জে.এল নম্বর
J.L number এর পূর্ণ রূপ হচ্ছে Jurisdiction List number
প্রত্যেকটি খতিয়ানে একটি জে.এল নম্বর (J.L. Number) থাকে। এই নম্বর দ্বারা একটি মৌজার পরিচিতি বুঝায়।
ভূমি রেকর্ডের সময় প্রত্যেক থানাকে অনেকগুলো মৌজায় বিভক্ত করা হয়। সাধারণত একটি গ্রামই একটি মৌজা হিসাবে ব্যবহৃত হয়। একটি থানায় যতগুলো মৌজা থাকে তার প্রত্যেকটির একটি করে সিরিয়াল নম্বর থাকে। এই সিরিয়াল নম্বরটিই হলো জে.এল নম্বর। গ্রাম বা মৌজা ছোট হলে একটি ম্যাপেই হয়ে যায়। কিন্তু মৌজা বড় হলে তখন একটি ম্যাপে হয় না। এই জন্য প্রত্যেক মৌজার এক বা একাধিত মৌজা ম্যাপ তৈরী করা হয়। একটি মৌজার যতগুলি ম্যাপ থাকবে সবগুলোরই একটি মাত্র জে.এল নম্বর থাকে। একটি মৌজার একাধিক ম্যাপ হলে সবগুলোই একটি জে.এল নম্বর থাকলেও সেইগুলি আলাদা শীট নম্বর থাকে।
উদাহরণ:
ধরা যাক, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় মোট ১৪৪টি মৌজা আছে। তাহলে কেরানীগঞ্জ থানার ১৪৪টি মৌজার জন্য ১৪৪টি জে.এল নম্বর হবে। কেরানীগঞ্জ থানার “আব্দুল্লাহপুর”মৌজা একটু বড় আকৃতির হওয়ায় এর ২টি মৌজা ম্যাপ হয়েছে। এই দুইটি মৌজা ম্যাপেরই জে.এল নম্বর হবে একই নম্বর অর্থাৎ ৮৮। এই দুইটি মৌজা ম্যাপকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য দুইটি মৌজা ম্যাপকে দুইটি আলাদা শীট নম্বর দেওয়া হয়। এখন আপনার দাগের জমিটি ৮৮ নম্বর মৌজা ম্যাপের শীট-১ নাকি শীট-২ –এ আছে সেটি খুজতে হবে।
অর্থাৎ, জে.এল নম্বর হচ্ছে একটি মৌজার পরিচিতি নম্বর, আর খতিয়ান নম্বর হচ্ছে জমির মালিকানার হিসাব।

যেকোন আইনগত উপদেশ ও সহায়তার জন্য যোগাযোগ করুন-
আমাদের আইনি সেবা সমূহ-
(১) দলিল লেখা ও রেজিস্ট্রি,
(২) নামজারি ও মিস কেইস পরিচালনা,
(৩) ট্যাক্স রিটার্ণ প্রস্তুত ও সাবমিট,
(৪) জমি-জমা বা দেওয়ানী মামলা পরিচালনা,
(৫) অপরাধ বা ফৌজদারী মামলা পরিচালনা,
(৬) ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, সিভিল এভিয়েশন লাইসেন্স, পরিবেশ, ফায়ার ও রাজউক অনুমোদন সহ যেকোন ব্যবসায়িক নতুন লাইসেন্স করা ও নবায়নে সহায়তা,
(৭) জমি ও ফ্ল্যাট ক্রয়-বিক্রয় ও ডেভেলপমেন্ট করা।
যেকোন আইনগত উপদেশ ও সহায়তার জন্য যোগাযোগ করুন-
জাস্টিস ল’ চেম্বার
সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
কোর্ট চেম্বার- ১৬, কোইলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা
অথবা
ইভনিং চেম্বার- ১২, বিশ্ব সাহিত্য কেন্দ্র রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা
অথবা
রেসিডেন্স চেম্বার- রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইল- 01540105088/ 01711068609 (Whatsapp) ওয়েবসাইট- www.ainbid.com