ই-সেবা

জাস্টিস ফোরাম

“জাস্টিস ফোরাম” এর  ই-সেবা কার্যক্রমের সবাইকে স্বাগতম। আমাদের ই-সেবার মাধ্যমে পুরো পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অনলাইনে নিম্নলিখিত সেবা সমূহ পেতে পারেন-

 

জাস্টিস ফোরামএর সেবাসমূহ: 

 

১। ভূমি বা ফ্লাট নামজারী, দলিল রেজিস্ট্রেশন ও দলিল লিখন সংক্রান্ত কাজ।

২। ভূমি, ফ্লাট বা যেকোন অপরাধ সংক্রান্ত মামলায় আইনী ফ্রি পরামর্শ ও সহযোগিতা।

৩। রাজউক ও হাউজিং কর্তৃপক্ষের অনুমোদন সংক্রান্ত কাজ।

৪। বাড়ী নির্মাণ ও ডিজাইন কনসালটেন্সি।

৫। সংযোগ ও ইউটিলিটি সংক্রান্ত কাজ।

৬। রিয়েল এস্টেট এজেন্ট (লেটিং এন্ড প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিস)।

৭। ব্যবসায়িক নিবন্ধন বা লাইসেন্স সংক্রান্ত কাজ।

৮। ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত কাজ।

৯। এফিডেভিট বা হলফনামা

১০। লিমিটেড কোম্পানী নিবন্ধন

 

১। ভূমির নামজারী, দলিল রেজিস্ট্রেশন ও দলিল লিখন সংক্রান্ত কাজ

  • জমি/ ফ্ল্যাটনামজারী (মিউটেশন), জমা খারিজ, খাজনা হাল নাগাদ সংক্রান্ত কাজ।
  • সার্টিফাইডপর্চাবা খতিয়ান, মৌজা ম্যাপ উত্তোলন।
  • সরকারীবরাদ্দবা লিজ নেয়া জমির ক্ষেত্রে মেয়াদ শেষে পুন: নবায়ন।
  • বিক্রয় দলিল, বায়নাচুক্তি,আমমোক্তার নামা, সংশোধন দলিল, ঘোষণা দলিল ও মর্টগেজসহ যাবতীয় ধরনের দলিল লিখন ও রেজিস্ট্রেশন।

 

২। ব্যবসায়িক নিবন্ধন সংক্রান্ত কাজ

  • ট্রেডলাইসেন্স,
  • ড্রাগ লাইসেন্স,
  • সিভিল এভিয়েশন/ ট্রাভেল এজেন্সী লাইসেন্স,
  • পরিবেশ, ফায়ার ও বিএসটিআই লাইসেন্স সহ যেকোন ব্যবসায়িক লাইসেন্স,
  • লিমিটেডকোম্পানী, অংশিদারি কোম্পানী, সমিতি, ফাউন্ডেশন, ট্রাস্ট বা এনজিও ইত্যাদি রেজিস্ট্রেশন।

 

৩। ভূমি, ফ্লাট বা যেকোন অপরাধ সংক্রান্ত আইনি সহযোগিতা 

  • দেওয়ানী, ফৌজদারী, শ্রম আদালত, কোম্পানী এবং মিসকেইসদায়ের ও পরিচালনা।
  • সরকারকর্তৃকএকোয়ারকৃত সম্পত্তির টাকা উত্তোলনে সহযোগিতা।
  • জমিজমা বা ফ্লাট সংক্রান্ত যেকোন দেওয়ানী বা ফৌজদারী মামলা দায়ের ও পরিচালনা।
  • সর্বশেষজরিপেজমির মূল মালিকের নাম রেকর্ডে ভুল হলে আইনি পরামর্শ দেয়া হয়।
  • ব্যাংকলোনের জন্য জমি / ফ্ল্যাটের কাগজপত্রাদি হালনাগাদসহ লোন প্রসেসিং এ সহযোগিতা।
  • জায়গা-জমিক্রয়-বিক্রয়ের পূর্বে ক্লিয়ারেন্সঅপিনিয়ন (মতামত) দেয়া হয়।

 

৪। রাজউক ও হাউজিং কর্তৃপক্ষের অনুমোদন সংক্রান্ত কাজ

  • হাউজিংওরাজউক হইতে নামজারী অনুমতি, বিক্রয় অনুমতি, বন্ধকের অনুমতি সংক্রান্ত কাজ।
  • বাড়ীরপ্ল্যানপাশের জন্য বিভিন্ন সংস্থা থেকে ছাড়পত্র।
  • রাজউকহইতেপ্ল্যান পাশ (নকশা অনুমোদন) সংক্রান্ত কাজ।

 

৫। বাড়ী নির্মান ও ডিজাইন কনসালটেন্সি

  • জমিরডিজিটাল সার্ভে ও সয়েল টেস্ট করানো হয়।
  • বাড়ীতৈরীতেআর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, মেকানিক্যাল, ইলেকট্রিকেল ড্রয়িং করা হয়।
  • বাড়ীরথ্রি-ডি ব্রুশিয়ার তৈরী, এনিম্যাশন জাতীয় কাজে সহযোগিতা করা হয়।
  • বাড়ীতৈরীতেদক্ষ জনবল নিয়োগ সহ সকল কাজের দায়িত্ব নেয়া হয়।
  • বাড়ীতৈরীতে কস্টিং এবং ইস্টিমেট (ফেইজ অনুযায়ী খরচের হিসাব) তৈরী করে দেয়া হয়।
  • হাউজিংকোম্পানীরজমি ভরাটের পর মাটি লেভেলিং ও প্লটিং করার সহযোগিতা করা হয়।
  • ডেভেলপারহিসাবেযৌথ মালিকানার ভিত্তিতে বাড়ী নির্মাণ করা হয়।

 

৬। সংযোগ ও ইউটিলিটি সংক্রান্ত কাজ

  • গ্যাস, বিদ্যুত, পানির নতুনসংযোগও বর্ধিতকরণসহ সকল ধরনের ইউটিলিটি স্থাপন।

 

৭। রিয়েল এস্টেট এজেন্ট (লেটিং এন্ড প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিস)

  • জমিএবংবাড়ী ব্যবস্থাপনায় সহযোগিতা করা হয়।
  • জমিএবংবাড়ী কেনা বেঁচায় সহযোগিতা করা হয়।

 

৮। ট্যাক্স বা ভ্যাট সংক্রান্ত কাজ

  • ব্যক্তিগত ট্যাক্সরিটার্ণ প্রস্তুত, জমাদান এবং অডিট নিষ্পত্তিতে সহযোগিতা করা হয়।
  • কোম্পানীর অডিট ও ট্যাক্সরিটার্ণ সাবমিটে সহযোগিতাকরা হয়।
  • ভ্যাট নিবন্ধন, ফাইল প্রস্তুত ও জমাদান।

 

৯। এফিডেভিট বা হলফনামা-

  • বিবাহ, তালাক, নাম সংশোধন ইত্যাদি সংক্রান্ত যেকোন এফিডেভিট বা হলফনামা।
  • যেকোন এফিডেভিট আইন, পররাষ্ট্র মন্ত্রনালয় ও নোটারী সত্যায়ন।

 

১০। লিমিটেড কোম্পানী নিবন্ধন-

  • লিমিটেড কোম্পানী রেজিস্ট্রেশন,
  • অংশিদারি কোম্পানী রেজিস্ট্রেশন,
  • সমিতি, ফাউন্ডেশন, ট্রাস্ট বা এনজিও রেজিস্ট্রেশন।
  • মেমোরেন্ডাম অফ এসোসিয়েশন, আরটিকেল অফ এসোসিয়েশন প্রস্তুতকরণ।

 

আমাদের সাথে যোগাযোগ করুন

জাস্টিস ফোরাম

১৬, কৈলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতয়ালী, ঢাকা-১১০০

বাড়ি-৩৫, রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯

মোবাইল- ০১৭১১-০৬৮৬০৯ / ০১৫৪০-১০৫০৮৮

ইমেইল: justiceforum@ainbid.com

ওয়েবসাইট: www.ainbid.com