থানায় এজাহার দায়ের [বিস্ফোরক মামলায়]

বিস্ফোরক মামলায় থানায় এজাহার দায়ের।

 

বিস্ফোরক উপাদানাবলী আইন, ১৯০৮ (সংশোধনী/২০০২) এর ৩/৪ ধারায় মামলার এজাহার এর নমুনা।

 

বরাবর,

অফিসার ইনচার্জ,

রামপুরা থানা, ডিএমপি, ঢাকা।

 

বিষয়: এজাহার।

 

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি এসআই মোঃ আবু তাহের ভূইয়া, সংগীয় এসআই/মোঃ শরীফ হোসেন, কং/ ৭০৯৭ মোঃ আবু শাহীন, কং/৬৩১০ মোঃ নুরুল ইসলাম, কং/২৬৪৪৭ মোঃ হান্নান মাতুব্বর, কং/৮৭৩৯ মোঃ মোতালেব হোসেন, কং/১৭৪৬১ মোঃ আইয়ুব আলী সর্ব খানা-রামপুরা, ডিএমপি, ঢাকা। এই মর্মে থানায় হাজির হইয়া এজাহার দায়ের করিতেছি যে, ইং ০৪/১১/২০১৩ তারিখ নৈশ সিসি নং-১৭৮৭/১৩, জিডি নং-১৭৮, তারিখ-০৪/১১/১৩ইং মূলে এবং হরতাল সিসি নং- ৮৯৯/১৩, তারিখ-০৫/১১/২০১৩ ইং এর অফিসার ও ফোর্সের সহায়তার সিয়েরা-৫৫ ডিউটি করাকালীন রামপুরা থানাধীন রামপুরা কাঁচা বাজারের বিপরীত পার্শ্বে রামপুরা হাইস্কুল গলির মুখে মেইন রাস্তার উপর অদ্য ইং ০৫/১১/২০১৩ তারিখ ভোর ০৪.৪৫ ঘটিকার সময় আসামী (১) হাসান মাহমুদ রনি (২২) (২২ নং ওয়ার্ডের ছাত্র দলের প্রচার সম্পাদক), পিতা-মোঃ কামাল হোসেন, সাং- গাড়ীরপাড়, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, বর্তমানে-৪৮/১ পশ্চিম উলন, পশ্চিম রামপুরা, থানা- রামপুরা, ঢাকা, (২) হাবিবুর রহমান সুমন (৩০) (রামপুরা থানা ছাত্র দলের সভাপতি), পিতা-মোঃ হারুন অর রশিদ, সাং-বামনখালী, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ, বর্তমানে-৫৫/১, পশ্চিম উলন, পশ্চিম রামপুরা, থানা-রামপুরা, ঢাকা, (৩) এসএম আদিবুল হক আলামিন (২৮) (রামপুরা থানা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক), পিতা-আনিছুল হক, সাং-৪১০, মক্তি মসজিদ গলি, পশ্চিম রামপুরা, খানা-রামপুরা, ঢাকা, (৪) হাবিবুর রহমান হাবিব (২৮) (রামপুরা থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক), সাং-মক্কি মসজিদ গলি, পশ্চিম রামপুরা, থানা-রামপুরা, ঢাকা (৫) লিটন ঘোড়া লিটন (৩২) (রামপুরা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক), সাং-বাগিচারটেক, পশ্চিম রামপুর, থানা- রামপুরা, ঢাকা, (৬) মোঃ ফরহাদ (২৬) (রামপুরা থানা ছাত্র দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), (৭) কামাল হোসেন দুলু মাওরা দুলু (রামপুরা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক), সাং-হাজীপাড়া, টিপটপ গলি, রামপুরা, ঢাকা, (৮) আশরাফুল আরিফ ডল (৩৫) (রামপুরা থানা কৃষক দলের সভাপতি), সাং-পূর্ব রামপুরা, থানা-রামপুরা, ঢাকা (৯) আইয়ুব আলী (৩৮) (রামপুরা তানা কৃষক দলের সহ সভাপতি), সাং-বাগিচারটেক, পশ্চিম রামপুরা, থানা-রামপুরা, ঢাকা। (১০) মোশারফ হোসেন বাবু (২৬) (২২ নং ওয়ার্ড রামপুরা থানা