মৌজা ম্যাপ পাওয়ার উপায়, প্রাপ্তি স্থান ও নির্ধারিত ফি।
মৌজা ম্যাপ পাওয়ার উপায়-
চূড়ান্তভাবে প্রকাশিত মৌজা ম্যাপ সরকারের নির্ধারিত অফিস হতে নির্ধারিত সরকারি মূল্য পরিশোধ করে মৌজা ম্যাপ সংগ্রহ করা যায়। মৌজা ম্যাপ সংক্রান্ত সরকারের নির্ধারিত অফিস হচ্ছে উপজেলা সেটেলমেন্ট অফিসের আওতাধীন প্রকাশনা ক্যাম্প। সুতরাং এই অফিস হতে মৌজা ম্যাপ সংগ্রহ করা যায়;
মৌজা ম্যাপ পাওয়ার জন্য নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করুন-
(১) মৌজা ম্যাপ পাওয়ার জন্য দরখাস্ত বা আবেদন করতে হবে।
(২) “মৌজা ম্যাপের কাস্টডিয়ান পরিচালক (জরিপ), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা-১২০৮” এর বরাবরে আবেদন করতে হবে।
(৩) সরকার নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
(৪) এইভাবে মৌজা ম্যাপের স্ক্যান কপি সংগ্রহ করা যায।
মৌজা ম্যাপ ছাড়াও যে সকল ম্যাপ পাওয়া যায়-
(১) মৌজা ম্যাপ।
(২) থানা ম্যাপ (মুদ্রিত)।
(৩) জেলা ম্যাপ (মুদিত), সাদা-কালো।
(৪) জেলা ম্যাপ (মুদ্রিত), রঙিন।
(৫) বাংলাদেশ ম্যাপ, (মুদ্রিত)।
প্রাপ্তি স্থান-
(১) উপজেলা সেটেলমেন্ট অফিসের আওতাধীন প্রকাশনা ক্যাম্প।
(২) জেলা প্রশাসকের রেকর্ডরুম (স্টক থাকা সাপেক্ষে)।
(২) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর,তেজগাঁও, ঢাকা-১২০৮।
প্রয়োজনীয় ফি:
ভূমি মন্ত্রণালয়ের ১৯/০৮/২০১৫খ্রিঃ তারিখে, ৩১.০০.০০০০.০০৪৯.০০৭.০০৫.১৩-৩০৪ নং স্মারক-এর পরিপত্র মোতাবেক বিভিন্ন রকমের ম্যাপ ও খতিয়ানের প্রয়োজনীয় ফি নিম্নে উল্লেখ করা হলো-
ক্রমিক নং | আইটেমের নাম | সরকার নির্ধারিত মূল্য |
০১ | মৌজা ম্যাপ (মুদ্রিত) | ৫০০/- |
০২ | থানা ম্যাপ(মুদ্রিত) | ৭০০/- |
০৩ | জেলা ম্যাপ(মুদ্রিত), সাদা-কালো | ৮০০/- |
০৪ | জেলা ম্যাপ(মুদ্রিত), রঙিন | ১,০০০/- |
০৫ | বাংলাদেশ ম্যাপ (মুদ্রিত) | ১,৫০০/- |
০৬ | খতিয়ান (মুদ্রিত) | ১০০/- |
আইনগত পরামর্শ ও সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন-
যোগাযোগ-
আইনবিদ ল্যান্ড প্রপার্টি সল্যুশন সার্ভিস
এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
ল্যান্ড কন্সালট্যান্ট
১৬, কৈলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা
অথবা
রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা
মোবাইল- 01711068609 / 01540105088
ইমেইল- mohiuddin@ainbid.com
ওয়েবসাইট- ainbid.com