ভায়োলেশন মিস কেইস (Violation misc case)
বাদী কর্তৃক দাখিলীয় দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশ ২(৩) নিয়মানুযায়ী বিবাদীপক্ষের বিরুদ্ধে দরখাস্ত। (ভায়োলেশন মিস কেইস)
মোকাম: সিনিয়ার সহকারী জজ, ৬ষ্ঠ আদালত, ঢাকা।
ভায়োলেশন মিস মোকদ্দমা নং ১৪২/২০২৪
উদ্ভব: দেওয়ানী মোকদ্দমা নং ১২০/২০২৪
মোঃ আবু হোসেন, পিতা- মোঃ আনোয়ার হোসেন,
সাং-প্লট নং ৮০০, ডাকঘর দনিয়া, থানা- শ্যামপুর, জেলা-ঢাকা।
——————-বাদী/অভিযোগকারী।
= বনাম =
১। মোঃ সামসু মিয়া,
২। মোঃ সিরাজ মিয়া,
৩। মোঃ আফজাল হোসেন,
৪। তোফাজ্জেল হোসেন,
সর্ব পিতা মৃত আঃ হামিদ গাজী, (বেপারী)
সাং- রায়েরবাগ, ডাকঘর-দনিয়া, থানা- শ্যামপুর, জেলা- ঢাকা।
৫। মোঃ মুশফিকুর রহমান,
৬। ইমরান,
৭। ফিটার,
সর্বপিতা মুত আবদুল লতিফ,
সাং ৩নং জিয়া-স্বরণী রোড, পলাশপুর, ডাকঘর-দনিয়া, থানা-শ্যামপুর, জেলা-ঢাকা।
৮। খোকন মুন্সী পিতা মুজিবুর রহমান মুন্সী,
৯। মাসুদর রহমান মুন্সী পিতা মুজিবুর রহমান মুন্সী,
সাং ৩নং জিয়া-স্বরণী রোড, পলাশপুর, ডাকঘর-দনিয়া, থানা-শ্যামপুর, জেলা-ঢাকা।
—————–মূল বিবাদী/অপর পক্ষ
দেওয়ানী কার্য্যবিধির ৩৯ আদেশের ২(৩) রুল মোতাবেক ১-৯ বিবাদীদের বিরুদ্ধে দরখাস্ত।
বাদীপক্ষে বিনীত নিবেদন এই যে,
১. বাদী/দরখাস্তকারী বিগত ২৮/১১/২০০৬ ইং তারিখে অত্র নালিশী সম্পত্তিতে বাদীর শান্তিপূর্ণ স্বত্ব ও দখল বজায় রাখার জন্য বিবাদীগণের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রীর প্রার্থনায় অত্র মোকদ্দমা দায়ের করেন। বিগত ১৮/১১/২০০৬ ইং তারিখে বিবাদীগনের বিরুদ্ধে বাদী দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশের ১-২ রুল মোতাবেক অত্র মোকদ্দমায় একটি দরখাস্ত দাখিলক্রমে নালিশী সম্পত্তিতে বাদীর শান্তিপূর্ণ ভোগ দখলে ১-৯ নং বিবাদীগন কোন বাধা বিঘ্ন সৃষ্টি করিতে না পারে তদমর্মে অত্র মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রার্থনা করেন, বিজ্ঞ আদালত উক্ত দরখাস্তের প্রেক্ষিতে বিবাদীগণ এর বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হইবে না তদমর্মে ০১ (এক) দিনের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। উক্ত কারন দর্শানোর নোটিশ সমন বিবাদীগনের উপর ১৫/০১/২০০৩ ইং তারিখে রীতিমত জারী হয়।
২. এখানে উল্লেখ্য যে, বাদী/দরখাস্তকারীকে নালিশী সম্পত্তি থেকে ১, ২, ৫, ৮নং বিবাদীগন গায়ের জোরে বে- আইনীভাবে বে-দখল করার চেষ্টার করিলে বাদী বাধ্য হইয়া ঢাকার মুখ্য মহানগরী হাকিমের আদালতে বিগত ০৪/০৯/২০০৬ইং তারিখে একটি পিটিশন মামলা নং ১৩৪০/২০০৬ ধারা ফৌঃ কাঃ বিধির ১৪৫ মোতাবেক দায়ের করিলে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন এবং শ্যামপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নালিশী সম্পত্তির দখল সম্পর্কে স্থানীয় ভাবে তদন্ত করার নির্দেশ দিলে বিগত ১২/১০/২০০৬ ইং তারিখে থানা কর্তৃপক্ষ এই মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন যে নালিশী সম্পত্তি অত্র বাদী রেজিস্ট্রিকৃত এওয়াজবদল দলিল নং ৮৪২ তাং ৩১/০১/২০০১ মোতাবেক ভোগ দখলে ররত আছেন। উক্ত পিটিশন মোকদ্দমাটি বর্তমানে বিচারাধীন আছে।
৩. উক্ত কারণ দর্শাণোর নোটিশ বিবাদীগণ প্রাপ্ত হইয়াও মেয়াদের মধ্যে কোন পদক্ষেপ না নেওয়াতে অত্র বাদী দরখাস্তকারী অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এক অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রার্থনায় দরখাস্ত দাখিল করিলে বিজ্ঞ আদালত বিগত ১৬/০১/২০০৭ ইং তারিখে আদেশ দেন যে, “Both the parties are directed to maintain statusquo in the disputed property upto the date dixed that is 28.01.2007.” উক্ত স্থিতিবস্থায় আদেশ আগামী ২৪/০৫/২০০৭ইং তারিখ পর্যন্ত বলবৎ আছে।
৪. অত্র মোকদ্দমার ১-৯ নং বিবাদী/প্রতিপক্ষগণ বিগত ২৮/০১/২০০৭ইং তারিখে অত্র মোকদ্দমায় এপেয়ার করিয়া জবাব ও আপত্তি দাখিলের জন্য সময় প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত উহার জন্য সময় মঞ্জুর করেন। তৎপর অত্র মোকদ্দমায় আপত্তি ও জবাব দাখিলের জন্য ২৫/০৩/০৭ইং তারিখ দিন ধার্য্য করিলে উক্ত বিবাদীগণ যথারীতি আপত্তি ও জবাব দাখিলের দাখিলের জন্য সময় প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত উহা মঞ্জুর করেন।
৫. অত্র ১-৯ নং বিবাদী প্রতিপক্ষগন উপরোক্ত ভাবে জবাব ও আপত্তি দাখিলের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বাহানায় অত্র আদালতের উক্ত ১৬/০১/২০০৭ইং তারিখের স্থিতিবস্থা বজায় রাখার আদেশের প্রতি contemptuos আচরণ করিয়া বিগত ১৩/০৪/২০০৭ইং তারিখে নালিশী সম্পত্তির বাউন্ডারী ওয়াল ভাংগিয়া নালিশী সম্পত্তিতে বে-আইনীভাবে প্রবেশ করিয়া। নালিশী সম্পত্তির এলাকার ৪১১নং দাগের সহিত মিলাইয়া সুপার মার্কেট নির্মান করার জন্য মাটি খুড়িয়াছে এবং নিশান কাজ দ্রুতগতিতে শেষ করার জন্য বহুসংখ্যক শ্রমিক এক সংগে কাজে লাগাইয়াছে। উক্ত বিষয়ে বাদী ঐ তারিখেই বাদী অভিযোগকারী ঢাকা জেলার শ্যামপুর থানায় একটি জি, ডি, এন্টি করিয়াছেন, যাহার নং ৮৭৫ তাং ১৩/৪/২০০৭ইং
৬. উপরোক্ত ভাবে ১-৯ বিবাদী প্রতিপক্ষগণ দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশের ২(৩) রুল মোতাবেক আদালতের উক্ত ১৬/০১/২০০৭ তারিখের স্থিতিবস্থার আদেশ ভংগ করিয়া আদালত অবমাননার অপরাধ করিয়াছে।
উপরোক্ত অবস্থার প্রেক্ষাপটে হুজুর আদালতে বিনীত নিবেদন এই যে, ন্যায় বিচারের স্বার্থে দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশের ২(৩) রুল মোতাবেক আদেশ প্রদান করিয়া ১- ৯নং বিবাদীগণকে সিভিল প্রিজনে বন্দী করার এবং তাহাদের মালামাল ক্রোক করার আদেশ প্রদানে মর্জি হয়।
এফিডেবিট
আমি, মোঃ আবু হোসেন পিতা মোঃ আনোয়ার হোসেন, সাং-প্লট নং- ৮০০ ডাকঘর- দনিয়া, থানা- শ্যামপুর, জেলা-ঢাকা বয়স-৫১ বছর পেশা- ব্যবসা, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম-ইসলাম, নিম্ন লিখিত রুপে শপথ পূর্বক ঘোষণা করিতেছি যেঃ-
ক) আমি অত্র মোকদ্দমার বাদী বটে। অত্র দরখাস্তে ও এফিডেবিটে যাহা কিছু বর্ণনা করা হইয়াছে উহা সকল সম্পর্কে আমার সম্যক ধারণা ও জ্ঞান আছে।
খ) অত্র দরখাস্তে ও এফিডেবিটে যাহা কিছু বর্ণনা করা হইয়াছে উহা সকল আমার জ্ঞান মতে সত্য।
আমি অদ্য ১৭/০৪/০৭ইং তারিখে বেলা ১২.০০ টার সময় অত্র আদালতের এফিডেবিট কমিশনার সাহেবের সম্মুখে উপস্থিত হইয়া অত্র এফিডেবিটে সহি সম্পাদন করিয়া দিলাম।
———————
হলফকারীর স্বাক্ষর
হলফকারী আমার পরিচিত। আমি তাহাকে সনাক্ত করিলাম।
————–
আইনজীবী।
Advocate Muhammad Mohiuddin
01711068609 / 01540105088