মব জাস্টিস কি

মব জাস্টিস কি, কেন ঘটে এবং প্রতিরোধের উপায় কি ? এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানার জন্য মনোযোগ দিয়ে লেখাটি পড়ুন।

 

মব জাস্টিস কি:

মব একটি ইংরেজি শব্দ mob যার অর্থ হচ্ছে উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা। আর জাস্টিস ও একটি ইংরেজি শব্দ Justice যার অর্থ হচ্ছে ন্যায়বিচার বা বিচার। সুতরাং শাব্দিক অর্থ বিশ্লেষণ করলে পাওয়া যায় যে, ‘মব জাস্টিস’ অর্থ উত্তাল জনতা কিংবা উচ্ছৃঙ্খল জনতার বিচার।

 

আরো একটি ক্লিয়ারভাবে বলতে গেলে মব জাস্টিস বলতে বুঝায় যে, দেশের সাধারণ জনগণ আইন অনুসরণ না করে কিংবা আইনি প্রক্রিয়ার বাহিরে গিয়ে বিচার নিজ হাতে তুলে নিয়ে কোন কাজ করলে সেটাকেই বলা হয় মব জাস্টিস।

 

এক কথায় বলা যায় বিচার বহির্ভূত হত্যা। যেমন- জনতার গনপিটুনিতে কেউ মারা গেল, জনতা দ্বারা বাড়িঘর পোড়ানো, কাউকে আহত করা, ভাঙচুর করা ইত্যাদি মব জাস্টিস হিসাবে গণ্য।

 

দেশে মব জাস্টিসের উদাহরণ:

বাংলাদেশের ইতিহাসে মব জাস্টিস এর অনেক উদাহরণ রয়েছে। যথা:

(১) গত ২০১৯ সালে রাজধানীর বাড্ডায় তসলিমা বেগম রেণু নামের এক মহিলাকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল।

(২) গত ২০১১ সালে ঢাকার আমিনবাজারে “ডাকাত” সন্দেহে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছিল।

(৩) সম্প্রতি ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীতে আব্দুল্লাহ আল মাসুদ নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

 

যুগান্তররের ১৮ সেপ্টেম্বর ২০২৪ এর প্রতিবেদন থেকে পাওয়া ডয়েচে ভেলের এক প্রতিবেদন অনুযায়ী,

(ক) বাংলাদেশে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপিটুনিতে মারা যায় ৮০০ জন।

(খ) তারপর গত সাড়ে ছয় বছরে গণপিটুনিতে মারা যায় আরও প্রায় ২৮৬ জন।

 

মব জাস্টিস ঘটার কারণ:

মব জাস্টিস নানান কারণে ঘটতে পারে। তবে নিম্নের কারণগুলো বেশি উল্লেখযোগ্য:

 

(১) অসন্তোষ ও ক্ষোভ:

দেশের জনগণের মনে কোন বিষয়ে বা ঘটনায় প্রচন্ড ক্ষোভ বা অসন্তোষ থাকলে, জনগণ মব জাস্টিসের আশ্রয় নিয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘতাতে পারে।

 

(২) সামাজিক বা রাজনৈতিক উত্তেজনা:

মাঝে মাঝে সামাজিক কিংবা রাজনৈতিক উত্তেজনার ফলে জনগণ রাষ্ট্রীয় আইনের প্রতি আস্থা হারিয়ে ফেললে এরূপ ঘটতে পারে।

 

(৩) আইন প্রণয়ণের অভাব:

দেশে আইনের প্রণয়ন কিংবা তার প্রয়োগ সঠিকভাবে না হলে এবং দেশের জনগণ দেশের আইনের প্রতি আস্থা হারিয়ে ফেললে তখন তারা নিজস্ব পদ্ধতি গ্রহণ করতে পারে।

 

(৪) প্রশাসনিক ও আইনি অব্যবস্থাপনা

প্রশাসনিক ও আইনি ব্যবস্থা দুর্বল হলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে পারে।

 

(৫) রাজনৈতিক প্রভাব:

রাজনৈতিক প্রভাবে প্রায়ই মব জাস্টিসের ঘটনা ঘটতে দেখা যায়। কারণ রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য এটা করে থাকে।

 

(৬) অর্থনৈতিক প্রভাব:

সম্পদশালী ব্যক্তিরা অর্থনৈতিক প্রভাব খাটিয়ে বিচার ব্যবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকে।

 

মব জাস্টিস বন্ধে করণীয়:

মব জাস্টিস প্রতিরোধ করার জন্য কার্যকরভাবে নিচের পদ্ধতি অনুসরণ করা দরকার।

(১) স্বাধীন ও শক্তিশালী বিচার ব্যবস্থা গড়তে হবে।

(২) আইন প্রয়োগকারী সংস্থাগুলো সৎ ও শক্তিশালী কতে হবে।

(৩) দুর্নীতি দমন করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(৪) নিজের অধিকার সম্পর্কে সকল জনগণকে সচেতন হতে হবে।

(৫) মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

লেখক

এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন

01711068609 / 01540105088

ainbid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *