স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন

আসামী স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন

 

বিজ্ঞ যুগ্ম জেলা জজ ৩য় আদালত, ঢাকা।

দায়রা মামলা নং- ৫০১/২০২৪

উদ্ভবঃ আশুলিয়া থানার মামলা নং- ২৩(০৫)২০২৪

ধারাঃ- ৩৮৫/৩৬৫/৩৯৪/৪১১ দন্ডবিধি।

 

রাষ্ট্র

————– বাদী।

 

-বনাম-

১। নিশিত চন্দ্র মন্ডল

২। রিয়াজুল আমিন রাসেল

 

——————-দরখাস্তকারী/আসামীদ্বয়।

 

বিষয়ঃ স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক দরখাস্তকারী আসামীদ্বয়ের পক্ষে জামিনের প্রার্থনা।

 

উপরিউক্ত মামলার দরখাস্তকারী- আসামীদ্বয়ের পক্ষে বিনীত নিবেদন এই যে,

 

১। দরখাস্তকারী/আসামীদ্বয় সম্পূর্ণ নির্দোষ, নিরাপরাধ ও আইন মান্যকারী ব্যক্তি বটে।

 

২। মামলার এজহারে বর্ণিত ঘটনা সম্পর্কে দরখাস্তকারী/আসামীদ্বয় কিছুই জানে না। মুলতঃ বাদীপক্ষের পিকআপ ঢাকা মেট্রোঃ নং- ১১-৩২১৪ আসামী হোসাইন মোহাম্মদ শামীম ইকবাল এর প্রাইভেট চট্টগ্রাম খ- ১১-০২১২ কে রাস্তার পিছন দিক থেকে ধাক্কা দিলে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্থ হইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পিকআপ ভ্যানটি আটক করিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতর নিয়া যায়। পরবর্তীতে বাদীপক্ষ ছাত্রদেরকে প্রাইভেট কারের ক্ষতিপূরণ দিবে বলিয়া ঘটনাস্থলে নিয়া পরিকল্পিত ভাবে আসামীদের বিরুদ্ধে অত্র মামলা সাজাইয়া তাহাদেরকে মারধর করিয়া পুলিশে সোপর্দ করে।

 

৩। দরখাস্তকারী আসামীদ্বয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ৩নং আসামীর পিতার প্রাইভেট কার যোগে আশুলিয়া যাওয়ার পথে বাদীর পিকআপ ভ্যান প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। যেইক্ষেত্রে আসামীপক্ষ ক্ষতিগ্রস্থ হইয়াছে সেইক্ষেত্রে বাদীর বিরুদ্ধে মামলা হওয়ার কথা থাকিলে ও উল্টো পরিকল্পিতভাবে বাদী ক্ষতিগ্রস্থ আসামীপক্ষের বিরুদ্ধে অত্র মামলা আনয়ন করেন। আসামীদ্বয় পরিস্থিতির শিকার।

 

৪। আসামীদ্বয় পেশায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আসামীদ্বয় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্ত আছে।

 

৫। আসামীদ্বয় জামিনে মুক্ত থাকিয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত হাজিরা দিয়াছে। জামিনের কোন শর্ত ভঙ্গ করে নাই।

 

৬। মামলাটি বিচারের জন্য বিজ্ঞ আদালতে আসিলে অদ্যকার ধার্য্য তারিখে আসামীদ্বয় স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের প্রার্থনা করিতেছে।

 

৭ । দরখাস্তকারী আসামীদ্বয় জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক। তাদের নিজস্ব স্থানীয় অস্থায়ী ঠিকানা আছে। বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করিলে আসামীদ্বয়ের পলাতক হওয়ার সম্ভাবনা নাই। উপযুক্ত জামিনদার দেওয়া হইবে।

 

৮। অপরাপর বক্তব্য শুনানী কালে উপস্থাপন করাপ হইবে।

 

অতএব, প্রার্থনা দরখাস্তকারী আসামীদ্বয়ের পক্ষে জামিন মঞ্জুর করিতে  বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। ইতি, তাং-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *