অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নির নমুনা

পাওয়ার অব এটর্নি আইন ২০১২ এর ধারা ২(৪) -এ অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নির বিধান বর্নিত আছে। এটাকে ব্যাপক ক্ষমতা সম্পন্ন আম-মোক্তারনামা দলিলও বলা হয়ে থাকে। রেজিস্ট্রেশন আইন ১৯০৮ অনুযায়ী এই দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। পাওয়ার অব এটর্নি আইন ২০১২ এর ধারা ২(৪) -এর বিধান মোতাবেক সাধারণত নিম্নলিখিত কারণে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নি বা আমমোক্তারনামার (Power of Attorney) করা হয়-

(১) স্থাবর সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে,

(২) ঋণ গ্রহণের বিপরীতে বন্ধক প্রদানের উদ্দেশ্যে,

(৩) পণ মূল্য (Signing Money) গ্রহণের বিনিময়ে ভূমি উন্নয়নের উদ্দেশ্যে।

 

অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নির নমুনা।

 

 

অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নি।

 

ক্রমিক নং  বহি নং  দলিলের নং

 

১। রেজিষ্ট্রী অফিসের নামঃ তেজগাঁও সাব রেজিষ্ট্রি অফিস, ঢাকা।

 

২। দলিলের সার সংক্ষেপঃ

 

দলিলের প্রকৃতি মৌজার নাম ইউনিয়ন/ওয়ার্ড থানা/উপজেলা জেলা
আম-মোক্তার “তেজগাঁও শিল্প এলাকা” ২২ নং ওয়ার্ড তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা।

 

 

সম্পত্তির বিবরণ

০০২২.২৩ (বাইশ দশমিক দুই তিন) অযুতাংশ মাত্র।

জমির শ্রেণী পণ মুল্য (প্রযোজ্য ক্ষেত্রে)

(গ্রহীতার ক্ষমতাপ্রাপ্ত জমির বাজার মূল্য ও সাইনিং মানি এর যোগফল)

 

গ্রহীতার ক্ষমতাপ্রাপ্ত জমিঃ

০০২২.২৩ (বাইশ দশমিক দুই তিন) অযুতাংশ মাত্র।

বাড়ী

 

অংকেঃ প্রযোজ্য নহে।

 

কথায়ঃ প্রযোজ্য নহে।

 

৩। দলিল গ্রহিতার/গ্রহিতাগনের (Attorney) নাম ও ঠিকানাঃ (আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়):

নাম  : মোঃ আলমগীর হোসেন

পিতার নাম : মৃত হাজী আকবর হোসেন

মাতার নাম : মৃত মরিয়ম বেগম

বয়স : ৪০৬/১০/১৯৭১ ইং

ধর্ম : ইসলাম

জাতীয়তা : বাংলাদেশী

পেশা : ব্যবসা

জাতীয় পরিচিতি নং (প্রযোজ্য ক্ষেত্রে) : ১৯৫১২৩৮৮৭২৩৫৬৮১২৫৬

স্থায়ী ঠিকানাঃ বর্তমান ঠিকানাঃ
গ্রাম/রোড: ২২/এ/৫

ডাকঘরঃ তেজগাঁও,

থানাঃ তেজগাও শিল্প অঞ্চল

জেলাঃ ঢাকা।

গ্রাম/রোড: ২২/এ/৫,

ডাকঘরঃ তেজগাঁও,

থানাঃ তেজগাও শিল্প অঞ্চল

জেলাঃ ঢাকা।

 

দ্রষ্টব্যঃ স্বাক্ষর ও টিপসহি এমন ভাবে প্রদান করিতে হইবে যেন উহা ছবি এবং কাগজ উভয়ের উপর পড়ে।

 

৪। দলিল দাতা/দাতাগনের নাম ও ঠিকানাঃ

 

নাম

স্বামীর নাম

পিতার নাম

মাতার নাম

বয়স

ধর্ম

জাতীয়তা

পেশা

জাতীয় পরিচয় পত্র নম্বর

: মনোয়ারা আক্তার

: মনির হোসেন উজ্জল

: মৃত আরব আলী

: মোসাঃ খোদেজা বেগম

: ৪০৪/১২/১৯৮৩ ইং

: ইসলাম

: বাংলাদেশী

: গৃহিনী

: ১৯৮২২৫৯৯২৩৮৯১৩৬০

 

স্থায়ী ঠিকানাঃ বর্তমান ঠিকানাঃ
গ্রাম/রোড: ২২/এ/৫

ডাকঘরঃ তেজগাঁও,

থানাঃ তেজগাও শিল্প অঞ্চল

জেলাঃ ঢাকা।

গ্রাম/রোড: ২২/এ/৫,

ডাকঘরঃ তেজগাঁও,

থানাঃ তেজগাও শিল্প অঞ্চল

জেলাঃ ঢাকা।

 

দ্রষ্টব্যঃ স্বাক্ষর ও টিপসহি এমন ভাবে প্রদান করত হবে যেন উহা ছবি এবং কাগজ উভয়ের উপর পড়ে।

 

৫। পাওয়ার অব অ্যাটর্নি দলিলে বর্ণিত সম্পত্তির ন্যূনপক্ষে ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণঃ

 

(যথাযথ ক্ষেত্রে ওয়ারিশ ও বায়া দলিল সমূহের বিস্তারিত বিবরণ)

 

পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার পবিত্র নাম স্মরন করিয়া অত্র আম-মোক্তার নামা দলিলের বয়ান লিখিতে আরম্ভ করিলাম। যেহেতু নিম্ন তফসিল বর্নিত সম্পত্তিতে আব্দুস সাত্তার ও তাহেরা বেগম পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হন। তাহাদের নিকট হইতে বিগত ইংরেজী ২৫/১১/১৯৮১ সন তারিখে ঢাকা জিলার অন্তর্গত তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১০৪৬২ নং সাফ কবলা দলিল মুলে মৃত মৌলভী আবদুল গনি এর পুত্র কালা মিয়া খরিদ সুত্রে ৩ শতাংশ সম্পত্তি মালিক ও ভোগ দখলকার নিয়ত হইয়া বিগত ইংরেজী ২৯/০৬/১৯৯২ সন তারিখে ঢাকা সদর জয়েন্ট সাব রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১৭৫৪ নং সাফ কবলা দলিল দ্বারা মৃত আবদুল গফুর এর পুত্র মোঃ আরব আলী এর বরাবরে সাফ বিক্রয় করিয়া দিয়া বিক্রিত সম্পত্তি হইতে উক্ত কালা মিয়া চিরতরে নিঃস্বত্ত্ববান ও দখলত্যাগী হন।

 

অপরদিকে নিম্ন তফসিল বর্নিত সম্পত্তির কতকাংশ সম্পত্তি ঢাকা জিলার তেজগাঁও থানাধীন বেগুনবাড়ী নিবাসী আতোয়ার রহমান সাহেবের পুত্রদ্বয় সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ও সৈয়দ মোহাম্মদ হোসেন তাহারা খরিদ সুত্রে মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় বিগত ইংরেজী ২৪/০৫/১৯৫০ সন তারিখে জয়দেবপুর সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২৪৬১ নং একখন্ড সাফ কবলা দলিল মুলে ঢাকা জিলার তেজগাঁও থানাধীন তেজকুনিপাড়া নিবাসী আবিদ আলী হাজীর পুত্রগন অর্থাৎ ছিদ্দিক গংদের বরাবরে বিক্রয় করিয়া উক্ত বিক্রিত সম্পত্তি হইতে সৈয়দ মোয়ােেজ্জম হোসেন গং চিরতরে নিঃস্বত্ত্ববান ও দখলত্যাগী হন।

 

অতঃপর উক্ত ছিদ্দিক গং উপরোক্ত সাফ কবলা দলিল মুলে খরিদ করিয়া খরিদা সুত্রে স্বত্ত্ববান মালিক ও ভোগ দখরকার নিয়ত থাকাবস্থায় বিগত এস,এ জরীপ কালীন এস,এ ১৩৪ নং খতিয়ানে এস,এ ২১০ নং দাগে ১ ষোল আনা সম্পত্তি শুদ্ধরুপে তাহাদের নামে এজমালীতে রেকর্ড ভুক্ত করাইয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় বিগত আর,এস জরীপে ২৯১০ নং দাগে তাহাদের নামে শুদ্ধরুপে রেকর্ড ভুক্ত করাইয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত

 

থাকাবস্থায় উক্ত মালিকগনের মধ্যে হাজী মোঃ ছিদ্দিক, আবু বাকার, আশ্রাফ আলী, রহম আলী বিগত ইংরেজী ২১/০৮/১৯৭২ সন তারিখে ঢাকা সদর সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১৪৯৬৭ নং একখন্ড সাফ কবলা দলিল মূলে ঢাকা জেলার তেজগাঁও থানাধীন বেগুনবাড়ী নিবাসী মুন্সী মনির উদ্দিন আহাম্মদ এর পুত্র আবু তালেব এর বরাবরে ১০০ শতাংশ সম্পত্তি বিক্রয় করিয়া উক্ত বিক্রিত সম্পত্তি হইতে হাজী মোঃ ছিদ্দিক গং চিরতরে নিঃস্বত্ত্ববান ও দখলত্যাগী হন।

 

অতঃপর উক্ত আবু তালেব উপরোক্ত সাফ কবলা দলিল মূলে খরিদ করিয়া খরিদা সুত্রে স্বত্ত্ববান মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় বিগত ইংরেজী ১২/০৩/১৯৭৭ সন তারিখে সম্পাদিত এবং ২২/০৩/১৯৭৭ সন তারিখে রেজিস্ট্রিকৃত ৮৫৬৮ নং একখণ্ড ক্রমিক নং দলিল মুলে ঢাকা জিলার তেজগাঁও খুানাধীন বেগুনবাড়ী নিবাসী মরহুম সৈয়দ মিঞার পুত্র আবদুল মান্নান সাহেব এর বরাবরে ১০০ শতাংশ সম্পত্তি বিক্রয় করিয়া উক্ত বিক্রিত সম্পত্তি হইতে আবু তালেব চিরতরে নিঃস্বত্ত্ববান ও দখলত্যাগী হন।

 

অতঃপর উক্ত আবদুল মান্নান উপরোক্ত সাফ কবলা দলিল মূলে খরিদ করিয়া খরিদা সুত্রে স্বত্ত্ববান মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় পরলোক গমন করিলে পর তৎত্যাজ্যবিত্ত সম্পত্তিতে আমেনা খাতুন স্বামীর ওয়ারিশ সুত্রে স্বত্ত্ববর্তী মালিক ও ভোগ দখলে বিদ্যমান থাকাবস্থায় বিগত ইংরেজী ১৬/০২/১৯৮২ সন তারিখে তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১৪৮২ নং একখন্ড সাফ কবলা দলিল মূলে নোয়াখালী জেলার চাটখিল থানাধীন বেজাকপুর নিবাসী মরহুম জব্বর আলীর পুত্র মোঃ আবদুল রশিদ পাটোয়ারীর বরাবরে ০১৩৫ অযুতাংশ সম্পত্তি বিক্রয় করিয়া বিক্রিত সম্পত্তি হইতে আমেনা খাতুন চিরতরে নিঃস্বত্ত্ববান ও দখলত্যাগী হন এবং মরহুম আবদুল মান্নান সাহেব এর নাবালক দুই পুত্র ও নাবালিকা কন্যা অর্থাৎ জামাল হোসেন, বেল্লাল (তুহিন) ও খাদেজা খাতুন এর পক্ষে অভিভাবিকা মাতা আমেনা খাতুন সম্পত্তি বিক্রয় করার নিমিত্তে ঢাকা জেলার সাব জজ আদালত সমীপে দরখাস্ত করিয়া ACT VIII Case No.1208 of 1981 ইং সন মোতাবেক অভিভাবিকা নিযুক্ত হইয়া পুনরায় বিক্রয়ের অনুমতি চাহিলে পর তাহার অনুকূলে ১৪৭/৮২ নং বিক্রয়ের অনুমতি পাইয়া নিম্ন তফসিল বর্নিত সম্পত্তি বিগত ০৮/০৬/১৯৮৩ ইং সন তারিখে তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৩১৩৬ নং একখন্ড সাফ কবলা দলিল মূলে নোয়াখালী জেলার চাটখিল থানাধীণ বেজাকপুর নিবাসী আব্দুর রশিদ পাটোয়ারীর পুত্রদ্বয় তোফাজ্জল হোসেন পাটোয়ারী, আমির হোসেন পাটোয়ারীর বরাবরে ০৫৮০ অযুতাংশ সম্পত্তি বিক্রয় করিয়া উক্ত বিক্রিত সম্পত্তি হইতে নাবালক জামাল হোসেন গং এর পক্ষে অভিভাবিকা মাতা আমেনা খাতুন চিরতরে নিঃস্বত্ত্ববান ও দখলত্যাগী হন।

 

অতঃপর উক্ত আবদুর রশিদ পাটোয়ারী পরলোক গমন করিলে পর তৎত্যাজ্যবিত্ত সম্পত্তিতে মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আমির হোসেন ও আমেনা বেগম পৈত্রিক ওয়ারিশ সূত্রে এবং উক্ত মোঃ তোফাজ্জল হোসেন ও মোঃ আমির হোসেন খরিদ সুত্রে মালিক ও ভোগ দখলে বিদ্যমান থাকাবস্থায় ঢাকা সিটি জরীপে তাহাদের নিজেদের নাম শুদ্ধরুপে রেকর্ড ভুক্ত করিয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় বিগত ইংরেজী ২৭/১২/২০০৪ সন তারিখে মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৮০৫২ নং একখন্ড সাফ কবলা দলিল দ্বারা মৃত আবদুল গফুর এর পুত্র মোঃ আরব আলী এর বরাবরে সাফ বিক্রয় করিয়া দিয়া বিক্রিত সম্পত্তি হইতে উক্ত মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আমির হোসেন ও আমেনা বেগম চিরতরে নিঃস্বত্ত্ববান ও দখলত্যাগী হন।

 

অতঃপর উক্ত আরব আলী নিম্ন তফসিল বর্নিত সম্পত্তি উপরোক্ত বর্ননা মোতাবেক দুইটি সাফ কবলা দলিল মুলে খরিদ করিয়া খরিদা সূত্রে মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় ঢাকা সিটি জরীপে তাহার নিজ নাম শুদ্ধরুপে রেকর্ড ভুক্ত করিয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় মৃত্যু বরন করিলে পর তৎত্যাজ্যাবিত্ত সম্পত্তিতে ৪ পুত্র যথাক্রমে (১) মোঃ মোশারফ হোসেন, (২) মোঃ আক্তার হোসেন, (৩) হোসাইন আহাম্মেদ ও (৪) আরিফ হোসেন এবং ৫ কন্যা যথাক্রমে (১) জান্নাতুল ফেরদাউস, (২) শামসুন নাহার, (৩) মিনারা আক্তার, (৪) মনোয়ারা আক্তার, ও (৫) দেলোয়ারা আক্তার এবং ২ স্ত্রী যথাক্রমে (১) তাহাজ্জতের নেছা ও (২) খোদেজা নেছা কে ওয়ারিশ বিদ্যমান রাখিয়া যান।

 

সেমতে আমি অত্র দলিল দাতা অর্থাৎ মনোয়ারা আক্তার নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি পিতার ওয়ারিশ সূত্রে মালিক ও ভোগ দখলকার নিয়ত হইয়া বিগত ইংরেজী ১৫/০৭/২০১৩ সন তারিখে ৪৮২৩/১২-১৩ নং নামজরী ও জমাভাগ মোকদ্দমা বলে আমার নিজ নামে যৌথ ভাবে ঢাকা সিটি জরীপ মোতাবেক নামজারী করিয়া এবং ২৩৪৮ নং জোতে সরকারের হাল সন পর্যন্ত বার্ষিক খাজনাদি পরিশোধ করিয়া এবং ঘরোয়া আপোষ বন্টন মতে আমার প্রাপ্ত ছাহাম বুঝিয়া পাইয়া উহাতে এযাবৎ কাল অন্যের বিনা ওজর আপত্তিতে পরম সুখে ও শান্তিতে ভোগ দখল করিয়া আসিতেছি।

 

৮। পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মেয়াদকালঃ প্রযোজ্য নহে।

 

৯ । একাধিক দাতা (Principal) ক্ষেত্রে সম্পত্তির মালিকানার বিবরণঃ প্রযোজ্য নহে।

 

১০। সম্পাদনের তারিখ (বাংলা ও ইংরেজী): ইংরেজী দিবস ১৫ মাস ২০১৪ সন।
বাংলাঃ দিবস ২০ মাস ১৪২১ সন।

 

১১। সম্পত্তির তফসিলঃ

জেলা-ঢাকা, থানা তেজগাঁও শিল্পাঞ্চল ও সাব রেজিস্ট্রি অফিস তেজগাঁও অধীন। ঢাকা কালেক্টরীর ২৮৯ নং তৌজিভুক্ত।

সাবেক ২৭৯ নং, ঢাকা সিটি জরীপে ৬ নং মৌজা “বেগুনবাড়ী” স্থিত।

 

খতিয়ান নংঃ সি,এস ১৮ নং, এস,এ ১৩৪ নং, ঢাকা সিটি জরীপে ৪০৩ ও ২৮২ নং, নামজারী ২৪৩০ নং খতিয়ানে লিখি । যাহার জোত নং ২৩৪৮ বটে।

 

দাগ নংঃ সি,এস ১৮৪ (একশত তেতাল্লিশ এর বাটা একশত চুরাশি) নং, এস,এ ২১০ (দুইশত দশ) নং, আর,এস ২৯১০ (দুই হাজার নয়শত দশ) নং, ঢাকা সিটি জরীপে ৬৪৩০ (ছয় হাজার চারশত ত্রিশ) নং দাগের কাতে আমি অত্র দলিল দাত্রীর পিতার ওয়ারিশ সুত্রে আমার নিজ ছাহাম প্রাপ্ত ০০২২.২৩ (সাতাইশ দশমিক দুই তিন) অযুতাংশ বাড়ী ভূমি অত্র দলিল দ্বারা আপনি অত্র দলিল গ্রহিতার বরাবরে আম-মোক্তারকৃত সম্পত্তি বটে।

 

১২। সম্পত্তির হাত নকশা ও চৌহন্দিঃ

চৌহদ্দিঃ

উত্তরঃ দক্ষিনঃ
পূর্বঃ পশ্চিমঃ

 

১৩। পণ মূল্যের বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে):

গ্রহিতার ক্ষমতাপ্রাপ্ত জমির মূল্যঃ প্রযোজ্য নহে। মোট পনমূল্যঃ প্রযোজ্য নহে।
মোট সাইনিং মানির পরিমানঃ প্রযোজ্য নহে।

 

১৪। কৈফিয়ত (যদি থাকে):

 

১৫। দলিল পাঠ করিয়া/করাইয়া আমরা উহার মর্ম অবগত ও সম্মত হইয়া স্বাক্ষর করিলামঃ

 

 

দলিল দাতা/দাতাগনের স্বাক্ষরঃ গ্রহীতা/গ্রহীতাগণের স্বাক্ষরঃ

 

১৬। সাক্ষী/স্বাক্ষীগণের স্বাক্ষর নাম, ঠিকানা ও স্বাক্ষরঃ

(ক) নামঃ স্বাক্ষর ও তারিখ
পিতা/স্বামীর নামঃ
মাতার নামঃ
গ্রাম/রোডঃ
ডাকঘরঃ
উপজেলা/থানাঃ
জেলাঃ
ধর্মঃ
পেশাঃ
জাতীয়তাঃ

 

 

(খ) নামঃ স্বাক্ষর ও তারিখ
পিতা/স্বামীর নামঃ
মাতার নামঃ
গ্রাম/রোডঃ
ডাকঘরঃ
উপজেলা/থানাঃ
জেলাঃ
ধর্মঃ
পেশাঃ
জাতীয়তাঃ

 

১৭। সনাক্তকারীর নাম ঠিকানা ও স্বাক্ষরঃ

নামঃ স্বাক্ষর ও তারিখ
পিতা/স্বামীর নামঃ
মাতার নামঃ
গ্রাম/রোডঃ
ডাকঘরঃ
উপজেলা/থানাঃ
জেলাঃ
ধর্মঃ
পেশাঃ
জাতীয়তাঃ

 

১৮। পাওয়ার অব অ্যাটর্নি দলিলে বর্ণিত সম্পত্তির সঠিক পরিচয় এবং বাজার মূল্য সম্পর্কে (প্রযোজ্য ক্ষেত্রে) সম্যক অবহিত হইয়া আমি নিম্নে স্বাক্ষরকারী অত্র দলিলের মুসাবিদা করিয়াছি/লিখিয়া দিয়াছি এবং পক্ষগণকে পাঠ করিয়া শুনাইয়াছি।

 

দলিলটি ১০ (দশ) ফর্দে লিখিত এবং ০২ (দুই) জন স্বাক্ষী রহিয়াছে।

 

মুসাবিদা কারকের নাম/দলিল লেখকের নাম, পূর্ণ ঠিকানা ও সনদ নং (অফিসের নামসহ):

 

দলিল লেখক/মুসাবিদাকারক এর স্বাক্ষরঃ

দলিল লেখকের নাম:

স্বাক্ষর:

পূর্ন ঠিকানা:

সনদ নং:

অফিসের নাম:

 

১৯। দলিল দাতার হলফ নামাঃ (১৯৭২ সনের মহামান্য রাষ্ট্রপতির ১৯৮ নং আদেশ মোতাবেক প্রদত্ত হলফনামা)

 

হলফনামা

 

বরাবর,

সাব-রেজিস্ট্রার

তেজগাঁও, ঢাকা।

 

মনোয়ারা আক্তার, জন্ম তারিখ ০৫/১২/১৯৮২ ইং।

 

আমি/আমরা নিজ স্বাক্ষরকারী বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকারে স্থায়ী বাসিন্দা ও জাতীতে বাংলাদেশী নাগরিক বটে। সংগীয় দলিল রেজিস্ট্রি করিবার জন্য অত্র হলফনামা সংযোগ করিলাম।

 

১। যে স্থাবর সম্পত্তি হস্তান্তর করা হইতেছেঃ-

 

(ক) তাহা বাংলাদেশ সরকারের দালাল আইন ১৯৭২ সনের রাষ্ট্র প্রধানের ৮ নং আদেশের বলে আটক করা হয় নাই।

 

(খ) তাহা বাংলাদেশ সরকারের পরিত্যাক্ত সম্পত্তির আইন ১৯৭২ সনের রাষ্ট্র প্রধানের ১৬ নং আদেশের বলে পরিত্যাক্ত নহে।

 

(গ) তাহা বাংলাদেশ সরকারের অন্য কোন আইনের পরিপন্থি নহে।

 

(ঘ) তাহা বাংলাদেশ সরকারের অন্য কোন আইনের বিধি মাফিক আমার/আমাদের হস্তান্তর করার পুর্ন অধিকার আছে।

 

২। তাহা বাংলাদেশ সরকারের দালাল আইন ১৯৭২ সনের রাষ্ট্র প্রধানের ৯৮ এর ৫ ‘ক’ ধারা অনুসারে বাতিল যোগ্য নহে।

 

অত্র সংগীয় দলিলে যাহা বর্ননা করা হইয়াছে তাহা সম্পূর্ন সত্য এবং অদ্য রোজ সাব-রেজিস্ট্রার সাহেবের সম্মুখে উপস্থিত হইয়া অত্র হলফ নামা সহি সম্পাদন করিয়া দিলাম।

 

ইতি। তারিখ-

সনাক্তকারী

 

হলফকারী

 

 

২০। সাব-রেজিস্ট্রারের নাম ও পদবী সহ স্বাক্ষর ও তারিখঃ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *