সমবায় সমিতি গঠন করবেন কিভাবে

সমবায় সমিতি গঠন করবেন কিভাবে

 

সমবায় সমিতি কি:

সমবায় সমিতি হচ্ছে গণতান্ত্রিকভাবে পরিচালিত একটি আর্থিক প্রতিষ্ঠান। যার মাধ্যমে এর সদস্যরা তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে থাকে। কোন উদ্দেশ্য নিয়ে একদল সদস্য একত্রিত হয়ে যে সমিতি গড়ে তুলে তাকে বলা হয় সমবায় সমিতি। সমবায় সমিতির সকল সদস্য মিলিত হয়ে সকলের মতামত নিয়ে কাজ করে থাকে।

 

সমবায় সমিতি উদ্দেশ্য:

বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন। সুতরাং মুনাফা অর্জনই সমবায় সমিতির মূল উদ্দেশ্য। তবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমেও এরা অংশগ্রহণ করে থাকে। যেমন: দরিদ্রদের সাহায্য করা, রাস্তাঘাট মেরামত, দরিদ্রদের সহজ শর্তে ঋণ প্রদান, পুল নির্মাণ ইত্যাদি।

 

সমবায় সমিতি গঠনের যোগ্যতা বা শর্তসমূহ:

একটি সমবায় সমিতি গঠনের জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। যথা-

(১) সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ধারা ৮(১)(ক) মোতাবেক কমপক্ষে ২০ জন সাভাবিক ব্যক্তি সদস্য হতে হবে।

(২) সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ এর বিধি ১১(খ) অনুযায়ী সদস্যদের বয়স কমপক্ষে ১৮ বৎসর হতে হবে।

(৩) সমিতির উদ্দেশ্য হচ্ছে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

 

সমবায় সমিতি গঠন করবেন কিভাবে:

সমবায় সমিতি গঠন করতে হলে উহা নিবন্ধনের জন্য নিম্নলিখিত ডকুমেন্ট প্রস্তুত করতে হবে-

(১) সকল সদস্যের উপস্থিতিতে সাংগঠনিক সভায় বিস্তারিত আলোচনা করে গৃহিত সিদ্ধান্ত সমূহ লিপিবদ্ধ করে উহা সত্যায়িত করতে হবে।

(২) নিবন্ধনের জন্য আবেদন প্রস্তুত করতে হবে।

(৩) সমিতি পরিচালনার দলিল হিসাবে সমিতির সদস্যগণ নিজেরাই একটি উপ-আইন প্রণয়ন করবেন। এখানে কমপক্ষে ২০ জন সদস্য সহি-স্বাক্ষর করবেন। উপ-আইন অবশ্যই আইন ও বিধিমালার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। এই জন্য একজন বিজ্ঞ আইনজীবীর সহযোগিতা নিতে পারেন।

(৪) প্রাথমিক সমিতি নিবন্ধনের ক্ষেত্রে পরিশোধিত মূলধন হতে হবে কমপক্ষে ২০,০০০/- (বিশ হাজার) টাকা।

(৫) সমিতির প্রত্যেক সদস্য বিধি ১১(ক) অনুযায়ী অবশ্যই কমপক্ষে একটি শেয়ারের ক্রয়মূল্যের সমপরিমাণ অর্থ সমিতিতে সঞ্চয়ী হিসাবে জমা প্রদান করবেন।

(৬) সমিতি নিবন্ধনের পূর্বেই জমা খরচ বহি, শেয়ার ও সঞ্চয় রেজিষ্টার, সাধারণ রেজিষ্টার, সদস্য রেজিষ্টার, লোন বা অগ্রিম রেজিষ্টার, রেজুলেশন বহি (সাপ্তাহিক, ব্যবস্থাপনা কমিটি ও সাধারণ সভার বহি), নোটিশ বহি ইত্যাদি সংরক্ষণ করতে হবে।

(৭) যেকোন ব্যাংকে একটি হিসাব খুলতে হবে। এ ব্যাপারে বিধি ৫৫ ও ৫৬ অনুযায়ী তালিকা অনুসরণ করতে হবে।

(৮) সমবায় বিধি ৫(২) অনুযায়ী সমিতির প্রকৃতি অনুযায়ী ৫০/-, ৩০০/-, ১০০০/-, ৩০০০/- বা ৫০০০/- টাকা নিবন্ধন ফি চালানের মাধ্যমে জমা দিয়ে কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

(৯) নিবন্ধন ফি চালানের মাধ্যমে জমা দিয়ে কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

(১০) সাংগঠনিক সভায় সমিতির কার্য পরিচালনার জন্য ব্যবস্থাপনা কমিটির (৬/৯/১২ জন সদস্য বিশিষ্ট) একটি প্রস্তাব তৈরী করতে হবে।

(১১) কাগজপত্র তৈরী হলে সংশ্লিষ্ট উপজেলা/মেট্রোপলিটন থানা সমবায় অফিসে জমা প্রদান করতে হবে।

(১২) সংশ্লিষ্ট উপজেলা/থানা সমবায় অফিস প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা, যাচাইবাছাই করে সংশ্লিষ্ট জেলা সমবায় অফিসারের নিকট নিবন্ধনের জন্য তা প্রেরণ করবেন।

 

সমবায় সমিতি নিবন্ধনে প্রয়োজনীয় কাগজপত্র:

(১) নির্ধারিত ফরমে আবেদনপত্র,

(২) নিবন্ধন ফি জমার চালানের কপি,

(৩) সাংগঠনিক সভার সত্যায়িত রেজুলেশন তিন কপি,

(৪) জমা খরচ হিসাব।

(৫) উপ-আইন তিন প্রস্থ,

(৬) পরবর্তী দুই বছরের প্রস্তাবিত বাজেট,

(৭) সরকারী সাহায্য ছাড়া চলতে পারার অঙ্গীকারনামা,

(৮) নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানা সংক্রান্ত,

(৯) আবেদনকারী সদস্যদের প্রত্যেকের এক কপি করে সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি,

(১০) উপ-আইন মেনে চলার অঙ্গিকারনামা,

(১১) নিবন্ধকের অনুমোদনের জন্য প্রথম ব্যবস্থাপনা কমিটির প্রস্তাব।

 

নিবন্ধন না করার দন্ড:

নিবন্ধন গ্রহণ না করে সমবায় নাম ব্যবহার করে এর কার্যক্রম পরিচালনা করা হলে তা আইনের ধারা ৯ অনুযায়ী কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় অপরাধ হবে।

 

নিবন্ধন অফিস:

সমবায় সমতি নিবন্ধন সমবায় অধিদপ্তর প্রদান করে থাকে।

 

 

ভূমি বা ফ্লাট নামজারী, দলিল রেজিস্ট্রেশন ও দলিল লিখন, আদালতে ভূমি, ফ্লাট বা অপরাধ সংক্রান্ত মামলা, রাজউক ও হাউজিং কর্তৃপক্ষের অনুমোদন, বাড়ী নির্মাণ ও ডিজাইন কনসালটেন্সি, সংযোগ ও ইউটিলিটি, রিয়েল এস্টেট এজেন্ট (লেটিং এন্ড প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিস), লিমিটেড কোম্পানী, সমিতি/ট্রাস্ট/ফাউন্ডেশন নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, ট্রাভেল এজেন্সী লাইসেন্স, পরিবেশ, বিএসটিআই, ফায়ার লাইসেন্সসহ যেকোন ব্যবসায়িক লাইসেন্স, ভিসা, পাসপোর্ট, ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত কাজে আমাদের আইনি সহায়তার জন্য যোগাযগ করুন:

 

জাস্টিস ফোরাম,

সার্বিক পরিচালনা: এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন

ঢাকা জজ কোর্ট, কোতয়ালী, ঢাকা।

অথবা

রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা

01711068609 / 01540105088

ইমেইল: justiceforum@ainbid.com

ওয়েবসাইট: www.ainbid.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *