সরকারি ছুটির তালিকা ২০২৪

Spread the love

ধর্মীয় ও জাতীয় এরূপ বিভিন্ন কারণে কিছু কিছু দিন সরকারি ছুটি থাকে। সরকারি ছুটির তালিকা ২০২৪ এখানে দেওয়া হলো। এগুলোর মধ্যে সাধারণ ছুটি কোন ধরণের নোটিশ ছাড়াই সকল সরকারি দপ্তরে ছুটি পালিত হবে। অন্যান্য ছুটি সমূহ সরকারি নোটিশের মাধ্যমে ঘোষিত হলে ছুটি পালিত হবে। “সরকারি ছুটির তালিকা ২০২৪”

ক্রমিক 

তারিখ

বার 

ছুটির ধরণ 

ছুটির কারণ

১।

০১ জানুয়ারি

সোমবার 

ঐচ্ছিক ছুটি

ইংরেজি নববর্ষ

২।

০৯ ফেব্রুয়ারি 

শুক্রবার

ঐচ্ছিক ছুটি

শবেমেরাজ 

৩।

১৪ ফেব্রুয়ারি 

বুধবার 

ঐচ্ছিক ছুটি

শ্রী শ্রী সরস্বতী পূজা

৪।


২১ ফেব্রুয়ারি 

বুধবার 

সাধারণ ছুটি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

৫।

২৩ ফেব্রুয়ারি

শুক্রবার

ঐচ্ছিক ছুটি

মাঘী পূর্ণিমা

৬।


২৬ ফেব্রুয়ারি

সোমবার

নির্বাহী আদেশে সরকারি ছুটি

শবেবরাত

৭।

২৫ মার্চ

সোমবার

ঐচ্ছিক ছুটি (হিন্দু)

দোলযাত্রা

৮।


২৬ মার্চ

মঙ্গলবার

সাধারণ ছুটি

স্বাধীনতা ও জাতীয় দিবস

৯।

৩১ মার্চ

রবিবার

ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান)

ইস্টার সানডে

১০।

০৭ এপ্রিল

রবিবার

নির্বাহী আদেশে সরকারি ছুটি

শবেকদর

১১।

১০ এপ্রিল

বুধবার 

নির্বাহী আদেশে সরকারি ছুটি

ঈদুল ফিতরের পূর্বের দিন 

১২।


১১ এপ্রিল

বৃহস্পতিবার 

সাধারণ ছুটি

ঈদুল ফিতর 

১৩।


১২ এপ্রিল

শুক্রবার 

নির্বাহী আদেশে সরকারি ছুটি

ঈদুল ফিতরের পরের দিন 

১৪।


১৩ এপ্রিল

শনিবার

ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ)

চৈত্রসংক্রান্তি

১৫।

০১ মে 

বুধবার

সাধারণ ছুটি

মে দিবস

১৬।


২২ মে

বুধবার

সাধারণ ছুটি

বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)

১৭।


১৬ জুন

রবিবার 


নির্বাহী আদেশে সরকারি ছুটি

ঈদুল আজহার পূর্বের দিন

১৮।

১৭ জুন

সোমবার 


সাধারণ ছুটি 

ঈদুল আজহা

১৯।


১৮ জুন

মঙ্গলবার 


নির্বাহী আদেশে সরকারি ছুটি

ঈদুল আজহার পরের দিন

২০।

২৬ আগস্ট 

সোমবার 

সাধারণ ছুটি

জন্মাষ্টমী 

২১।


০৪ সেপ্টেম্বর 

বুুধবার

ঐচ্ছিক ছুটি 

আখেরি চাহার সোম্বা

২২।


১৬ সেপ্টেম্বর

সোমবার 

সাধারণ ছুটি

ঈদে মিলাদুন্নবী (সা.)

২৩।

০২ অক্টোবর

বুধবার 

ঐচ্ছিক ছুটি (হিন্দু)

মহালয়া 

২৪।


১১ অক্টোবর

শুক্রবার

ঐচ্ছিক ছুটি (হিন্দু)

শ্রী শ্রী দুর্গাপূজা (অষ্টমী ও নবমী)

২৫।

১৩ অক্টোবর

মঙ্গলবার

ঐচ্ছিক ছুটি (মুসলিম)

ফাতেহা-ই-ইয়াজদাহম

২৬।


১৬ ডিসেম্বর

সোমবার

সাধারণ ছুটি

বিজয় দিবস

২৭।

২৫ ডিসেম্বর

বুধবার

সাধারণ ছুটি

যিশু খ্রিষ্টের জন্মোৎসব/বড়দিন




 

সাধারণত সাধারণ ছুটিগুলিতে সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিস গুলোও বন্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *