আইনবিদ ল’ একাডেমী
01711068609 / 01540105088
২০১২ সালের অনুষ্ঠিত নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষার প্রশ্ন ও উত্তরমালা
বার কাউন্সিল এম.সি.কিউ পরীক্ষা- ২০১২
১। ফৌজদারি মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তা প্রমাণের দায়িত্ব কার?
(ক) অভিযোগকারী, (খ) উক্ত দাবি উত্থাপনকারীর, (গ) রাষ্ট্রের, (ঘ) ক্ষতিগ্রস্ত ব্যক্তির।
২। মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে। এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
(ক) স্বীকৃতি, (খ) দাবি ত্যাগ, (গ) স্ব-কার্যজনিত বাধা, (ঘ) মৌন সম্মতি।
৩। এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না, যদি তা হয়-
(ক) প্রাকৃতিক, (খ) নিয়মসিদ্ধ, (গ) ঐতিহাসিক সত্য, (ঘ) সাক্ষ্য দ্বারা প্রমাণিত।
৪। আদালতে মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন (Leading question) করতে পারে?
(ক) যে কোন বিষয়ে, (খ) তর্কিত বিষয়ে, (গ) স্বীকৃত বিষয়ে, বিশেষজ্ঞ মতামত বিষয়ে।
৫। কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুনঃপরীক্ষা করতে পারে?
(ক) পূর্বের বক্তব্য ভুল শোধরানো, (খ) কোন কিছু মিথ্যা প্রমাণ, (গ) পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ, (ঘ) বিশেষজ্ঞ মতামত বিষয়ে।
৬। কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে-
(ক) তার ব্যক্তিত্বে ধরণ পরীক্ষা, (খ) তর্কিত বিষয়ে সত্য উদঘাটন, (গ) ভিন্ন দাবি প্রতিষ্ঠা করা, (ঘ) তার মর্যাদা পরীক্ষা।
৭। দোবারা দোষ বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বিধান আছে?
(ক) ৯ ধারা, (খ) ৫১ ধারা, (গ) ১১ ধারা, (ঘ) ১০ ধারা।
৮। এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলার আদালতে স্থানান্তর করতে পারে কোন কর্তৃপক্ষ?
(ক) সংশ্লিষ্ট জেলা জজ, (খ) সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার, (গ) সংশ্লিষ্ট বিচারিক আদালত, (ঘ) হাইকোর্ট বিভাগ।
৯। রিভিশন মামলায় একটি ডিক্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে তা জারির জন্য কোন আদালতে দরখাস্ত করতে হয়?
(ক) হাইকোর্ট বিভাগ, (খ) আপীল আদালত, (গ) জেলা আদালত, (ঘ) ডিক্রি প্রদানকারী আদালত।
১০। নিম্নোক্ত কোন রায়ের বিরুদ্ধে আপীল চলবে না?
(ক) একতরফা ডিক্রি, (খ) দোতরফা ডিক্রি, (গ) পক্ষগণের সম্মতিভিত্তিক ডিক্রি, (ঘ) আরজি নাকচের সিদ্ধান্ত।
১১। সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরানো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত ধরে নিবেন দলিলটি-
(ক) রেজিস্ট্রিকৃত, (খ) সঠিক ব্যক্তির নিকট থেকে এসেছে, (গ) গণ স্বার্থসংশ্লিষ্ট, (ঘ) স্ট্যাম্পযুক্ত।
১২। কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়?
(ক) দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য, (খ) অন্যের নিকট শোনা সাক্ষ্য, (গ) অবস্থাগত সাক্ষ্য, (ঘ) গৌন সাক্ষ্য।
১৩। সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয় কত সালে?
(ক) ১৮৭১ সালে, (খ) ১৮৭৭ সালে, (গ) ১৮৮১ সালে, (ঘ) ১৮৮৭ সালে।
১৪। দণ্ডবিধি প্রণীত হয় কত সালে?
(ক) ১৮৯৮, (খ) ১৮৬০, (গ) ১৮৭০, (ঘ) ১৮৮০।
১৫। দণ্ডবিধি কোন ধরনের আইন?
(ক) Substantive law, (খ) সংস্কারমূলক আইন, (গ) সামাজিক শৃঙ্খলা রক্ষাকারী আইন, (ঘ) পদ্ধতিগত বিষয়ক আইন।
১৬। দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছা জনিত দায় সম্পর্কে বিধান আছে?
(ক) ১০৯ ধারা, (খ) ১৪১ ধারা, (গ) ১৪৯ ধারা, (ঘ) ৩৪ ধারা।
১৭। দণ্ডবিধি অনুসারে কত বছরের কম বয়ষ্ক শিশুর কর্মকাণ্ড শক্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না?
(ক) ৯ বছর, (খ) ১২ বছর, (গ) ৭ বছর, (ঘ) ৮ বছর।
১৮। নিম্নবর্ণিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লিখিত আছে এবং তা mensrea কে নির্দেশ করে?
(ক) Guilty mind, (খ) Criminal mind, (গ) Good faith, Dishonestly.
১৯। দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে?
(ক) মানহানি, (খ) আঘাত, (গ) রাতের বেলায় ঘর ভেঙ্গে অনুপ্রবেশ, (ঘ) রাষ্ট্রদোহিতা।
২০। দণ্ডবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ গঠনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন?
(ক) ৩জন, (খ) ৪ জন, (গ) ৫ জন, (ঘ) ৬ জন।
২১। নিম্নবর্ণিত কোন বিষয়টি নির্ধারণের জন্য আরজিতে দেওয়ানি মামলায় মূল্যমান দেখাতে হয়?
(ক) আদালতের এখতিয়ার, (খ) প্রসেস ফি, (গ) সম্পদের সীমা, (ঘ) প্রদেয় আয়কর।
২২। আরজিতে মামলার কারণ উল্লেখ না কী হবে?
(ক) আরজি ফেরৎ, (খ) আরজি নাকচ, (গ) মামলা খারিজ, (ঘ) মামলা চলবে।
২৩। বিরোধী জমি দুটি জেলায় অবস্থিত হলে তৎসম্পর্কে কোন জেলায় আদালতে মামলা দায়ের করতে হবে?
(ক) যে জেলায় বাদী বাস করে, (খ) তৃতীয় জেলায়, (গ) যে জেলায় বিবাদী বাস করে, (ঘ) দুটি জেলার যে কোনটিতে।
২৪। দেওয়ানি মামলার আরজি উত্থাপিত দাবি সমর্থনকারী দলিলাদি বাদীর দখলে না তাকলে সেগুলির বিষয়ে তার করণীয় কি?
(ক) দলিলের নকল দাখিল, (খ) দলিলের তালিকাসহ দখলদারের নাম দাখিল, (গ) দলিলের তালিকা দাখিল, (ঘ) কিছু করণীয় নাই।
২৫। দেওয়ানি মামলাতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার না করা হলে তার ফল হবে-
(ক) উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য, (খ) তা অস্বীকৃত বলে গণ্য, (গ) তদবিষয়ে পাল্টা সাক্ষ্য দেয়া যাবে, (ঘ) তা প্রমাণিত বলে গণ্য।
২৬। কোনটি রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়?
(ক) জমি, (খ) কোম্পানির শেয়ার, (গ) ব্যাংকের টাকা, (ঘ) জমির ফসল।
২৭। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল কি হতে পারে?
(ক) ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড, (খ) দেওয়ানি কারগারে ৬ মাস আটকাবস্থা, (গ) জরিমানা, (ঘ) কোনটিই না।
২৮। ভুল আদালতে দেওয়ানি মামলা দায়েরের ফল কি?
(ক) মামলা খারিজ, (খ) আরজি নাকচ, (গ) আরজি ফেরৎ, (ঘ) সঠিক আদালতে মামলা স্থানান্তর
২৯। সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
(ক) আপীল, (খ) রিভিশন, (গ) রিট মামলা, (ঘ) কোনটিই নয়।
৩০। দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়ানি মামলা বিষয়ে দেওয়ানি আদালতগুলিকে সাধারণ এখতিয়ার দেয় হয়েছে?
(ক) ২ ধারা, (খ) ৯ ধারা, (গ) ১১ ধারা, (ঘ) ১৫১ ধারা।
৩১। ফৌজদারি কার্যবিধিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সনে অন্তর্ভুক্ত হয়েছে?
(ক) ১৮৯৮ সনে, (খ) ১৯৯৯ সনে, (গ) ২০০৭ সনে, (ঘ) ২০০৮ সনে।
৩২। ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধাণতঃ কত প্রকারে ভাগ করা হয়েছে?
(ক) ৪ প্রকার, (খ) ২ প্রকার, (গ) ৩ প্রকার, (ঘ) ৬ প্রকার।
৩৩। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারে?
(ক) ৫,০০০ টাকা, (খ) ৩,০০০ টাকা, (গ) ১০,০০০ টাকা, (ঘ) ২,০০০ টাকা।
৩৪। যুগ্ম দায়রা জজ ৭ বছরের কারাদণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল করতে হবে?
(ক) দায়রা জজ, (খ) হাইকোর্ট বিভাগ, (গ) স্পেশাল ট্রাইব্যুনাল, (ঘ) স্পেশাল জজ।
৩৫। ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের করতে হবে কোন আদালতে?
(ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, (খ) দায়রা জজ, (গ) হাইকোর্ট বিভাগ, (ঘ) অতিরিক্ত দায়রা জজ।
৩৬। কোনটি পদ্ধতি বিষয়ক আইন নয়?
(ক) দেওয়ানি কার্যবিধি, (খ) সুনির্দিষ্ট প্রতিকার আইন, (গ) সাক্ষ্য আইন, (ঘ) তামাদি।
৩৭। ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারার মামলা নিম্নোক্ত কোন আদালতের আদি এখতিয়ারভুক্ত?
(ক) মুখ্য মহানগর হাকিম, (খ) ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, (গ) দায়রা জজ, (ঘ) জেলা ম্যাজিস্ট্রেট।
৩৮। আপীল বিভাগে মাসদার হোসেন মামলার রায় ঘোষিত হয় কোন সনে?
(ক) ১৯৯৯, (খ) ২০০০, (গ) ২০০১, (ঘ) ২০০৭,
৩৯। নিম্নোক্ত কোন পরিস্থিতি থেকে শান্তিভঙ্গের আশংকা থাকলে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় ক্ষমতা প্রয়োগ করা যাবে?
(ক) গণ উৎপাত, (খ) শ্রমিক অসন্তোষ, (গ) জমির দখলজনিত বিরোধ, (ঘ) পরীক্ষা কেন্দ্রের অসদুপায়।
৪০। ফৌজদারি কার্যবিধীর ১৪৪ ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারণতঃ সর্বোচ্চ কত দিন বলবৎ থাকে?
(ক) ৬ মাস, (খ) ১ বৎসর, (গ) ২ মাস, (ঘ) ৩০ দিন।
৪১। কমপক্ষে কত জন ব্যক্তির অংশগ্রহণে দণ্ডবিধি অনুযায়ী ডাকাতি সংঘটিত হয়?
(ক) ৩ জন, (খ) ৪ জন, (গ) ৫ জন, (ঘ) ৭ জন।
৪২। ‘ক’ এর প্ররোচণায় সরকারি কর্মচারী ‘খ’ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাৎ করেছে। ‘ক’ এর কি শাস্তি হতে পারে?
(ক) কোন শাস্তি হবে না, (খ) ‘খ’ এর সমান শান্তি, (গ) ‘খ’ এর অর্থের শান্তি, (ঘ) ‘খ’ এর দ্বিগুণ শাস্তি।
৪৩। দণ্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত?
(ক) পায়ে রক্তাক্ত জখম, (খ) হাতে জখম, (গ) পিঠে স্থায়ী ক্ষত, (ঘ) দাঁত ভেঙে ফেলা।
৪৪। ১৫ বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে ‘ক’ বিদেশে নিয়ে যায়। দণ্ডবিধি অনুসারে ‘ক’ কোন অপরাধ করেছে?
(ক) অপহরণ, (খ) শিশু পাচার, (গ) বেআইনি আটক, (ঘ) মানব পাচার।
৪৫। কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয়?
(ক) নগদ টাকা, (খ) আসবাব পত্র, (গ) জমি, (ঘ) অলংকার।
৪৬। প্রতারণা এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে?
(ক) ৪২০ ধারা, (খ) ৪১৬ ধারা, (গ) ৪১৫ ধারা, (ঘ) ৪০৬ ধারা।
৪৭। দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে?
(ক) ৬ মাস, (খ) ১ বছর, (গ) ৩ বছর, (ঘ) ৫ বছর।
৪৮। দণ্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না?
(ক) ৩০২ ধারা, (খ) ৩০৩ ধারা, (গ) ৩০৪ ধারা, (ঘ) ৩৯৬ ধারা।
৪৯। ‘ক’ থানায় অভিযোগ করে যে, তার ভাই ‘খ’ একটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে। দণ্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ?
(ক) জালিয়াতি, (খ) প্রতারণা, (গ) অপরাধজনক বিশ্বাসভঙ্গ, (ঘ) কোনটিই নয়।
৫০। দণ্ডবিধি অনুসারে অপহরণ কত প্রকার?
(ক) ২ প্রকার, (খ) ৩ প্রকার, (গ) ৪ প্রকার, (ঘ) ৫ প্রকার।
৫১। বাংলাদেশ বার কাউন্সিল একটি-
(ক) সাংবিধানিক সংস্থা, (খ) সংবিধিবদ্ধ সংস্থা, (গ) নির্বাচিত সংস্থা, (ঘ) সমবায় সমিতি।
৫২। কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের আওতাভুক্ত নয়?
(ক) সনদ প্রদান, (খ) পেশাগত অসদাচরণ, (গ) আইন শিক্ষার উন্নয়ন, (ঘ) আইনগত সহায়তা।
৫৩। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত?
(ক) ১৫ জন, (খ) ১৪ জন, (গ) ১৬ জন, (ঘ) ১৩ জন।
৫৪। একজন আইনজীবীকে আইন পেশা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা যায় কার নিকট?
(ক) আপীল বিভাগ, (খ) অ্যাটর্নি জেনারেল, (গ) হাইকোর্ট বিভাগ, (ঘ) আইন মন্ত্রী।
৫৫। এ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য একজন প্রার্থির ন্যূনতম বয়স কত হবে?
(ক) ১৮ বছর, (খ) ২১ বছর, (গ) ২৫ বছর, (ঘ) ৩০ বছর।
৫৬। ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে একজন আইনজীবী কোন সনদ প্রার্থীকে নবীশ হিসেবে গ্রহণ করতে পারেন?
(ক) ৫ বছর, (খ) ৮ বছর, (গ) ১০ বছর, (ঘ) ১২ বছর।
৫৭। পুলিশের নিকট আসামীর স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে?
(ক) ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, (খ) নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে, (গ) স্বীকারোক্তিমতে আলামত উদ্ধার, (ঘ) স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে।
৫৮। কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য?
(ক) মৃত্যুর কারণ, (খ) সম্পত্তি দান, (গ) পরিচয়, (ঘ) বিবাহ।
৫৯। কোনটি মূল দালিলিক সাক্ষ্য?
(ক) ফটোস্ট্যাট কপি, (খ) কোন বস্তুর ফটোগ্রাফ, (গ) দৈনিক পত্রিকা, (ঘ) সত্যায়িত কপি।
৬০। কোন দলিলটি পাবলিক দলিল?
(ক) প্রকাশিত কবিতা, (খ) প্রকাশিত পত্র, (গ) মামলার আরজি, (ঘ) উইল।
৬১। তামাদির মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে-
(ক) আরজি নাকচ, (খ) আরজি ফেরত, (গ) মামলা খারিজ, (ঘ) কোর্ট ফি বাতিল।
৬২। কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না?
(ক) আপীল, (খ) রিভিশন, (গ) রিভিউ, (ঘ) স্বত্ব ঘোষণা।
৬৩। মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কত দিন?
(ক) ৩ বছর, (খ) ২১ বছর বয়স পর্যন্ত, (গ) ৬ বছর, (ঘ) সাবালকত্ব অর্জন পর্যন্ত।
৬৪। জমির স্বত্ব ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলা দায়েরে তামাদি মেয়াদ কত?
(ক) ৬ মাস, (খ) ৩ বছর, (গ) ৬ বছর, (ঘ) ১২ বছর।
৬৫। কোন কারণে ব্যয়িত সময়কাল আপীল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে?
(ক) আইনজীবী নিয়োগ, (খ) অসুস্থতা, (গ) হাজতবাস, (ঘ) রায়ের নকল সংগ্রহ।
৬৬। কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না?
(ক) চুক্তি বাস্তবায়ন, (খ) নিষেধাজ্ঞা, (গ) স্বত্ব ঘোষণা, (ঘ) আর্থিক ক্ষতিপূরণ।
৬৭। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে?
(ক) স্বত্ব ও দখল, (খ) সীমানা, (গ) দখল ও বেদখল স্বত্ব, (ঘ) স্বত্ব।
৬৮। কলেজের অধ্যক্ষ হিসেবে কোন ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব?
(ক) ৯ ধারা, (খ) ৫৪ ধারা, (গ) ৩২ ধারা, (ঘ) ৪২ ধারা।
৬৯। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে?
(ক) ২ প্রকার, (খ) ৩ প্রকার, (গ) ৪ প্রকার, (ঘ) কোনটিই নয়।
৭০। কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়?
(ক) জমি বিক্রয়ের চুক্তি, (খ) সিনেমায় অভিনয়ের চুক্তি, (গ) রাস্তা নির্মাণের চুক্তি, (ঘ) পরিবহন চুক্তি।
৭১। অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামীর কোন অবস্থাটি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারাবলে আদালত জামিন দিতে পারে?
(ক) আর্থিক অভাব, (খ) নিকটাত্মীয়ের অসুস্থতা, (গ) শিক্ষাগত যোগ্যতা, (ঘ) শারীরিক অক্ষমতা।
৭২। দায়রা জজ নিম্নোক্ত কোন আদেশের বিরুদ্ধে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
(ক) ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশ, (খ) ম্যাজিস্ট্রেটের ডিসচার্জ আদেশ, (গ) অতিরিক্ত দায়রা জজের আদেশ, (ঘ) অপর্যাপ্ত দণ্ডের আদেশ।
৭৩। বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি-
(ক) President’s Order, (খ) Ordinance, (গ) Act, (ঘ) Rules.
৭৪। বাংলাদেশ বার কাউন্সিল গঠনের জন্য গ্রুপ ভিত্তিক নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা কত?
(ক) ৭ জন, (খ) ০৮ জন, (গ) ৯ জন, (ঘ) ১৫ জন।
৭৫। একটি জেলায় এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা স্থানান্তর করতে পারেন-
(ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, (খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, (গ) ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, (ঘ) জেলা ম্যাজিস্ট্রেট।
৭৬। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান পদে আসীন ব্যক্তি হচ্ছেন-
(ক) রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত, (খ) প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত, (গ) নির্বাচিত, (ঘ) পদাধিকারবলে অ্যাটর্নি-জেনারেল।
৭৭। এ্যাডভোকেট সনদের জন্য আবেদনকারী Pupilage Diary তে অন্যূন কয়টি দেওয়ানি মামলার নোট থাকতে হবে-
(ক) ১০টি, (খ) ৫টি, (গ) ৬টি, (ঘ) ১২টি।
৭৮। ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন ব্যক্তি সদাচরণের মুচলেকা দেয়ার আদেশ দিতে পারেন-
(ক) জেলা ম্যাজিস্ট্রেট, (খ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (গ) ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, (ঘ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
৭৯। দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে?