ছাত্রদল সভাপতি), (১১) আরিফুল ইসলাম সুমন (২৬) (২২ নং ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক), (১২) মোঃ রফিক (২২) (২২ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক), (১৩) জাহিদ (২২) (২২নং ওয়ার্ড ছাত্রদল), (১৪) রনি (২০) (২২ নং ওয়ার্ড ছাত্রদল), (১৫) রুবেল হক বিষু (২৩) (২৩ নং ওয়ার্ড ছাত্রদল রামপুরা থানা), (১৬) হিমেল (২২), পিতা-মোঃ হাসান, সাং-পূর্ব রামপুরা, থানা-রামপুরা, ঢাকা, (১৭) দিলু চোরা দিলু (১৮) পিতা-অজ্ঞাত, সাং- বাগিচারটেক, মসজিদের পার্শ্বে, পশ্চিম রামপুরা, থানা-রামপুরা, ঢাকা, (১৮) কাউয়ুম প্রেস কাউয়ুম (২৭), পিতা-অজ্ঞাত, সাং-পশ্চিম রামপুরা, থানা-রামপুরা, ঢাকা, (১৯) তানভিরুল হক রিপন (৪৫) (রামপুরা থানা ৯৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি), পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত, (২১) তানিম (২৪), পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত’সহ অজ্ঞাত নামা ৪০/৪৫ জন বেআইনী জনতা ১৮ দলীয় জোটের আহুত হরতাল চলাকালীন আইন শৃংখলা অবনতি এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য গাড়ীতে অগ্নিসংযোগ দেওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক সংগীয় অফিসার ও ফোর্সসভহকারে বেআইনী জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করিলে আমাদেরকে লক্ষ করিয়া ২/৩ টি ককটেল বিস্ফোরণ ঘটাইয়া জনমনে আতংক সৃষ্টি করিয়া পালিয়ে যায়। ঘটনাস্থল হইতে ০১ টি বিস্ফোরিত ককটেল (হাত বোমা) যাহা টিনের কৌটার উপর কালো কসটেপ দ্বারা পেচানো। যাহার ভিতরে ৩০ (ত্রিশ) টি মার্বেল বল আছে। উপরোক্ত আলামত উদ্ধার পূর্বক অদ্য ০৫/১১/১৩ইং তারিখ ০৫.০০ ঘটিকার সময় জব্দ তালিকায় বর্ণিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করি এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করি। বর্ণিত আসামীগণ পূর্ব পরিকল্পনা করিয়া সরকারের ভাব মূর্তি নষ্ট করার জন্য এবং শান্তি প্রিয় জনসাধারণের বিনষ্ট করার জন্য একে অপরের সহযোগীতায় ককটেল বিস্ফোরণ ঘটাইয়া জনমনের আতংক সৃস্টি করিয়া বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ (সংশোধনী/২০০২) এর ৩/৪ ধারার অপরাধ করিয়াছে। আসামীগণদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।

 

অতএব বিষয়টি সংক্রান্তে বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ (সংশোধনী/২০০২) এর ৩/৪ ধারা মোতাবেক নিয়মিত মামলা রুজু করতঃ আইনগত ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়।

 

 

তারিখ-০৫/১১/২০১৩ইং

সংযুক্তি: মূল জব্দ তালিকা।

 

 

নিবেদক

(মোঃ আবু তাহের ভূইয়া)

এসআই

বিপি নং-৭৯৯৭০২৭৫১৯

রামপুরা থানা, ডিএমপি, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *