চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার দরখাস্ত

কোন ব্যক্তি কোন চাঁদাবাজি কিংবা হত্যার হুমকির স্বীকার হলে উক্ত ব্যক্তির সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কোর্টে দন্ডবিধির অধীনে মামলা দায়ের করতে পারেন। সেক্ষেত্রে উক্ত মামলাটির দরখাস্তের ড্রাফট্টি হবে নিম্নরূপ-

 

মোকামঃ বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা।

সি .আর মামলা নং  ৫২৬/২০২৩

ধারাঃ ১৪৩/৪৪৮/৩০৭/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ দন্ডবিধি, ১৮৬০

 

মোঃ জাকির হোসেন মোল্লা (৩৫),

পিতা- আব্দুল আলীম মোল্লা,

সাং – ৪০/এ নিউ ইস্কাটন রোড, থানা- রমনা, জেলা- ঢাকা।

……………… বাদী।

= বনাম =

 

১। মাহমুদুল হক মিয়া (৩৬)

২। আব্দুল করিম মিয়া  (৪০)

উভয় পিতা-মৃত ফজলুল হক মিয়া,

উভয় সাং- ৪০/বি, নিউ ইস্কাটন রোড, থানা-রমনা, জেলা-ঢাকা।

৩। অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জন

………………… আসামীগণ।

 

সাক্ষীদের নাম ও ঠিকানা-

১। বাদী নিজে।

 

২।

 

আরও অনেক সাক্ষী আছে আদালতে প্রয়োজনে হাজির করা যাইবে।

 

ঘটনাস্থল : ৪০/বি, নিউ ইস্কাটন রোড, থানা-রমনা, জেলা-ঢাকা।

ঘটনার তারিখ ও সময়ঃ ২২-০৬-২০২৩ ইং রাত – ১০:০০ ঘটিকা।

 

বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে,

 

১। বাদী দরখাস্তকারী আইন মান্যকারী এবং বিশিষ্ট ব্যবসায়ী বটে।  পক্ষান্তরে আসামীগণ সুযোগ সন্ধানী, পরধন লোভী, সন্ত্রাসী চাঁদাবাজ, ভূমিদস্যু, মিথ্যা পরিচয়ে জনমনে আতংক সৃষ্টিকারী ও গভীর ষড়যন্ত্রকারী বটে।

 

২। অত্র বাদী ৪০/এ নিউ ইস্কাটন রোড, থানা- রমনা, জেলা- ঢাকা এই ঠিকানাস্থ বাড়িটি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া বংশ পরমপরায় দীর্ঘ প্রায় ৫০ (পঞ্চাশ) বছর যাবত অন্যের নিরাপত্তে শান্তিপূর্ণভাবে বসবাস করিতে থাকা অবস্থায় উক্ত সম্পত্তিতে একটি বহুতল ভবন নির্মাণের নিমিত্তে বিগত ২০/০৬/২০২৩ ইং তারিখে সারিনা আলম কন্সট্রাকশন এর সাথে চুক্তিবদ্ধ হইয়া ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা সাইনিং মানি গ্রহণ করেন। অতঃপর সারিনা আলম কন্সট্রাকশন উক্ত সম্পত্তিতে নির্মাণ কাজ শুরু করিয়া এরই মধ্যে দুই তলার ছাদ ঢালাই এর কাজ সম্পন্ন করেন। অত্র নির্মাণ কাজ শুরু করার পর হইতে আসামীগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্র সম্পত্তিতে অবৈধ দখল নেওয়ার পায়তারা করিতে থাকে। আসামীগণের অত্ররূপ কর্মকান্ড অবলোকন করিয়া বাদী পক্ষ বিগত ১৭-০৮-২০২২ ইং তারিখ ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতে স্বত্ত ঘোষণা ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রাপ্তির নিমিত্তে দেঃ মোঃ নং ৫৬৩/২০২২ মোকদ্দমাটি দায়ের করেন। উল্লেখিত দেওয়ানী মোকদ্দমায় বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে বিরোধীয় সম্পত্তিতে আসামীগণ যেন প্রবেশ করিতে না পারে এবং বাদী পক্ষের চলমান নির্মাণ কাজে যেন কোন রকম বিঘ্ন ঘটাইতে না পারে সেই মর্মে  বিজ্ঞ আদালত বিগত ২৬-০১-২০২৩ ইং তারিখ একটি অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন।  উল্লেখিত দেওয়ানী মোকদ্দমাটি বর্তমানে উক্ত বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।

 

৩। অত্রাদালতের বিগত ২৬-০১-২০২৩ ইং তারিখের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশের পরও বিবাদী পক্ষ পূর্বের ন্যায় মারমুখি আচরণ ও অবৈধভাবে ভুমি দখলের অপচেষ্টা অব্যাহত রাখায় বাদীপক্ষ রমনা মডেল থানায় বিগত ০৮-০২-২০২৩ ইং তারিখ একটি সাধারণ ডায়েরী (GD) করেন। যাহার জিডি নম্বর ৫০২, জিডি ট্র্যাকিং নং 46PGA2 তারিখ ০৮-০২-২০২৩ ইং। উক্ত জিডি -এর সত্যায়িত ফটোকপি ফিরিস্তিযোগে অত্রসঙ্গে সংযুক্ত করা হইলো।

 

৪। আসামীগণ তাহাদের অবৈধ এবং ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের ধারাবাহিকতায় বিগত ২২-০৬-২০২৩ ইং তারিখ তৃতীয় তলার ছাদ ঢালাই এর দিন আদালতের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ অবজ্ঞা করিয়া মাননীয় আদালতের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ অমান্য করিয়া বিগত ২২-০৬-২০২৩ইং তারিখে আনুমানিক রাত ১০:০০ ঘটিকায় অত্র ১ ও ২ নং আসামীদ্বয় প্রায় ৪০/৫০ জন স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসী লোকজন নিয়া আসিয়া উশৃঙ্খলভাবে একত্রে নালিশী সম্পত্তিতে সম্পূর্ণ বেআইনী ভাবে জোর পূর্বক প্রবেশ করিয়া দায়িত্বরত সিকিউরিটি গার্ডকে মারধর করে, মহিলাদের সাথে অশালীন আচরণ করে, উপস্থিত অন্যান্য লোকদেরকে মারধর করে, প্রচন্ড খারপ ভাষায় গালি গালাজ করে, বাদীপক্ষের নির্মাণাধীন ভবনের সামনে সারিনা আলম কন্সট্রাকশনের সাইন বোর্ড অত্র আসামীদ্বয় নিজ হাতে রড দ্বারা ভাংচুর করে, রড দিয়া বাদীর মাথায় আঘাত করিয়া তাহাকে হত্যার চেষ্টা করে ও অত্র বাদীর নিকট ৫,০০,০০,০০০/- (পাঁচ কোটি) টাকা চাঁদা দাবি করে এবং বলে যে, চাঁদা না দিলে তাহাকে খুন করিয়া ফেলিবে। বাদী উক্ত চাঁদা দিতে অস্বীকার করিয়া ৯৯৯ এ ফোন করিয়া থানা থেকে পুলিশ আনলেও কোন প্রকার সহযোগিতা পান নাই। বরং পুলিশের সহায়তায় (উল্লেখ্য, আসামীর বাড়িতে একজন পুলিশের কর্মকর্তা ভাড়া থাকেন) আসামীগণ পরিকল্পিতভাবে তাদের যোগসাজসে আনীত আরও ৩/৪ জন পুলিশ সদস্য দ্বারা অত্র বাদীসহ মোট ০৩ (তিন) জনকে মারধর করিয়া উক্ত সময়ই গ্রেফতার করিয়া  নিয়া রমনা মডেল থানায় আটক করিয়া রাখেন। অতঃপর আসামীগণ প্রায় ২০ (বিশ) লক্ষাধিক টাকার নির্মাণ সামগ্রী (১৫ টন রড, ২০০ ব্যাগ সিমেন্ট, মেশিনারী, রুপস মিক্সার মেশিন, ভাইব্রেটর, ০৪ টি রড কাটিং মেশিন, ০২ টি পাম্প, ০২ টি মাঠ পাম্প ও ওয়েল্ডিং মেশিন ইত্যাদি যন্ত্রপাতি) নিয়া যায়। উক্তদিনের ঘটনার ভিডিও ফুটেজ -এর ০৩ (তিন) কপি স্থির চিত্র অত্র সঙ্গে সংযুক্ত করা হইলো।

 

৫। আসামীগণের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পূর্বেই আসামীগণ পরিকল্পিতভাবে অত্র বাদীসহ অন্যান্যদের বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি সাজানো মিথ্যা মামলা, রমনা মডেল থানার মামলা নং ১৬(০৬)২০২৩ উল্লেখিত ২২-০৬-২০২৩ ইং তারিখে অত্র আসামী কর্তৃক সংঘটিত ঘটনার পূর্বেই দায়ের করিয়া রাখেন। উক্ত সাজানো মিথ্যা মামলায় অত্র বাদীসহ অন্যান্যদেরকে আসামী করিয়া গ্রেফতার দেখানো হয়। অতঃপর বিগত ২৩-০৬-২০২৩ ইং তারিখ উক্ত ০৩ (তিন) জন আসামীকে মূখ্য মহানগর হাকিম আদালত (এম.এম-৩৫), ঢাকা -এ হাজির করা হইলে আসামীদের আবেদনের প্রেক্ষিতে আদালত জামিন মঞ্জুর করেন।

 

৬। অত্র মামলার আসামীগণ পরষ্পর যোগসাজসে অবৈধ লোক জড় করিয়া বাদীর প্রতিষ্ঠানের দখলকৃত জমিতে অনধিকার প্রবেশ করিয়া বাদীকে হত্যার হুমকি দিয়া, চাঁদার দাবীতে নির্মাণ কাজ বন্ধ করিয়া বাংলাদেশ দন্ডবিধির ১৪৩/৪৪৮/৩০৭/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারার অপরাধ করিয়াছে। ঘটনাটি রমনা থানাধীন হওয়ায় আপনার আদালতে বিচার্য। বাদীর অনেক স্বাক্ষী আছে যাহা আদালতে মামলাটি প্রমাণ করতে সক্ষম হবে।

 

৭। বাদীর প্রতিষ্ঠানের মালিকের সাথে শলা পরামর্শ করিয়া আদালতে মামলা করিতে কিছুটা বিলম্ব হইল।

 

৮। অন্যান্য বক্তব্যগুলো আদালতে মৌখিক ভাবে উপস্থাপন করা হইবে।

 

অতএব, উপরোল্লিখিত বর্ণিত কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে বাদীর আরজি পর্যালোচনা করিয়া আসামীদের বিরুদ্ধে W/A ইস্যু করিতে জনাবের মর্জি হয়।

 

লেখক-

এডভোকেট মুহাম্মদ মহীউদীন

01711068609 / 01540105088

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *