নির্ধারিত তারিখ ছাড়া আদালতে শুনানী করতে চাইলে নথি (Record) উপস্থাপনের আবেদন দিতে হয়। আসামীপক্ষে নথি উপস্থাপন (Put Up) এর দরখাস্ত-
বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪, ঢাকা।
সূত্রঃ সি.আর মামলা নং- ৫২৫/২০২০
মনির হোসেন
————– বাদী।
-বনাম-
মোঃ নজরুল ইসলাম মল্লিক
———– আসামী/দরখাস্তকারী।
বিষয়ঃ নথি উপস্থাপন (Put Up) এর আবেদন।
দরখাস্তকারী আসামীর পক্ষে বিনীত নিবেদন এই যে,
১। অত্র মামলার অদ্য ধার্য তারিখ নহে।
২। আগামী ২০/১০/২০২৪ ইং তারিখ ডব্লিউ/এ তামিলের জন্য তারিখ ধার্য আছে।
৩। অদ্য আসামীর জামিনের জন্য এক দরখাস্ত দাখিল করা হইয়াছে। তজ্জন্য নথি উপস্থাপন (Put Up) এর আবেদন হওয়া আবশ্যক।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, অদ্য নথি উপস্থাপন (Put Up) এর আদেশ দানে মাননীয় আদালতের সদয় মর্জি হয়।
ইতি তাং- ১৫/১০/২০২৪ ইং।