বাংলাদেশের জাতীয় নির্বাচন সমূহ

Spread the love

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সমূহ-

 

বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকে এই আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত মোট ১২ বার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে ১১৮- ১২৬ অনুচ্ছেদে জাতীয় নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 

জাতীয় সংসদ-

বাংলাদেশের সর্বোচ্চ আইনসভার নাম জাতীয় সংসদ। ইহা এককক্ষ বিশিষ্ট এবং ৩০০ আসন বিশিষ্ট। এছাড়াও মহিলাদের জন্য ৫০ টি আসন সংরক্ষিত। জাতীয় সংসদের ৩০০ আসনের সদস্য নির্বাচন করার জন্য প্রতি পাঁচ বছর পর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে থাকে। জনগণের প্রত্যক্ষ ভোটে ৩০০ জন সংসদ সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত রাজনৈতিক দলের প্রধানই প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হন।

 

 

নির্বাচন সমূহ-

 

১২তম/ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪

প্রধানমন্ত্রী হয়েছেন- শেখ হাসিনা (আওয়ামীলীগের প্রধান)।

নির্বাচনের তারিখ- ৭ জানুয়ারি, ২০২৪ ইং রোববার।

ফলাফল-

আওয়ামী লীগ -২২২ টি আসন,

জাতীয় পার্টি -১১ টি আসন,

ওয়ার্কার্স পার্টি -১ টি আসন,

জাসদ -১ টি আসন,

কল্যাণ পার্টি -১ টি আসন এবং

স্বতন্ত্র প্রার্থীরা -৬২ টি আসন।

ভোটের হার- ৪১%

কারচুপির অভিযোগ- এই নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি করা হয়েছিল। এটি ছিল একটি একতরফা নির্বাচন। বিকাল ৩ টায় ২৭.১৫% ভোট পড়ে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হলেও এর ১ ঘন্টা পরেই ৪১% হয়েছে বলে জানানো হয়।

অংশগ্রহণ- বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই।

 

১১তম/ একাদশ জাতীয় সংসদ নির্বাচন-

প্রধানমন্ত্রী হয়েছেন- শেখ হাসিনা (আওয়ামীলীগের প্রধান)।

নির্বাচনের তারিখ- ৩০ শে ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগ – ২৫৭টি আসন লাভ করে।

 

১০ম জাতীয় সংসদ নির্বাচন-

প্রধানমন্ত্রী হয়েছেন- শেখ হাসিনা (আওয়ামীলীগের প্রধান)।

নির্বাচনের তারিখ- ৫ই জানুয়ারি ২০১৪

আওয়ামী লীগ – ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে- আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ১৭টি দল।

অংশগ্রহণ- বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে।

 

৯ম জাতীয় সংসদ নির্বাচন-

প্রধানমন্ত্রী হয়েছেন- শেখ হাসিনা (আওয়ামীলীগের প্রধান)।

নির্বাচনের তারিখ- ২৯শে ডিসেম্বর ২০০৮

আওয়ামী লীগ –                         জয় লাভ করে।

অংশগ্রহণ- সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

 

৮ম জাতীয় সংসদ নির্বাচন-

প্রধানমন্ত্রী হয়েছেন- খালেদা জিয়া  (বিএনপির প্রধান)।

নির্বাচনের তারিখ- ১ অক্টোবর, ২০০১

জয় লাভ করে – বিএনপি ।

অংশগ্রহণ- আওয়ামী লীগ ও বিএনপি সহ ৫৪টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

তত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন- লতিফুর রহমান।

তত্বাবধায়ক সরকারের অধীনে- দ্বিতীয় নির্বাচন।

 

৭ম জাতীয় সংসদ নির্বাচন-

প্রধানমন্ত্রী হয়েছেন- শেখ হাসিনা (আওয়ামীলীগের প্রধান)।

নির্বাচনের তারিখ- ১২ জুন, ১৯৯৬

বিজয়ী – ১৪৬টি আসন পেয়ে আওয়ামীলীগ জয় লাভ করে।

অংশগ্রহণ- আওয়ামী লীগ ও বিএনপি সহ ৮১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

তত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন- লতিফুর রহমান।

ভোট কাউন্ট- ৭৪.৮২%

 

৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন-

প্রধানমন্ত্রী হয়েছেন- খালেদা জিয়া  (বিএনপির প্রধান)।

নির্বাচনের তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬

বিজয়ী – ৩০০টি আসন পেয়ে বিএনপি জয় লাভ করে।

অংশগ্রহণ- আওয়ামী লীগ সহ অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল।

তত্বাবধায়ক সরকার- এটি ছিল একতরফা নির্বাচন।

ভোট কাউন্ট- ২১%

সরকারের মেয়াদ ছিল- ৩ মাস।

এটি ছিল বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে সবচেয়ে ছোট সংসদ।

 

 

৫ম জাতীয় সংসদ নির্বাচন-

প্রধানমন্ত্রী হয়েছেন- খালেদা জিয়া  (বিএনপির প্রধান)।

নির্বাচনের তারিখ- ২৭শে ফেব্রুয়ারি ১৯৯১

বিজয়ী – ১৪২টি আসন পেয়ে বিএনপি জয় লাভ করে।

অংশগ্রহণ- আওয়ামী লীগ, বিএনপি ও সতন্ত্র প্রার্থীসহ ৭৫টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল।

তত্বাবধায়ক সরকার- এটি ছিল একতরফা নির্বাচন।

ভোট কাউন্ট- ৫৫.৪%

সরকারের মেয়াদ ছিল- ৫ বছর।

তত্বাবধায়ক সরকারের অধীনে এটি ছিল প্রথম নির্বাচন।

 

৪র্থ জাতীয় সংসদ নির্বাচন-

রাষ্ট্রপতি হয়েছেন- হুসাইন মুহাম্মদ এরশাদ (জাতীয় পার্টির প্রধান)

নির্বাচনের তারিখ- ৩রা মার্চ ১৯৮৮

বিজয়ী – ২৫১টি আসন পেয়ে জাতীয় পার্টি জয় লাভ করে।

অংশগ্রহণ- আওয়ামী লীগ, বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করেছিল।

তত্বাবধায়ক সরকার- তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না।

ভোট কাউন্ট- ৫২.৫%

সরকারের মেয়াদ ছিল- ৩ বছর।

 

৩য় জাতীয় সংসদ নির্বাচন-

রাষ্ট্রপতি হয়েছেন- হুসাইন মুহাম্মদ এরশাদ (জাতীয় পার্টির প্রধান)

নির্বাচনের তারিখ- ৭ই মে ১৯৮৬

বিজয়ী – ১৫৩টি আসন পেয়ে জাতীয় পার্টি জয় লাভ করে।

অংশগ্রহণ- বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল।

তত্বাবধায়ক সরকার- তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না।

ভোট কাউন্ট- ৬১.১%

সরকারের মেয়াদ ছিল- ২ বছর।

 

২য় জাতীয় সংসদ নির্বাচন-

রাষ্ট্রপতি হয়েছেন- জিয়াউর রহমান (বিএনপির প্রধান)

নির্বাচনের তারিখ- ১৮ই ফেব্রুয়ারি ১৯৭৯

বিজয়ী হয় – বিএনপি।

আসন পায়- ২০৭টি

ভোট কাউন্ট- ৫১.৩%

সরকারের মেয়াদ ছিল- ৭ বছর।

অংশগ্রহণ- বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল।

তত্বাবধায়ক সরকার- তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না।

ফলাফল-

আওয়ামী লীগ (মালেক)- ৩৯,

আওয়ামী লীগ (মিজান) -২,

জাসদ -৮,

মুসলিম লীগ ও ডেমোক্রেটিক লীগ -২০,

ন্যাপ (মোজাফফর) -১,

বাংলাদেশ জাতীয় লীগ -২,

বাংলাদেশ গণফ্রন্ট -২,

বাংলাদেশের সাম্যবাদী দল -১,

বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন -১,

জাতীয় একতা পার্টি -১ ও

স্বতন্ত্র প্রার্থীরা -১৬টি আসনে জিতেন।

 

১ম জাতীয় সংসদ নির্বাচন-

রাষ্ট্রপতি হয়েছেন- শেখ মুজিবুর রহমান (আওয়ামী লীগের প্রধান)

নির্বাচনের তারিখ- ৭ই মার্চ ১৯৭৩

বিজয়ী হয় – আওয়ামী লীগ।

আসন পায়- ২৯৩টি।

ভোট কাউন্ট- ৫৪.৯%

সরকারের মেয়াদ ছিল- ৭ বছর।

অংশগ্রহণ- বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল।

তত্বাবধায়ক সরকার- তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না।

 

— — —

এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন

01711068609

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *