থানায় এজাহার দায়ের [মানব পাচার আইনে]

মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ১২ (১) ধারায় থানায় এজাহার দায়ের-

 

বরাবর,

অফিসার ইনচার্জ,

মিরপুর মডেল থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

 

বিষয়: এজাহার।

 

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি এসআই/মোঃ আসসলাম উদ্দিন, মিরপুর মডেল থানা, ডি.এম.পি, ঢাকা সংগীয়, এএসআই/ হাসানুর রহমান, কং/২৮১৫০ আনসার আলী, কং/৯০৩৫ আবু সাঈদ এবং গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহাগ (২৭), পিতা-শাহআলম হাওলাদার, সাং-নয়াবাড়ি, থানা- উজিরপুর, জেলা-বরিশাল, বর্তমানে-ভাসমান, ২। মোঃ রায়হান ইসলাম (২২), পিতা-মোঃ আঃ সালেক, সাং-ধরালিয়া, থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল, বর্তমানে-ভাসমান, ৩। মোঃ রফিক (২৫), পিতা-মোঃ আইয়ুব আলী, সাং-মশাল, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, বর্তমানে-গুলশান-২, রোড নং-৩৬, বাসা নং-৬ থানা-গুলশান, ঢাকা-৪। বাদশা (৩২), পিতা-মৃত আব্দুল কাদের মোল্লা, সাং- ঘরোয়া, থানা-ডামুডা, জেলা-শরীয়তপুর, বর্তমানে-বাসা-৯৪/৪ পশ্চিম শেওড়াপাড়া, থানা-কাফরুল, ঢাকা-৫। মোঃ মানিক মিয়া (২৫), পিতা-চুন্নু মিয়া, সাং-বেতমোর, থানা-মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর, বর্তমানে-ভাসমান, ৬। জাকির হোসেন (৪০), পিতা-মেছের আলী, সাং-কেনাহোড়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমানে-৩৮/খ, সেকশন-৬, থানা-মিরপুর, ঢাকা। ৭। মিস শিল্প খাতুন (২২), পিতা-মোহাম্মদ আলী ফকির, সাং-গঙ্গাপুর, থানা-হিজলা, জেলা-বরিশাল, বর্তমানে- ৮৫/১/বি পশ্চিম শেওড়াপাড়া, থানা-মিরপুর, ঢাকা, ৮। মিস সূচনা খাতুন (২০), পিতা-আঃ রাজ্জাক, সাং-দহরপাড়া, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, বর্তমানে-বাসা নং-৪৬, রোড নং-২২, নিউ সি ব্লক, থানা-শাহআলী, ঢাকা, ৯। মিস চুম্পা (২০,), পিতা-আঃ খালেক, সাং-মিরপুর উত্তর হাজীপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ, বর্তমানে-৩৩৩ পূর্ব কাজীপাড়া, থানা-কাফরুল, ঢাকা, ১০। মিস নূপুর (২০), পিতা-মোঃ তোফাজ্জাল হোসেন, সাং-বদরপুর, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-ভাসমান, ১১। মোসাঃ রাবেয়া বেগম (২২), পিতা-আবু বক্কর সিদ্দিক, সাং-চিড়াপাড়া, থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল, বর্তমানে-১২৩/জি/১, থানা-দক্ষিণ বিশিল, ঢাকাদের বিরুদ্ধে এই মর্মে এজাহার দাখিল করিতেছি যে, মিরপুর থানার এমসিসি নং-২১৪৭/১২, তাং- ৩০/১১/১২ইং মূলে মিরপুর থানা এলাকায় জ্যামিনি-৭১ ডিউটি করাকালে জনৈক মোঃ পলাশ মিয়া পলাশ (৩৫), পিতা-মৃত হাজী আঃ আউয়াল, বাসা নং-৮, রোড নং-৩, ব্লক-এ, সেকশন-২, থানা-মিরপুর, ঢাকা থানায় জানান যে, বাসা নং-৩৮ রোড নং-১, ব্লক-খ, সেকশন-৬, নজরুল ম্যানশন (৪র্থ তলা), থানা-মিরপুর, ঢাকা হোটেল রোজ হ্যাভেন ৪র্থ তলার ফ্লাটটি জাকির হোসেন (৪০), পিতা-মেছের আলী, সাং-কেনাহোড়া, থানা- বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমানে-৩৮/খ, সেকশন-৬, থানা-মিরপুর, ঢাকা, ভাড়া নিয়ে ফ্লাটটিতে ৪/৫ মাস যাবৎ ভাড়াটিয়া হিসাবে বসবাস করিয়া আসিতেছে। অদ্য ইং ৩০/১১/২০১২ তারিখ অনুমান ২০.১৫ ঘটিকার সময় উক্ত ফ্ল্যাটে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় দেখিতে পাইয়া এলাকার লোকজনের সহায়তায় তাহাদেরকে ফ্ল্যাটের বাহিরে তালাবন্দ করিয়া আটক করিয়া থানায় সংবাদ দেন। রাত্র অনুঃ ২০.১৫ ঘটিকার সময় থানার বেতার যন্ত্রের মাধ্যমে প্রাপ্ত হইয়া ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় ফোর্সসহ অদ্য ৩০/১১/১২ইং তারি সন্ধ্যা অনুঃ ২০.৫৫ ঘটিকায় উল্লেখিত স্থানে পৌছিয়া এলাকার লোকজনের সনাক্ত মতে বর্ণিত আসামীদের উক্ত ফ্ল্যাট থেকে গ্রেফতার করি। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং আসামী জাকির হোসেন জানায় অন্যান্য গ্রেফতারকৃত আসামীদের সহায়তায় উক্ত ফ্ল্যাটটি ৪/৫ মাস যাবৎ পতিতালয় হিসাবে ব্যবহার করিয়া আসিতেছে। উক্ত হোটেল রোজ হ্যাভেন এর মালিক মনির (৪২), জুয়েল (৪০), পায়েল (৩৫), সর্বপিতা ও ঠিকানা-অজ্ঞাতসহ ধৃত আসামীরা বর্ণিত ফ্ল্যাটে পতিতালয় পরিচালনা করিয়া মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ১২ (১) ধারার অপরাধ করিয়াছে। ধৃত আসামীদের সহ থানায় আসিয়া উদ্ধর্তন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত আলোচনা করিয়া এজাহার দায়ের করিতে সামান্য বিলম্ব হইল। অতএব, জনাবের নিকট আবেদন উক্ত ধৃত আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে মর্জি হয়।

 

 

বিনীত নিবেদক

 

(মোঃ আসসলাম উদ্দিন)

এসআই মিরপুর মডেল থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

তাং- ০৫/০৯/২০২৪ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *