পাওয়ার অব এটর্নি বাতিল

বিসমিল্লাহির রহমানির রাহিম।

 

আম-মোক্তার রদ, রহিত ও বাতিলকরণ দলিল।

 

এ. এস. এম. ফয়সাল, পিতা- মোহাম্মদ কেরামত আলী খান, মাতা- ফিরোজা বেগম, সাং- বাসা নং – ৮, রোড নং- ০৫, মিরপুর, ধাকা-১২১৬, স্থায়ী সাং- বাসা নং – ৮, রোড নং- ০৫, মিরপুর, ধাকা-১২১৬, জাতীয়তা- বাংলাদেশ, ধর্ম- ইসলাম, পেশা- চাকুরি। জাতীয় পরিচয় পত্র নং- ৮৬৮৪৩৩২১৪৪

———————- দলিল গ্রহিতা।

 

মিসেস জাকিয়া আক্তার শিল্পী, স্বামী- এ. এস. এম. ফয়সাল,

মাতা- মিসেস আয়শা বেগম, সাং- বাসা নং – ৮, রোড নং- ০৫, মিরপুর, ধাকা-১২১৬, স্থায়ী সাং- বাসা নং – ৮, রোড নং- ০৫, মিরপুর, ধাকা-১২১৬, জাতীয়তা- বাংলাদেশ, ধর্ম- ইসলাম, পেশা- গৃহিনী। জাতীয় পরিচয় পত্র নং- ১৯৮১২৬৯৪৮০৭০০০০৮৬

———————– দলিল দাতা।

 

পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করিয়া আম-মোক্তারনামা রদ, রহিত ও বাতিলকরণ দলিলের বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু আমি অত্র দলিল দাতা ঢাকা জজ কোর্টে চলমান দেওয়ানী মোকদ্দমা নং ১৬১/২০১৮ সঠিকভাবে পরিচালনার জন্য বিগত  ইং তারিখে        নং আম-মোক্তারনামা দলিল দ্বারা আমার স্বামী এ. এস. এম. ফয়সাল, পিতা- মোহাম্মদ কেরামত আলী খান -কে আমার পক্ষে আম-মোক্তার নিযুক্ত করিয়াছিলাম। কিন্তু বর্তমানে আমার উল্লেখিত মোকদ্দমাটির যাবতীয় কার্য্যাদি আমি নিজেই সম্পাদন করিতে পারিব। বিধায় উপরোল্লিখিত উক্ত আম-মোক্তারনামা দলিলটি অদ্য হাজিরান মজলিশে নিম্ন স্বাক্ষরিত স্বাক্ষীগণের সম্মুখে আমার নিযুক্তীয় আম-মোক্তার এ. এস. এম. ফয়সাল -কে প্রদানকৃত যাবতীয় ক্ষমতা হইতে অব্যাহতি প্রদান করিয়া অত্র দলিলের মাধ্যমে উক্ত আম-মোক্তার নামা দলিলখানা বাতিল বা প্রত্যাহার করিলাম।

 

অদ্য হইতে আমার নিযুক্তীয় আম-মোক্তার উল্লেখিত আম-মোক্তারনামা দলিলে বর্ণিত কোন প্রকার কার্য্যাদি করিতে পারিবেন না। ভবিষ্যতে করিলে বা করিতে চাহিলেও তাহা সর্ব আইন আদালতে সর্বত্র অগ্রাহ্য বা বাতিল বলিয়া গণ্য হইবে। অর্থাৎ উক্ত আম-মোক্তারনামা দলিল নং তারিখ ইং টি বাতিল বলিয়া গন্য হইবে।

 

এতদ্বার্থে, স্বেচ্ছায়,  স্বজ্ঞানে, সুস্থ্য শরীরে অন্যের বিনা প্ররোচনায় অত্র বিশেষ আম-মোক্তারনামা দলিল রদ, রহিত ও বাতিলকরণ দলিল পাঠ করিয়া অন্যের দ্বারা পাঠ করাইয়া ইহার মর্ম ও ফলাফল ভালভাবে অবগত হইয়া সহি সম্পদান করিয়া দিলাম।

 

ইতি, তারিখ ইং।

 

দলিল গ্রহিতার স্বাক্ষর

 

দলিল দাতার স্বাক্ষর

সাক্ষীগণের স্বাক্ষর:

১।

 

২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *