বার কাউন্সিল এম.সি.কিউ পরীক্ষা- ২০১৫

Spread the love

আইনবিদ ল’ একাডেমী

01711068609 / 01540105088

২০১৫ সালের অনুষ্ঠিত নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষার প্রশ্ন ও উত্তরমালা

বার কাউন্সিল এম.সি.কিউ পরীক্ষা- ২০১৫

সেট নম্বর-১

 

১। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয়-

(ক) প্রেসিডেন্ট কর্তৃক, (খ) সরকার কর্তৃক, (গ) চেয়ারম্যান কর্তৃক, (ঘ) প্রধান বিচারপ্রতি কর্তৃক।

 

২। সরকারি চাকরি হতে নৈতিক স্খলনের দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি আইনজীবী হবার জন্য অযোগ্য হবে, যদি না সে অতিবাহিত করে-

(ক) ১ বছর, (খ) ২ বছর, (গ) ৩ বছর, (ঘ) ৪ বছর।

 

৩। বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্নের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্নকরতে হবে তা হলো-

(ক) ৩১ জানুয়ারি, (খ) ৩১ ডিসেম্বর, (গ) ৩১ মে, (ঘ) ৩১ জুলাই।

 

৪। বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত এডভোকেট হবার সকল-

(ক) Executive Committee, (খ) Admission Committee, (গ) Enforcement Committee, (ঘ) Enrolment Committee.

 

৫। কোন এডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি-

(ক) ২ বারের বেশি, (খ) ৪ বারের বেশি, (গ) ৩ বারের বেশি, (ঘ) ৫ বারের বেশি।

 

৬। একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক-

(ক) ০৩ বছর, (খ) ০৫ বছর, (গ) ০৭ বছর, (ঘ) ১০ বছর।

 

৭। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারানুসারে একজন আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধ করার ক্ষমতা কার?

(ক) জেলা ম্যাজিস্ট্রেট, (খ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, (গ) নির্বাহী ম্যাজিস্ট্রেট, (ঘ) মেট্রোপলিটন জজ।

 

৮। তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোন আসামীকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে অনধিক-

(ক) ০৭ দিন, (খ) ১৫ দিন, (গ) ২১ দিন, (ঘ) ৩০ দিন।

 

৯। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সমাপ্ত না হয়, তবে আসামী-

(ক) অব্যাহতি পেতে পারে, (খ) শাস্তি ভোগ করতে পারে, (গ) দণ্ডিত হতে পারে, (ঘ) জামিনে মুক্তি পেতে পারে।

 

১০। যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপীল দায়ের করতে হয়

(ক) হাইকোর্ট বিভাগে, (খ) স্পেশাল জজের নিকট, (গ) জেলা জজের নিকট, (ঘ) দায়রা জজের নিকট।

 

১১। বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে যদি তার কারাদণ্ডের মেয়াদ হয় অনধিক-

(ক) ৩ বছর, (খ) ২ বছর, (গ) ১ বছর, (ঘ) ৬ মাস।

 

১২। অর্থদণ্ডের বিরুদ্ধে আনীত আপীল চলাকালে আসামী মারা গেলে আপীলটি

(ক) এবেট হবে, (খ) এবেট হবে না, (গ) খারিজ হবে, (ঘ) খারিজ হবে না।

 

১৩। কোন ফৌজদারি আদালতের রিভিশন ক্ষমতা আছে?

(ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, (খ) অতিরিক্ত দায়রা জজ, (গ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, (ঘ) জেলা জজ।

 

১৪। দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে-

(ক) জেলা ম্যাজিস্ট্রেট বরাবর, (খ) জেলা জজ বরাবর, (গ) জেলা সুপার বরাবর, (ঘ) পুলিশ সুপার বরাবর।

 

১৫। নালিশী দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করা একজন ম্যাজিস্ট্রেটের জন্য-

(ক) বাধ্যতামূলক, (খ) স্বেচ্ছাধীন, (গ) নির্দেশমূলক, (ঘ) বৈষম্যমূলক।          [ফৌ: কা: ধারা ২০০]

 

১৬। কোন আমলযোগ্য অপরাধ সংঘটন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় প্রদত্ত লিখিত এজহার স্বাক্ষর করবে-

(ক) ম্যাজিস্ট্রেট, (খ) অভিযুক্ত আসামী, (গ) সংবাদদাতা, (ঘ) নালিশকারী।

 

১৭। বিচার চলাকালে ১ বছর হাজতে থাকা একজন আসামীর ৫ বছরের কারাদণ্ডের আদেশ হয়। দণ্ডিত আসামীকে কত দিন কারাগারে সাজা ভোগ করতে হবে?

(ক) ৬ বছর, (খ) ৫ বছর, (গ) ৪ বছর, (ঘ) ৩ বছর।

 

১৮। তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল করতে হয়-

(ক) চীপ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে, (খ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, (গ) দায়রা জজ আদালতে, (ঘ) জেলা জজ আদালতে।

 

১৯। প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে-

(ক) জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, (খ) জেলা ম্যাজিস্ট্রেট, (গ) ডেপুটি কমিশনার, (ঘ) মুখ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[ফৌ: কা: ধারা ১০ ও ১৭]

২০। প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হন-

(ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, (খ) জেলা জজ, (গ) দায়রা জজ, (ঘ) জেলা ম্যাজিস্ট্রেট।

[ফৌ: কা: ধারা ১১ ও ১৭]

২১। সংক্ষিপ্ত বিচারে অনবিধ ২০০/- টাকা অর্থদণ্ড হলে, ঐ আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো-

(ক) রিভিশন, (খ) আপীল, (গ) রেফারেন্স, (ঘ) কোনটিই নয়।

 

২২। ফৌজদারি কার্যবিধির ২৯সি ধারাবলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক-

(ক) ০৫ বছর, (খ) ০৭ বছর, (গ) ০৯ বছর, (ঘ) ১০ বছর।

 

২৩। মিথ্যা অভিযোগের ক্ষেত্রে একজন চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালাসের আদেশ প্রদানের সময় নালিশকারীর বিরুদ্ধে এরূপ ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, যা হবে অনধিক-

(ক) ১,০০০ টাকা, (খ) ২,০০০ টাকা, (গ) ৫,০০০ টাকা, (ঘ) ১০,০০০ টাকা।

 

২৪। কোন পাবলিক প্রসিকিউটর কোন প্রত্যাহার করতে পারে-আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ

(ক) আইন মন্ত্রণালয়ের সম্মতিতে, (খ) সরকারের সম্মতিতে, (গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিতে, (ঘ) আদালতের সম্মতিতে।

 

২৫। পেনাল কোড-এর ৩২৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপস করতে পারে-

(ক) পাবলিক প্রসিকিউটর, (খ) আসামী, (গ) ম্যাজিস্ট্রেট, (ঘ) ভিকটিম।

 

২৬। চুরি করতে গিয়ে আসামী যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয়, তবে অপরাধটি হবে-

(ক) বলপূর্বক আদায়, (খ) ডাকাতি, (গ) দস্যুতা, (ঘ) চুরি।

 

২৭। অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদানসমূহ অভিন্ন?

(ক) চুরি ও বলপূর্বক আদায়, (খ) বলপূর্বক আদায় ও ডাকাতি, (গ) বলপূর্বক আদায় ও দস্যুতা, (ঘ) ডাকাতি ও দস্যুতা।

 

২৮। অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোন সময় আদায় করা যায়-

(ক) ৬ বছর, (খ) ৩ বছর, (গ) ২ বছর, (ঘ) ১ বছর।

 

২৯। A অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়। মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই A তা বিক্রি করে। A যে অপরাধে দোষী হবে, তা

(ক) চুরি, (খ) দস্যুতা, (গ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, (ঘ) অসাধুভাবে আত্মসাত।         [দন্ড বিধি, ধারা ৪০৩]

 

৩০। পেনাল কোড এ কত প্রকারের শাস্তি আছে?

(ক) চার, (খ) পাঁচ, (গ) ছয়, (ঘ) সাত।                                            [দন্ড বিধি, ধারা ৫৩]

 

৩১। নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক?

(ক) যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে, (খ) যাবজ্জীবন কারাদণ্ড সম্ভ্রম হতে পারে, (গ) যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম, (ঘ) যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই বিনাশ্রম।

 

৩২। আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে, তা ১/৪ অংশের বেশি হবে না-

(ক) অপরাধের সর্বোচ্চ শাস্তির, (খ) অপরাধের সর্বনিম্ন শাস্তির, (গ) আদালত প্রদত্ত শাস্তির, (ঘ) আদালত কর্তৃক কার্যকর শাস্তির।

 

৩৩। ‘Z’ এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে ‘Z’ এর জমিতে ‘A’ একটি গাছ কাটে। এক্ষেত্রে ‘A’ সংঘটন করে-

(ক) চুরি, (খ) দস্যুতা, (গ) দস্যুতার প্রচেষ্টা, (ঘ) চুরির প্রচেষ্টা।

 

৩৪। যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে-

(ক) বিনাশ্রম, (খ) সশ্রম, (গ) নির্জন, (ঘ) কোনটিই নয়।

 

৩৫। ‘A’ ‘Z’ কে হুমকি দেয় যে, তাকে ‘A’ টাকা না দিলে ‘Z’ সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। ‘A’ যে অপরাধ করেছে তা-

(ক) মানহানি, (খ) অনষ্টিসাধন, (গ) বলপূর্বক আদায়, (ঘ) বিশ্বাসভঙ্গ।

 

৩৬। অন্যের দখলীয় সম্পত্তিতে কোন অপরাধ সংঘটনের জন্য যে কেহ প্রবেশ করে যে অপরাধটি করে তা হলো-

(ক) অপরাধমূলক অনধিকার প্রবেশ, (খ) গণ-উৎপাত, (গ) অনিষ্টসাধন, (ঘ) অনধিকার প্রবেশ।

 

৩৭। পেনাল কোড-এ বর্ণিত ‘দীপান্তর’-এর শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদণ্ড দিয়ে তা হলো-

(ক) ১৪ বছর, (খ) ২০ বছর, (গ) ৩০ বছর, (ঘ) যাবজ্জীবন।

 

৩৮। পেনাল কোড-এর যে ধারায় ‘ডাকাতি’ সংজ্ঞয়িত হয়েছে তা হলো-

(ক) ৩৯০, (খ) ৩৯১, (গ) ৩৯২, (ঘ) ৩৭৮।

 

৩৯। প্রতারণার সর্বোচ্চ শাস্তি কী?

(ক) অর্থদণ্ড ১ বছরের সশ্রম কারাদণ্ড, (খ) অর্থদণ্ড ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, (গ) অর্থদণ্ডসহ ৩ বছরের সশ্রম, (ঘ) কারাদণ্ড অর্থদণ্ডসহ ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড

 

৪০। ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণনা করা হয় তা হলো-

(ক) ১৪ বছর, (খ) ২০ বছর, (গ) ২৫ বছর, (ঘ) ৩০ বছর।

 

৪১। পেনাল কোড-এর কোন ধারায় ইভ-টিজিং এর শাস্তির বিধান আছে?

(ক) ৫০৬, (খ) ৫০৭, (গ) ৫০৮, (ঘ) ৫০৯।

 

৪২। ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়?

(ক) পুরুষ আসামী, (খ) মহিলা আসামী, (গ) স্বামী, (ঘ) তাদের সকলকে।

 

৪৩। যুক্তরাজ্যে বসবাসকারী ‘X’ একজন বাংলাদেশী নাগরিক। সে উগান্ডায় এক ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশে যোগ্যতাসম্পন্ন কোন আদালত ‘X’ এর বিচার করতে পারে, যদি তাকে পাওয়া যায়-

(ক) বাংলাদেশ, (খ) উগান্ডায়, (গ) যুক্তরাজ্যে, (ঘ) যে কোন দেশে।

 

৪৪। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় তা-

(ক) জামিনযোগ্য, (খ) অ-জামিনযোগ্য, (গ) তফসিলভুক্ত, (ঘ) তফসিল বহির্ভূত।

 

৪৫। আত্মহত্যা প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি?

(ক) ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড, (খ) অর্থদণ্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, (গ) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, (ঘ) অর্থদণ্ডসহ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড।

 

৪৬। সাধারণ একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরন হয়-

(ক) হ্যাঁ বোধক, (খ) প্রশ্নবোধক, (গ) প্রশ্ন ও উত্তর, (ঘ) বর্ণনামূলক।

 

৪৭। একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাণঙ্গিক হলে তা লিপিবদ্ধ করবে-

(ক) পুলিশ কর্মকর্তা, (খ) বিচারক, (গ) তদন্তকারী, (ঘ) আইনজীবী।

 

৪৮। সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে পুনঃজেরা করা যায়-

(ক) ১৩৫ ধারায়, (খ) ১৩৬ ধারায়, (গ) ১৩৭ ধারায়, (ঘ) ১৩৮ ধারায়।

 

৪৯। একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে-

(ক) জবানবন্দীর সময়, (খ) পুনঃজীবানবন্দীর সময়, (গ) জেরার সময়, (ঘ) প্রাথমিক সাক্ষ্য দানের সময়।

 

৫০। ৩০ বছর পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয়-

(ক) একজন আইনজীবীর নিকট হতে, (খ) যে কোন হেফাজত হতে, (গ) উপযুক্ত হেফাজত হতে, (ঘ) একজন বিচারকের নিকট হতে।

 

৫১। সকল দেওয়ানি কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে-

(ক) যোগ্য সাক্ষী, (খ) অযোগ্য সাক্ষী, (গ) সংশ্লিষ্ট সাক্ষী, (ঘ) নিশ্চিত সাক্ষী।

 

৫২। একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে, যদি ঐ ব্যক্তির কোন সংবাদ পাওয়া না যায়-

(ক) ০৭ বছর যাবত, (খ) ১৫ বছর যাবত, (গ) ১০ বছর যাবত, (ঘ) ৩০ বছর যাবত।

 

৫৩। নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট?

(ক) বিক্রয় চুক্তি, (খ) বিক্রয় দলিল, (গ) দানপত্র, (ঘ) ডিক্রি।

 

৫৪। নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়?

(ক) মূল বিক্রয় দলিল, (খ) মূল বন্ধকি দলিল, (গ) মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ, (ঘ) মূল বিক্রয় দলিলের খসড়া।

 

৫৫। সাক্ষ্য আইনের কোন ধারাবলে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে?

(ক) ১৫৪, (খ) ১৫৫, (গ) ১৫৬, (ঘ) ১৬০।

 

৫৬। একজন দুষ্কর্মে সহযোগী যোগ্য সাক্ষী হবে-

(ক) খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে, (খ) পরিচিত ব্যক্তির বিরুদ্ধে, (গ) ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে, (ঘ) সহযোগী আসামীর বিরুদ্ধে।

 

৫৭। ‘Y’ এর হত্যার জন্য A অভিযুক্ত। বিচারকালে নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না-

(ক) A, B এর মৃত্যু ঘটিয়েছিল, (খ) A, B এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল, (গ) A, B এর নিকট হতে আকস্মিক প্ররোচনা পেয়েছিল, (ঘ) A এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল।

 

৫৮। সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু স্বাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার-

(ক) বোধশক্তির উপর, (খ) লিঙ্গের উপর, (গ) ধর্মের উপর, (ঘ) জাতীয়তার উপর।

 

৫৯। একটি দেওয়ানি মামলায় কোন ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে ক’জন সাক্ষীর প্রয়োজন হয় তা-

(ক) ১ জন, (খ) ৪ জন, (গ) ৩ জন, (ঘ) নির্দিষ্ট সংখ্যক নহে।

 

৬০। A বলে যে, B একটি অপরাধ করেছে। এখন A চায় আদালতের রায়ে B এর সাজা হোক। কোন বক্তব্যটি সঠিক?

(ক) B কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, সে অপরাধটি করেনি, (খ) আদালতকে অবশ্যই প্রমাণ করতে হবে যে, B অপরাধটি করেছে, (গ) A কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, B অপরাধটি করেছে, (ঘ) A কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, B অররাধটি করেনি।

 

৬১। দেওয়ানি আপীলের মেমোতে কোন একটি হেতু উল্লেখ না করলে, শুনানীকালে তা উত্থাপন করা যাবে শুধুমাত্র-

(ক) বিচারিক আদালতের অনুমতি সাপেক্ষে, (খ) আপীল আদালতের অনুমতি সাপেক্ষে, (গ) হাইকোর্টের অনুমতি সাপেক্ষে, (ঘ) সরকারি কৌসুলীর অনুমতি সাপেক্ষে।

৬২। একজন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে-

(ক) জেলা জজ আদালতে, (খ) আপীল বিভাগে, (গ) দায়রা জজ আদালতে, (ঘ) হাইকোর্ট বিভাগে।

 

৬৩। আপসমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়-

(ক) আপীলে, (খ) রিভিউ-এ, (গ) রিভিশনে, (ঘ) রেফারেন্স।

 

৬৪। রিভিউ-এ সিদ্ধান্ত দেবার ক্ষমতা প্রয়োগ করতে পারে সে আদালত যে-

(ক) ঐ আদেশের বিরুদ্ধে আপীল শুনে, (খ) ঐ আদেশের বিরুদ্ধে রিভিশন শুনে, (গ) রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি প্রদান করে, (ঘ) রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি রেফার’ করে।

 

৬৫। আদি আদালত কর্তৃক প্রদত্ত যে কোন আদেশকে সাধারণত আইনের প্রশ্নে চ্যালেঞ্জ করা যায়-

(ক) রিভিশনে, (খ) আপীলে, (গ) রিভিউ-এ, (ঘ) রেফারেন্সে।

 

৬৬। ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু হতে পারে, যদি ডিক্রিটি হয়-

(ক) অগ্রক্রয়ের, (খ) অর্থের, (গ) বন্ধকের, (ঘ) বণ্টনের।

 

৬৭। জারীর জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না-

(ক) ০৩ বছর পর, (খ) ০৬ বছর পর, (গ) ০৯ বছর, (ঘ) ১২ বছর পর।

 

৬৮। একটি আদালত খরচার উপর সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক-

(ক) ৬%, (খ) ১০%, (গ) ১২%, (ঘ) ১৩%।

 

৬৯। ডিক্রির অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে-

(ক) অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, (খ) আরজি ফেরতের আদেশ, (গ) আরজি প্রত্যাখ্যানের আদেশ, (ঘ) আরজি গ্রহণের আদেশ।

 

৭০। অনধিক ৫০ টাকার ডিক্রি জারিতে একজন ব্যক্তির আটক রাখা যাবে-

(ক) ২ সপ্তাহ, (খ) ৩ সপ্তাহ, (গ) ৫ সপ্তাহ, (ঘ) ৬ সপ্তাহ।

 

৭১। প্রতিটি মামলা দাখিল করতে হবে-

(ক) সর্বনিম্ন স্তরের আদালতে, (খ) সমমান স্তরের আদালতে, (গ) সর্বোচ্চ স্তরের আদালতে, (ঘ) আদি স্তরের আদালতে।

 

৭২। কোন মামলায় আদালত চূড়ান্ত শুনানির পূর্বে যে কোন এক পক্ষের প্রার্থনায় খরচাসহ সময় প্রদান করতে পারে অনধিক-

(ক) ৩ বার, (খ) ৬ বার, (গ) ৯ বার, (ঘ) ১২ বার।

 

৭৩। কোন মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করতে পারেঃ

(ক) বাটোয়ারার মামলায়, (খ) নিষেধাজ্ঞার মামলায়, (গ) ফোর ক্লোজারের মামলায়, (ঘ) অর্থ মামলায়।

 

৭৪। আদালত প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞাদেশ অমান্যের ক্ষেত্রে অমান্যকারী পক্ষকে দেওয়ানি কয়েদে আটক রাখা যায় অনুর্ধ্ব-

(ক) ২ মাস, (খ) ৩ মাস, (গ) ৬ মাস, (ঘ) ১ বছর।

 

৭৫। কোন আদালত দৈনিক কার্য-তালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানীর জন্য ধার্য করতে পারে?

(ক) ০৩টি, (খ) ০৫টি, (গ) ০৭টি, (ঘ) ১০টি।

 

৭৬। কোন আদালত এক তরফা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করবে না-

(ক) বে-সরকারি পক্ষের বিরুদ্ধে, (খ) সরকারের বিরুদ্ধে, (গ) বে- সরকারি বিবাদীর বিরুদ্ধে, (ঘ) কারও বিরুদ্ধে।

 

৭৭। বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা-

(ক) ডিক্রি হবে, (খ) প্রত্যাখ্যাত হবে, (গ) খারিজ হবে, (ঘ) ফেরত দেয়া হবে।

 

৭৮। নাবালকের পক্ষে কোন মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বিবাদী দরখাস্ত করতে পারে আরটিজি খরচাসহ

(ক) খারিজের জন্য, (খ) নথি থেকে অপসারণের জন্য, (গ) ফেরত প্রদানের জন্য, (ঘ) প্রত্যাখানের জন্য।

 

৭৯। কোন মামলার এবেট এর আদেশ রদের জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত করতে পারে-

(ক) ১৫ দিনের মধ্যে, (খ) ৬০ দিনের মধ্যে, (গ) ৩০ দিনের মধ্যে, (ঘ) ৯০ দিনের মধ্যে।

 

৮০। কোন মামলায় একাধিক বাদী থাকলে কোন একজনকে আদালত মামলাটির দাবি প্রত্যাহারের অনুমতি দিতে পারে-

(ক) অন্য বিবাদীদের সম্মতিতে, (খ) অন্য বাদীদের সম্মতিতে, (গ) সরকারি কৌসুলীর সম্মতিতে, (ঘ) আইনজীবীর সম্মতিতে।

 

৮১। একজন বে-সরকারি ব্যক্তি কর্তৃক বর্তস্বত্ব (easement) অধিকার অর্জনের ন্যূনতম সময়কাল হলো-

(ক) ১২ বছরের, (খ) ২০ বছর, (গ) ৩০ বছর, (ঘ) ৬০ বছরের।

 

৮২। সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত স্বত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবচ্ছিন্ন দখল-

(ক) ১২ বছরের, (খ) ২০ বছরের, (গ) ৩০ বছরের, (ঘ) ৬০ বছরের।

 

৮৩। কোন মামলা দায়েরের সময়কাল বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদি মেয়াদ হলো-

(ক) ০৩ বছর, (খ) ০৬ বছর, (গ) ০৯ বছর, (ঘ) ১২ বছর।

 

৮৪। বিবাহবিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি সময়কাল হলো-

(ক) ৬ মাস, (খ) ১ বছর, (গ) ৩ বছর, (ঘ) ৬ বছর।

 

৮৫। চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের কোন মামলায় যে ক্ষেত্রে কোন সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে-

(ক) অস্বীকৃতির বিষয় জানার তারিখ হতে, (খ) আইন জানার তারিখ হতে, (গ) চুক্তির বিষয়ে জানার তারিখ হতে, (ঘ) চুক্তি নিবন্ধনের তারিখ হতে।

 

৮৬। তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয় যেখানে কোন-

(ক) দেওয়ানি কার্যক্রম আছে, (খ) ফৌজদারি কার্যক্রম আছে, (গ) বিভাগীয় কার্যক্রম আছে, (ঘ) সুনির্দিষ্ট আইন আছে।

 

৮৭। তামাদি আইনে সুনির্দিষ্টভাবে তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান নেই-

(ক) আপীলের জন্য, (খ) রিভিশনের জন্য, (গ) রিভিউ-এর জন্য, (ঘ) এবেটমেন্ট রদের জন্য।

 

৮৮। বিচারাধীন মামলায় কোন পক্ষ স্থলাভিষিক্ত হলে তার ক্ষেত্রে ঐ মামলাটি তখন দাখিল হয়েছে মর্মে ধরে নেয়া হবে যখন-

(ক) স্থলাভিষিক্ত হয়, (খ) আরজি পেশ হয়, (গ) মামলাটি দাখিল হয়, (ঘ) মামলার কারণ উদ্ভব হয়।

 

৮৯। দেওয়ানি আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদণ্ড-

(ক) ০১ বছর, (খ) ০৩ বছর, (গ) ০৬ বছর, (ঘ) ১২ বছর।

 

৯০। প্রাথমিক ডিক্রি প্রাপ্তির পর কোনপক্ষ চূড়ান্ত ডিক্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারে-

(ক) ০৩ বছরের মধ্যে, (খ) ১২ বছরের মধ্যে, (গ) ৬ বছরের মধ্যে, (ঘ) যে কোন সময়।

 

৯১। সুনির্দিষ্ট প্রতিকার দেয়া যেতে পারে-

(ক) আইনজীবী কমিশনার নিয়োগের মাধ্যেমে, (খ) রিসিভার নিয়োগের মাধ্যমে, (গ) আগ্রক্রয়ের আদেশের মাধ্যমে, (ঘ) বাটোয়ারা ডিক্রি প্রদানের মাধ্যমে।

 

৯২। সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না-

(ক) কোন পক্ষকে কোন বেআইনি কাজ করা হতে বারিত করার জন্য, (খ) আংশিক চুক্তি পালনের জন্য, (গ) শুধুমাত্র দণ্ডসংক্রান্ত আইন বলবত করার জন্য, (ঘ) সম্পত্তির দখল উদ্ধারের জন্য।

 

৯৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে কোন মামলা দায়ের করা যাবে না-

(ক) সরকারের বিরুদ্ধে, (খ) ব্যক্তি সংস্থার বিরুদ্ধে, (গ) ব্যক্তি বিবাদীর বিরুদ্ধে, (ঘ) বে-সরকারি সংস্থার বিরুদ্ধে।

 

৯৪। কোন স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট ভাবে বলবত করা যাবে না, যদি না চুক্তিটি হয়-

(ক) লিখিত, (খ) প্রত্যায়িত ও সত্যায়িত, (গ) সত্যায়িত, (ঘ) লিখিত ও নিবন্ধিত।

 

৯৫। একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র-

(ক) পক্ষগণ দ্বারা, (খ) সম্পাদনকারীগণ দ্বারা, (গ) সত্যায়নকারী সাক্ষী দ্বারা, (ঘ) আদালত দ্বারা।

 

৯৬। আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি-

(ক) লিখিত দলিল সম্পাদনের ক্ষেত্রে, (খ) লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে, (গ) চুক্তি রদের ক্ষেত্রে, (ঘ) সম্পত্তির স্বত্ব ঘোষণার ক্ষেত্রে।

 

৯৭। বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা-

(ক) নির্দেশমূলক, (খ) অবশ্য করণীয়, (গ) স্বেচ্ছাধীন, (ঘ) বাধ্যতামূলক।

 

৯৮। দেওয়ানি মামলায় কোনটি রক্ষণীয়?

(ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা, (খ) বাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা, (গ) বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা, (ঘ) উপরের সবগুলো ঘোষণা।

 

৯৯। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৯ ধারানুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে-

(ক) নির্দেশমূলক, (খ) অবশ্য করণীয়, (গ) স্বেচ্ছাধীন, (ঘ) বাধ্যতামূলক।

 

১০০। নিম্নের কোনটি আইন অনুযায়ী বলবৎযোগ্য?

(ক) A, B কে ব্যক্তির গত বেবা দেবার চুক্তি করে, (খ) A, B এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে, (গ) A, B কে বিবাহ করার চুক্তি করে, (ঘ) লেখক A প্রকাশক B এর সাথে একটি উপন্যাস রচনা চুক্তি করে।

 

বার কাউন্সিল এম.সি.কিউ পরীক্ষা- ২০১৫ এর উত্তরপত্র।

১-খ ২-খ ৩-গ ৪-ঘ ৫-ক ৬-খ ৭-খ ৮-খ ৯-ঘ ১০-ক
১১-গ ১২-খ ১৩-খ ১৪-ক ১৫-ক ১৬-গ ১৭-গ ১৮-খ ১৯-খ ২০-গ
২১-ক ২২-ঘ ২৩-ক ২৪-ঘ ২৫-ঘ ২৬-গ ২৭-ঘ ২৮-ক ২৯-ঘ ৩০-খ
৩১-গ ৩২-ক ৩৩-ক ৩৪-ক ৩৫-গ ৩৬-ক ৩৭-ঘ ৩৮-খ ৩৯-ক ৪০-ঘ
৪১-ঘ ৪২-ক ৪৩-ক ৪৪-ক ৪৫-ঘ ৪৬-ঘ ৪৭-খ ৪৮-গ ৪৯-গ ৫০-গ
৫১-ক ৫২-ক ৫৩-ঘ ৫৪-গ ৫৫-ক ৫৬-ঘ ৫৭-ঘ ৫৮-ক ৫৯-ঘ ৬০-গ
৬১-গ ৬২-ঘ ৬৩-গ ৬৪-গ ৬৫-ক ৬৬-গ ৬৭-ঘ ৬৮-ক ৬৯-গ ৭০-ঘ
৭১-ক ৭২-ক ৭৩-গ ৭৪-গ ৭৫-খ ৭৬-খ ৭৭-গ ৭৮-খ ৭৯-গ ৮০-খ
৮১-খ ৮২-ঘ ৮৩-খ ৮৪-গ ৮৫-ক ৮৬-ঘ ৮৭-খ ৮৮-ক ৮৯-খ ৯০-ঘ
৯১-খ ৯২-গ ৯৩-ক ৯৪-ঘ ৯৫-ঘ ৯৬-খ ৯৭-গ ৯৮-ঘ ৯৯-গ ১০০-খ

 

 

আইনবিদ ল’ একাডেমী

01711068609 / 01540105088

সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *