টাকা লেনদেনের মীমাংসা চুক্তিপত্রের নমুনা

 

টাকা লেনদেনের (মীমাংসা) চুক্তিপত্র

 

মোঃ বাহাউদ্দিন, পিতা- মোঃ হানিফ মোল্লা, সাং- উত্তর সতানন্দী, পোঃ দাউদকান্দি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, বর্তমানে- মদিনা মঞ্জিল, ২য় তলা, রোড নং- ২, রোড নং-৬, বাড়ী নং- ৩. ইস্পাহানী আবাসিক এলাকা, পোঃ জিনজিরা, থানা- দঃ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা- ১৩১০, জাতীয় পরিচয় পত্র নং- ১৯৮১২৬১৯৩৫১৯৫৩৯১০।

—————১ম পক্ষ/পাওনাদার/গ্রহীতা।

 

কামীম শেখ, পিতা- হাজী মোঃ আমজাদ শেখ, মাতা- মোসাঃ সালমা আক্তার, সাং + পোঃ দোগাছি, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমানে- এস, আর কম্পিউটার, আলম মল (৫ম তলা), নগর মহল রোড, আগানগর, কেরানীগঞ্জ, ঢাকা, জাতীয় পরিচয় পত্র নং- ২৬৯৪০৬৮১৪০৭৬৭।

—————২য় পক্ষ/দেনাদার।

 

মোঃ লাবু আহমেদ, পিতা- মৃত হাজী আব্দুল ছাত্তার, মাতা- আয়েশা খাতুন, সাং+ পোঃ দোগাছি, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমানে- ল্যাব টেক্সটাইল, ইসলামপুর প্লাজা (৫ম তলা), ১২নং ইসলামপুর রোড, ঢাকা- ১১০০, জাতীয় পরিচয় পত্র নং-  ৫৯১৮৪৪৭৭৬৪১৬৫।

—————-৩য় পক্ষ/জামিনদার।

 

পরম করুণাময় মহান আল্লাহর নাম স্মরণ করিয়া অত্র “টাকা লেনদেনের (মীমাংসা) চুক্তিপত্রের দলিল” বয়ান সৃষ্টির উদ্দেশ্যে আরম্ভ করিতেছি। ১ম পক্ষ ২য় পক্ষের নিকট ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা পাওনাদার বিধায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ- মীমাংসা করিয়া ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা প্রস্তাব করিলে, উক্ত প্রস্তাবে ১ম ও ২য় পক্ষ রাজী ও সম্মতি হইয়া অদ্য হাজিরান মজলিশে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় অত্র চুক্তির দলিলে, স্বাক্ষর করিলেন। অদ্য তারিখ হইতে আগামী ২০১৫ সালের ঈদ-উল- আযহার মধ্যে ৩য় পক্ষ ১ম পক্ষকে পর্যায়ক্রমে ১,০০,০০০/- (এক লক্ষ), ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা প্রদান করিতে বাধ্য থাকিবেন।

 

শর্তাবলী

১।  চুক্তি স্বাক্ষরিত হওয়ার দিন ৩য় পক্ষ ১ম পক্ষকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার চেক প্রদান করিবেন। ০৫/০১/২০১৫ ইং তারিখে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ০৫/০২/২০১৫ ইং তারিখে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও আগামী ২০১৫ সালের রমজান মাসের ২০ রমজানের মধ্যে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, মোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা নগদ পরিশোধ করিলে ১ম পক্ষ ৩য় পক্ষের মাধ্যমে ২য় পক্ষকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার চেক ফেরত দিতে বাধ্য থাকিবেন।

২।  ১ম শর্তের ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পরিশোধ হইবার পর আগামী ২০১৫ সালের রমজানের ঈদের সরকারী ছুটির পরদিন ৩য় পক্ষ ১ম পক্ষকে বাকী ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা নগদ টাকার চেক প্রদান করিবেন। উক্ত টাকা সর্বোচ্চ ঈদ-উল আযহা ২০১৫ এর পূর্বেই পরিশোধ করিবেন। উক্ত ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পরিশোধ হইলে ১ম পক্ষ জমাকৃত ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার চেক ৩য় পক্ষের মাধ্যমে ২য় পক্ষকে ফেরত দিতে বাধ্য থাকিবেন। ২য় পক্ষ সর্বমোট ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা দিতে যদি তালবাহানা করে সেই ক্ষেত্রে ৩য় পক্ষ জামিনদার উক্ত টাকা দিতে বাধ্য থাকিবেন।

 

৩।  ৩য় পক্ষ ও ২য় পক্ষের অবর্তমানে/মৃত্যুতে তাহাদের ওয়ারিশগণ ১ম পক্ষকে অথবা ১ম পক্ষের অবর্তমানে/মৃত্যুতে তাহার ওয়ারিশগণকে উপরোক্ত পাওা টাকা বুঝাইয়া দিতে বাদ্য থাকিবেন।

 

৪. ৩য় পক্ষ বা ২য় ১ম পক্ষকে নগদ সর্বমোট ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা পরিশোধ করার পরও যদি ১ম পক্ষ ২য় পক্ষের চেক ফেরত দিতে তালবাহানা/ অস্বীকৃতি জানায় এবং ৩য় পক্ষ ও ২য় পক্ষ ১ম পক্ষকে মীমাংসাকৃত ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা দিতে কোনরূপ তালবাহানা বা অস্বীকৃতি জানায় তাহলে উভয়পক্ষই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।

 

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে, অন্যের বিনা প্ররোচনায় অত্র  চুক্তিপত্র আমরা উভয় পক্ষ পড়িয়া, পড়াইয়া মর্ম ও ফলাফল উপলব্ধি  করিয়া সাক্ষীগণের মোকাবেলায় নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম। ইতি, তারিখ:

 

অত্র দলিল ০২ (দুই) ফর্মে কম্পোজকৃত এবং সাক্ষী মোট ০৩ (তিন) জন বটে।

 

সাক্ষীগণের স্বাক্ষর:

১। মোঃ আবদুল্লাহ

২। মোঃ কাওসার

৩। আবু তালেব

 

১ম পক্ষ/গ্রহীতা/পাওনাদার

 

 

২য় পক্ষ/দেনাদার

 

 

৩য় পক্ষ/জামিনদার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *