খাস জমি
সরকারের মালিকানাধীন জমিই হলো খাস জমি। এই জমি ১নং খতিয়ানভুক্ত জমি। এই জমির মালিক হিসাবে বাংলাদেশ সরকারের পক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নাম ১ নং খতিয়ানে লিপিবদ্ধ থাকে। সরকারী খাস জমি দেখাশুনার দায়িত্ব থাকে ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট সহকারী ভূমি কর্মকর্তার বা AC(Land) এর। সহকারী খাস জসি কেউ অবৈধভাবে দখল করলে সে আইনত দন্ডনীয় হবে।
খাস জমির তথ্য ইউনিয়ন ভূমি অফিসের ৮নং রেজিস্টারে লিপিবদ্ধ থাকে।
কি কি কারণে জমি খাস হয়-
বিভিন্ন কারণে জমি খাস হয়ে সরকারের মালিকানায় চলে যায়। নিম্নে কয়েকটি কারণ উল্লেখ করা হলো-
১। মৃত ব্যক্তির ওয়ারিশ না থাকলে।
২। কেউ স্বেচ্ছায় সরকারকে প্রদান করলে।
৩। তিন বছরের বেশি সময় পরিত্যক্ত থাকলে
৪। ওয়ারিশগণ পাঁচ বছরের বেশি সময় পরিত্যক্ত রাখলে।
৫। খাজনা নিয়মিত পরিশোধ না করলে সরকার রেন্ট সার্টিফিকেট মামলা করে নিতে পারে।
৬। নদী ভাঙ্গনের ফলে বিলুপ্ত হলে।
কাহারও বৈধ মালিকানাধীন জমি খাস জমি হিসাবে তালিকাভূক্ত হলে আইনগত পদ্ধতি অনুসরণ করে নিজের নামে ফেরত আনা যায়।
যেকোন আইনগত উপদেশ ও সহায়তার জন্য যোগাযোগ করুন-
যোগাযোগ-
আইনবিদ এসোসিয়েটস
অন-স্টপ লিগ্যাল সলিউশন
সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
১৬, কোইলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা
অথবা
রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইল- 01711068609 / 01540105088
ওয়েবসাইট- www.ainbid.com