রাষ্ট্র সংস্কারের রূপরেখা
রাষ্ট্র সংস্কারে ৬ কমিশন
বর্তমান অন্তর্বতী সরকার ৮ আগস্ট ২০২৪ তারিখ দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারের জন্য ৬টি বিষয়ের সংস্কারের জন্য কমিশন গঠন করেছেন। এই কমিশনগুলো হচ্ছে:
(১) নির্বাচনব্যবস্থা,
(২) পুলিশ,
(৩) বিচার বিভাগ,
(৪) দুর্নীতি দমন,
(৫) জনপ্রশাসন এবং
(৬) সংবিধান।
১ম আলোচনা/বৈঠক:
১৯ সেপ্টেম্বর ২০২৪ (বৃহস্পতিবার) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে এই ছয়টি সংস্কার কমিশনের প্রধানদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্কার কমিশনের প্রধান ও অন্যান্য উপদেষ্টাদের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মধ্যে সরকারের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন। এই সভায় অধ্যাপক আলী রীয়াজ অনলাইনে যুক্ত ছিলেন। বাকিরা সশরীর উপস্থিত ছিলেন।
কমিশন প্রধান:
(১) নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান – বদিউল আলম মজুমদার
(২) পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান – সফর রাজ হোসেন,
(৩) বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান – বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান,
(৪) দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান – ইফতেখারুজ্জামান,
(৫) জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান – আবদুল মুয়ীদ চৌধুরী।
(৬) সংবিধান সংস্কার কমিশনের প্রধান – অধ্যাপক আলী রীয়াজ
কমিশনের দায়িত্ব:
কাজ শুরু: ১ অক্টোবর ২০২৪ থেকে।
সময়কাল: তিন মাস।
রিপোর্ট পেশ করবেন: ৩১ ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে
এখানে রাষ্ট্র সংস্কারের কাজের ধরণ কয়েকটি পর্যায়ে আলোচনা করা হলো:
১ম পর্যায়:
এই ছয়টি সংস্কার কমিশন অক্টোবর থেকে কাজ শুরু করে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
২য় পর্যায়:
দ্বিতীয় পর্যায়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টামণ্ডলী রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার বিষয়ে আলোচনা করবেন। রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া হবে। এখানে সমাজের সর্ব স্তরের মানুষের প্রতিনিধিত্ব রাখা হবে।
কমিশনের রিপোর্টের ভিত্তিতে এবং বাস্তবতার নিরিখে সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।