(ক) ২টি, (খ) ৩টি, (গ) ৪টি, (ঘ) ৫টি।
৮০। দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে অনুমোদন প্রয়োজন হয়-
(ক) রাষ্ট্রপতির, (খ) হাইকোর্ট বিভাগের, (গ) আপীল বিভাগ, (ঘ) প্রধানমন্ত্রীর।
৮১। দেওয়ানি কার্যবিধির কোন বিধানে আপীলযোগ্য আদেশগুলির তালিকা আছে?
(ক) ৯৬ ধারা, (খ) আদেশ ৪৩ বিধি ১, (গ) ১০৬ ধারা, (ঘ) আদেশ ৪১ বিধি ১।
৮২। একটি দেওয়ানি মামলায় অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা হবে কোন আদালতে?
(ক) জেলা জজ, (খ) আপীল বিভাগ, (গ) হাইকোর্ট বিভাগ, (ঘ) স্পেশাল জজ।
৮৩। একটি দেওয়ানি আদালত প্রদত্ত রায়ের বিষয়ে রিভিউ মামলা দায়ের করা যায় কোন আদালতে?
(ক) একই আদালত, (খ) হাইকোর্ট বিভাগ, (গ) সমপর্যায়ের অন্য আদালত, (ঘ) আপীল আদালত।
৮৪। দেওয়ানি আদালতের সিদ্ধান্তের বিষয়ে রিভিশন মামলা দায়েরের প্রধান কারণ কি?
(ক) আইনগত ভুল, (খ) সিদ্ধান্ত গ্রহণে ভুল, (গ) ঘটনাগত ভুল, (ঘ) চূড়ান্ত সিদ্ধান্ত।
৮৫। দেওয়ানি কার্যবিধি অনুসারে আরজি নাকচের সিদ্ধান্ত হচ্ছে একটি-
(ক) আদেশ, (খ) প্রাথমিক সিদ্ধান্ত, (গ) ডিক্রি, (ঘ) চূড়ান্ত সিদ্ধান্ত।
৮৬। দেওয়ানি কার্যবিধির ১৫১ ধারায় বর্ণিত আদালতের ক্ষমতাকে বলা হয়-
(ক) বিশেষ ক্ষমতা, (খ) সাধারণ ক্ষমতা, (গ) সহজাত ক্ষমতা, (ঘ) আপীল ক্ষমতা।
৮৭। দেওয়ানি কার্যবিধি অনুসারে ‘প্লিডিং’ অর্থ কী?
(ক) এফিডেভিট, (খ) আরজি বা জবাব, (গ) অভিযোগ, (ঘ) যুক্তিতর্ক।
৮৮। আইনজীবীর মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার আরজিতে কার দস্তখত প্রয়োজন হবে?
(ক) আইনজীবী, (খ) বাদী, (গ) বাদীর প্রতিনিধি, (ঘ) আইনজীবী ও বাদী/ তার প্রতিনিধি
৮৯। আইনজীবীর মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার জবাবের সত্যখ্যান অংশে কার দস্তখত থাকবে?
(ক) আইনজীবী, (খ) যে কোন ব্যক্তি, (গ) আইনজীবীর মোহরার, (ঘ) জবাব বিষয়ে ওয়াকেফহাল ব্যক্তি।
৯০। আরজি সংশোধন করা যাবে-
(ক) ইস্যু গঠনের আগে, (খ) যে কোন পর্যায়ে, (গ) চূড়ান্ত শুনানীর আগে, (ঘ) যুক্তিতর্কের পূর্বে।
৯১। ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধানবলে পুলিশ গ্রেফতারী পরোয়ানা ছাড়া কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
(ক) ১৫৪ ধারা, (খ) ৫৪ ধারা, (গ) ১৬০ ধারা, (ঘ) ১৬৭ ধারা।
৯২। গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে কত ঘণ্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যায়?
(ক) ৪৮ ঘণ্টা, (খ) ৭২ ঘণ্টা, (গ) ২৪ ঘণ্টা, (ঘ) ৩০ ঘণ্টা।
৯৩। FIR এর পূর্ণাঙ্গ শব্দরূপ কোনটি?
(ক) Final Investigation Report, (খ) Final Inquest Report, (গ) First Insection Report, (ঘ) First Information Report.
৯৪। পুলিশি তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে দাখিলকৃত রিপোর্টের প্রচলিত নাম-
(ক) রিলিজ রিপোর্ট, (খ) চার্জ শীট, (গ) ফাইনাল রিপোর্ট, (ঘ) ডিসচার্জ রিপোর্ট।
৯৫। নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দী ফৌজদারি কার্যবিধির কোন ধারার রেকর্ড করেন?
(ক) ১৯০ ধারা, (খ) ২০০ ধারা, (গ) ২০১ ধারা, (ঘ) ২০২ ধারা।
৯৬। নালিশী মামলার সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে কি আদেশ দিতে পারে?
(ক) ওযারেন্ট জারি, (খ) মামলা খারিজ, (গ) আসামী খালাস, (ঘ) আসামী ডিসচার্জ।
৯৭। ফৌজদারি মামলায় আসামী কোন পর্যায়ে ডিসচার্জের আবেদন করতে পারে?
(ক) অপরাধ আমলে নেয়ার তারিখে, (খ) চার্জ গঠনের সময়, (গ) চার্জ গঠনে পর, (ঘ) সাক্ষ্য গ্রহণ শেষে।
৯৮। ফৌজদারি মামলায় চার্ট গঠনের দায়িত্ব কার?
(ক) বাদীর, (খ) সরকারি উকিলের, (গ) কোর্টের, (ঘ) পুলিশের।
৯৯। ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নাই?
(ক) সময়, (খ) স্থান, (গ) আইন, (ঘ) শাস্তি।
১০০। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামীর জামির প্রাপ্তির সুযোগটি-
(ক) মৌলিক অধিকার, (খ) নাগরিক অধিকার, (গ) সাংবিধানিক অধিকার, (ঘ) আইনগত অধিকার।
১-খ | ২-গ | ৩-ক | ৪-গ | ৫-ক | ৬-খ | ৭-গ | ৮-ঘ | ৯-ঘ | ১০-গ |
১১-খ | ১২-খ | ১৩-খ | ১৪-খ | ১৫-ক | ১৬-ঘ | ১৭-ক | ১৮-ক | ১৯-গ | ২০-গ |
২১-ক | ২২-খ | ২৩-ঘ | ২৪-খ | ২৫-ক | ২৬-ঘ | ২৭-খ | ২৮-গ | ২৯-ক | ৩০-খ |
৩১-গ | ৩২-খ | ৩৩-গ | ৩৪-খ | ৩৫-খ | ৩৬-ঘ | ৩৭-ঘ | ৩৮-ক | ৩৯-খ | ৪০-খ |
৪১-গ | ৪২-খ | ৪৩-ঘ | ৪৪-খ | ৪৫-গ | ৪৬-গ | ৪৭-গ | ৪৮-গ | ৪৯-ক | ৫০-ক |
৫১-ক | ৫২-ঘ | ৫৩-ক | ৫৪-গ | ৫৫-খ | ৫৬-গ | ৫৭-গ | ৫৮-ক | ৫৯-খ | ৫০-গ |
৬১-গ | ৬২-ঘ | ৬৩-ঘ | ৬৪-ক | ৬৫-ঘ | ৬৬-ঘ | ৬৭-গ | ৬৮-ঘ | ৬৯-ক | ৭০-খ |
৭১-ঘ | ৭২-খ | ৭৩-ক | ৭৪-খ | ৭৫-ক | ৭৬-ঘ | ৭৭-খ | ৭৮-ক | ৭৯-খ | ৮০-খ |
৮১-খ | ৮২-গ | ৮৩-ক | ৮৪-ঘ | ৮৫-গ | ৮৬-গ | ৮৭-খ | ৮৮-ঘ | ৮৯-ঘ | ৯০-খ |
৯১-খ | ৯২-গ | ৯৩-ঘ | ৯৪-গ | ৯৫-খ | ৯৬-খ | ৯৭-খ | ৯৮-খ | ৯৯-ঘ | ১০০-ঘ |
আইনবিদ ল’ একাডেমী
সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
01711068609 / 01540105088