মূসক-৯.১ কি

মূসক-৯.১ কি

মূল্য সংযোজন কর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মূসক। আর মূসক-৯.১ (Mushak 9.1)- হলো একটি ফরম। যা ভ্যাট (VAT) রিটার্ন দাখিলের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই ধরণের অনেক ফরম রয়েছে- যার মধ্যে মূসক-৪.৩, মূসক-৬.১ – ৬.১০, মূসক-৯.১ ইত্যাদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

মূসক-৯.১ হলো ভ্যাট রিটার্ন দাখিলের ফরম। সকল রেজিস্ট্রিকৃত ব্যবসায়ীরা তাদের মাসিক ভ্যাট সম্পর্কিত সব লেনদেনের সারসংক্ষেপ এই ফরমের মাধ্যমে অনলাইনে জমা দিয়ে থাকে। ইহা Value Added Tax Return Form নামেও পরিচিত।

মূসক-৯.১ ফরমের মাধ্যমে ভ্যাট রিটার্ন প্রতি মাসের রিটার্ন পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দিতে হয়। না দিলে জরিমানা আরোপ হয়।

বর্তমানে সরকারি নির্ধারিত NBR এর ভ্যাট পোর্টাল https://vat.gov.bd এর মাধ্যমে মূসক-৯.১ ফরম পূরণ করে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়।

মূসক-৯.১ ফরমে অত্যন্ত সতর্কতার সাথে নিম্নলিখিত তথ্যগুলো দিতে হয়-

১। ব্যবসা প্রতিষ্ঠানের নাম-

২। BIN (Business Identification Number)-

৩। মাস ও বছরের নাম-

৪। বিক্রয় তথ্য (output VAT)-

৫। ক্রয় তথ্য (input VAT)-

৬। করযোগ্য ও করমুক্ত পণ্যের বিবরণ-

৭। পূর্বের মাসের সামঞ্জস্যতা (adjustment) –

৮। পরিশোধযোগ্য বা ফেরতযোগ্য ভ্যাটের পরিমাণ যদি থাকে-

ইত্যাদি বিবরণ।

মূসক-৯.১ এর আইনি রেফারেন্স বা ভিত্তি

মূসক-৯.১ বাংলাদেশে প্রচলিত নিম্নলিখিত আইনের উপর ভিত্তি করে নির্ধারিত ও পরিচালিত হয়।

(ক) মূল্য সংযোজন কর ও পরিপূরক শুল্ক আইন, ২০১২ এবং

(খ) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *