বাংলাদেশ সরকার কত ধরনের কর (Tax) আদায় করে থাকে

দেশ পরিচালনা ও দেশের উন্নয়নের জন্য সরকারের আয় দরকার। প্রতিটি দেশের সরকারের আয়ের উৎস হচ্ছে কর ব্যবস্থা। সরকার জনগণের নিকট থেকে এই আয় করে থাকে। এই করের ধরণ বিভিন্ন রকম হয়ে থাকে। বাংলাদেশ সরকার সাধারণত জনগণের নিকট থেকে নিম্নলিখিত কর বা Tax সমূহ আদায় করে থাকে। যথা-

প্রতি বছর একজন মানুষ যে আয় করে তার উপর নির্ধারিত হারে সরকারকে কর দিতে হয়। ইহাই আয়কর।   

কোন কোম্পানী তার ব্যবসায়ীক লাভের উপর যে কর দেয় তাই কর্পোরেট ট্যাক্স।

মূলধন বৃদ্ধি পেলে তার উপর এই কর দিতে হয়।

সম্পত্তির উপর এই কর দিতে হয়।

উপহার এর উপর এই কর দিতে হয়।

একটি পণ্য উৎপাদন থেকে শুরু করে খুচরা বিক্রয় পর্যন্ত প্রত্যেক ধাপে যে মূল্য বৃদ্ধি করা হয় তার উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বা বা মূসক বা VAT  বলা হয়।  

আমদানি কিংবা রপ্তানির সময় এই শুল্ক বা কর প্রদান করা হয়।

উৎপাদনের উপর এই শুল্ক বা কর প্রদান করা হয়।

মোট সম্পত্তির একটি নির্ধারিত পরিমাণের পর পরিবেশ উন্নয়ন কর / সারচার্জ দিতে হয়।

কিছু কিছু নির্ধারিত পণ্যে করদাতাদের নিরুৎসাহিত করার জন্য সরকার একটি বিশেষ করের ব্যবস্থা রেখেছে। ইহায় সাপ্লিমেন্টারি ডিউটি। যেমন- জর্দা, গুল, বিড়ি, সিগারেট ইত্যাদি।

এই সকল ট্যাক্স সমূহ সরকার সাধারণত দুই ভাবে আদায় করে থাকে। যথা-

করদাতা যে সকল কর নিজেই সরাসরি সরকারকে প্রদান করে থাকে তাহাকে সরাসরি কর (Direct Tax) বলা হয়। উপরোক্ত করের মধ্যে নিম্নলিখিত কর সমূহ করদাতাগণ সরাসরি কর (Direct Tax) হিসাবে প্রদান করে থাকে-  

১। আয়কর (Income Tax),

২। কর্পোরেট ট্যাক্স (Corporate Tax),

৩। পুঁজিবাজারে মূলধন লাভ কর (Capital Gain Tax),

৪। সম্পত্তি কর (Wealth/Property related tax) এবং

৫। উত্তরাধিকার/উপহার কর (Inheritance/Gift Tax) সরকার সরাসরি নিয়ে থাকে।

উপরোক্ত করের মধ্যে নিম্নলিখিত কর সমূহ প্রান্তিক ভোক্তাগণ পরোক্ষ কর (Indirect Tax) হিসাবে সরকারকে প্রদান করে থাকে। যেখানে কর ভোক্তার কাছ থেকে পণ্য বা সেবা ব্যবহারের সময় আদায় হয়। যথা-

৭। আমদানি/রপ্তানি শুল্ক (Customs Duty),

৮। উৎপাদন শুল্ক (Excise Duty),

৯। পরিবেশ উন্নয়ন কর / সারচার্জ (Surcharge) এবং

১০। সাপ্লিমেন্টারি ডিউটি (SD) এই  ট্যাক্স সমূহ সরকার সরাসরি না নিয়ে ভোক্তার নিকট থেকে নিয়ে থাকে।

ট্যাক্স ও ভ্যাট সহ যেকোন আইনি বিষয়ে সমাধানের জন্য আমাদের বিজ্ঞ আইনজীবীদের সাথে যোগাযোগ করুন-

যোগাযোগ

সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন

এলএল.বি, এলএল.এম, এমবিএ

১৬, কৈলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা।

অথবা

রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা

ফোন- 01711068609 / 01540105088

ওয়েবসাইট- www.ainbid.com 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *