অ্যাটর্নি-জেনারেল কাকে বলে

 

অ্যাটর্নি-জেনারেল কাকে বলে এবং বাংলাদেশের সকল এটর্নি জেনারেলের তালিকা-

অ্যাটর্নি-জেনারেল (Attorney General) কাকে বলে-

অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এবং সরকারের প্রধান আইন উপদেষ্টা। তিনি সাধারণত সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী হন এবং সরকার কর্তৃক নিযুক্ত হন। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে সংবিধানের ৬৪ অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে।

 

ফৌজদারী কার্যবিধি। ১৮৯৮ এর ধারা ৪(১)(কক) মোতাবেক এটর্নী জেনারেল-

বাংলাদেশের এটর্নী জেনারেল, অতিরিক্ত এটর্নী জেনারেল, ডিপুটি এটর্নী জেনারেল বা সহকারী এটর্নী জেনারেল অথবা সরকারী অ্যাডভোকেট অথবা এই ধরণের দায়িত্ব পালনের উদ্দেশ্যে সরকার কর্তৃক নিযুক্ত কর্মকর্তাকে বুঝায়।

 

যোগ্যতা-

সুপ্রীম কোর্টের বিচারক হইবার যোগ্য যেকোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হওয়ার যোগ্য হিসাবে বিবেচিত।

 

অ্যাটর্নি জেনারেল নিয়োগ-

অ্যাটর্নি জেনারেলকে বাংলাদেশের সংবিধানের ৬৪ নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগদান করেন।

 

অ্যাটর্নি-জেনারেলের কাজ বা দায়িত্ব-

বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ৬৪- রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।

 

১। সরকারকে আইনগত পরামর্শ দেওয়া, যেমন সংবিধান, আইন, আন্তর্জাতিক চুক্তি ইত্যাদি।

২। আদালতের শুনানিতে সরকারের প্রতিনিধিত্ব করা, অর্থাৎ সরকারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে সরকারের প্রতিনিধিত্ব করা। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল আদালতে সরকারের পক্ষে আইনি বিষয়ে বক্তব্য পেশ করা।

৩। রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য আইনি পদক্ষেপ নেওয়া, যেমন আদালতে মামলা করা বা আপিল করা।

 

 

অ্যাটর্নি-জেনারেলের ক্ষমতা-

বাংলাদেশের সকল আদালতে তাঁহার বক্তব্য পেশ করবার অধিকার থাকবে।

 

অ্যাটর্নি-জেনারেলের মেয়াদ-

রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি-জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন।

 

বেতন বা পারিশ্রমিক-

রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন।

 

সকল এটর্নী জেনারেলের তালিকা-

১। এম এইচ খন্দকার      -(২১ জানুয়ারি ১৯৭২- ১৭ ডিসেম্বর ১৯৭২)           – ৩৩১ দিন

২। ফকির শাহাবুদ্দিন আহমেদ     -(১৮ ডিসেম্বর ১৯৭২- ২১ মার্চ ১৯৭৬)      -৩ বছর, ৯৪ দিন

৩। সৈয়দ ইশতিয়াক আহমেদ     -(২২ মার্চ ১৯৭৬- ৬ মে ১৯৭৬)             -৪৫ দিন

৪। খন্দকার আবু বকর     -(১০ মে ১৯৭৬- ১৩ মার্চ ১৯৮৫)           -৮ বছর, ৩০৭ দিন

৫। এম নুরুল্লাহ             (১৪ মার্চ ১৯৮৬  ৬- এপ্রিল ১৯৯০)                   -৪ বছর, ২৩ দিন

৬। রফিক-উল হক        -(৭ এপ্রিল ১৯৯০- ১৭ ডিসেম্বর ১৯৯০)               -২৫৪ দিন

৭। আমিনুল হক            -(১৮ ডিসেম্বর ১৯৯০- ১৩ জুলাই ১৯৯৫)            -৪ বছর, ২০৭ দিন

৮। এম নুরুল্লাহ             -(২৬ জুলাই ১৯৯৫- ২৬ জুন ১৯৯৬)                 -৩৩৬ দিন

৯। কে এস নবী            -(৩১ জুলাই ১৯৯৬- ৩ মে ১৯৯৮)          -১ বছর, ২৭৬ দিন

১০। মাহমুদুল ইসলাম     -(১৬ জুলাই ১৯৯৮- ০৯ অক্টোবর ২০০১) – ৩ বছর, ৮৫ দিন

১১। এ এফ হাসান আরিফ           -(১৪ অক্টোবর ২০০১- ৩০ এপ্রিল ২০০৫)  -৩ বছর, ১৯৮ দিন

১২। এ জে মোহাম্মদ আলী         -(৩০ এপ্রিল ২০০৫- ২৪ জানুয়ারি ২০০৭)  -১ বছর, ২৬৯ দিন

১৩। ফিদা এম কামাল              -(৫ ফেব্রুয়ারি ২০০৭- ১৬ জুলাই ২০০৮)   -১ বছর, ১৬২ দিন

১৪। সালাহউদ্দিন আহমেদ         -(২০ জুলাই ২০০৮- ১২ জানুয়ারি ২০০৯)  -১৭৬ দিন

১৫। মাহবুবে আলম                 -(১৩ জানুয়ারি ২০০৯- ২৭ সেপ্টম্বর ২০২০) -১১ বছর, ২৫৮ দিন

১৬। এ এম আমিন উদ্দিন           -(৮ অক্টোবর ২০২০- ৭ আগস্ট ২০২৪)     -৩ বছর, ৩০৪ দিন

১৭। মোহাম্মদ আসাদুজ্জামান      (৮ আগস্ট ২০২৪- চলমান

 

সংশ্লিষ্ট আইন সমূহ-

বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ৬৪-

ফৌজদারী কার্যবিধি। ১৮৯৮  ধারা ৪(১)(কক):

 

বিস্তারিত তথ্য-

https://attorneygeneral.gov.bd/

 

যেকোন আইনি জটিলতায় আইনগত মতামত ও সহায়তার জন্য যোগাযোগ করুন-

যোগাযোগ

আইনবিদ ল’ প্যালেস

অন-স্টপ লিগ্যাল সলিউশন

সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)

এলএল.বি, এলএল.এম, এমবিএ

চীফ এডভাইজার

কোর্ট চেম্বার- ১৬, কৈলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা।

অথবা

ইভিনিং চেম্বার- রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা

ফোন- 01711068609 / 01540105088

ওয়েবসাইট- www.ainbid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *