরিশোধ করার পর সিস্টেম জেনারেটেড খতিয়ান, DCR, হস্তান্তর বৃত্তান্ত ডাউনলোড করে নিতে পারবেন
মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি
মিউটেশন করতে সর্বমোট ৳১১৭০ পরিশোধ করতে হয়।বিস্তারিত নিম্নরূপ:
১. আবেদন ফিঃ ৳২০.০০ (অনলাইন আবেদনের শুরুতে পরিশোধ করতে হবে)
২. নোটিশ ফিঃ ৳৫০.০০ (অনলাইন আবেদন জমা দেওয়ার পূর্বে পরিশোধ করতে হবে)
৩. রেকর্ড সংশোধন ও খতিয়ান ফিঃ ৳১১০০ (মিউটেশন অনুমোদনের পর পরিশোধ করতে হবে)
আইনগত সহযোগিতার প্রয়োজন হলে যোগাযোগ করুন-
আইনবিদ এসোসিয়েটস
সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন
01711068609