একটি জমি ক্রয়ের পর কিংবা যেকোনভাবে অর্জনের পর দলিল রেজিস্ট্রি করতে হয় তারপর নামজারি করতে হয় এবং তারপরই ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি করে নিশ্চিন্ত হওয়া যায়।
ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি-
সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এবং ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার জন্য ভূমি সংক্রান্ত সকল সেবা সম্পূর্ণ অনলাইনে প্রদান করছে। বিধায় গ্রহিতাগণ স্বল্প খরচে, স্বল্প সময়ে সেবা গ্রহণ করতে পারছে। এরই ধারাবাহিকতায় সরকার সমগ্র বাংলাদেশে ভূমি উন্নয়ন কর ডিজিটাল সফটওয়্যার ব্যবস্থাপনা তৈরী করেছে যার অনলাইন পোর্টাল বা ওয়েবসাইট হচ্ছে www.land.gov.bd অথবা ldtax.gov.bd । অনলাইনে সেবা গ্রহণের জন্য প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ঘরে বসে নিজে নিজেই করা যাবে। বর্তমানে অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোন ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায় না।
রেজিস্ট্রেশন পদ্ধতি-
(১) ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য www.land.gov.bd অথবা ldtax.gov.bd এর যেকোন একটি ওয়েবসাইটে গিয়ে NID নম্বর, মোবাইল নম্বর, নাম, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে।
- রেকর্ড/খারিজখতিয়ানের কপি।
- পূর্ববর্তীদাখিলার কপি।
- পাসপোর্টসাইজের ছবি ০১ কপি।
- জাতীয়পরিচয় পত্রের ফটোকপি।
- সচলমোবাইল নম্বর
(২) রেজিস্ট্রেশন করার পর খতিয়ানের বা পর্চার কপি আপলোড (Upload) করলে ভূমি অফিস একটি হোল্ডিং নম্বর এন্ট্রি দিবে।
(৩) উক্ত হোল্ডিং নম্বর ব্যবহার করে অনলাইনে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে।
এইভাবে সম্পূর্ণ নিজে নিজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে।
এছাড়াও
(৪) কল সেন্টার নম্বর ১৬১২২ অথবা ৩৩৩ এ ফোন করে NID নম্বর, জন্ম তারিখ এবং জমির তথ্য প্রদান করেও ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য রেজিস্ট্রেশন করা যাবে।
(৫) যেকোন ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) এ গিয়ে NID ব্যবহার করেও রেজিস্ট্রেশন করা যাবে।
ভূমি সংক্রান্ত যেকোন জটিলতার সমাধনসহ যেকোন আইনগত মতামত ও সহায়তার জন্য যোগাযোগ করুন-
যোগাযোগ
আইনবিদ লিগ্যাল সলিউশন
ল্যান্ড প্রপার্টি সলিউশন সার্ভিস
সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
ল্যান্ড এন্ড ট্যাক্স কনসালট্যান্ট
১৬, কৈলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা।
অথবা
রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা
ফোন- 01711068609 / 01540105088
ওয়েবসাইট- www.ainbid.com