বাংলাদেশ সরকার কত ধরনের ট্যাক্স আদায় করে থাকে—
বাংলাদেশ সরকার জনগণের নিকট হইতে সাধারণত নিম্নলিখিত কর বা Tax সমূহ আদায় করে থাকে। যথা-
১। আয়কর (Income Tax)
২। কর্পোরেট ট্যাক্স (Corporate Tax)
৩। পুঁজিবাজারে মূলধন লাভ কর (Capital Gain Tax)
৪। সম্পত্তি কর (Wealth/Property related tax)
৫। উত্তরাধিকার/উপহার কর (Inheritance/Gift Tax
৬। মূল্য সংযোজন কর (VAT – Value Added Tax)
৭। আমদানি/রপ্তানি শুল্ক (Customs Duty)
৮। উৎপাদন শুল্ক (Excise Duty)
৯। পরিবেশ উন্নয়ন কর / সারচার্জ (Surcharge)
১০। সাপ্লিমেন্টারি ডিউটি (SD)
এই সকল ট্যাক্স সমূহ সরকার সাধারণত দুই ভাবে নিয়ে থাকে। যথা-
(১) সরাসরি কর (Direct Tax)-
যে সকল কর করদাতা নিজেই সরাসরি সরকারকে প্রদান করে থাকে তাহাকে সরাসরি কর (Direct Tax) বলা হয়। এই সরাসরি কর (Direct Tax) সমূহ আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যথা-
১। আয়কর (Income Tax), ২। কর্পোরেট ট্যাক্স (Corporate Tax), ৩। পুঁজিবাজারে মূলধন লাভ কর (Capital Gain Tax), ৪। সম্পত্তি কর (Wealth/Property related tax) এবং ৫। উত্তরাধিকার/উপহার কর (Inheritance/Gift Tax) সরকার সরাসরি নিয়ে থাকে।
(২) পরোক্ষ কর (Indirect Tax)-
যেখানে কর ভোক্তার কাছ থেকে পণ্য বা সেবা ব্যবহারের সময় আদায় হয়। যথা-
৭। আমদানি/রপ্তানি শুল্ক (Customs Duty), ৮। উৎপাদন শুল্ক (Excise Duty), ৯। পরিবেশ উন্নয়ন কর / সারচার্জ (Surcharge) এবং ১০। সাপ্লিমেন্টারি ডিউটি (SD) এই ট্যাক্স সমূহ সরকার সরাসরি না নিয়ে ভোক্তার নিকট থেকে নিয়ে থাকে।
যেকোন আইনি জটিলতায় আইনগত মতামত ও সহায়তার জন্য যোগাযোগ করুন-
জাস্টিস ল’ চেম্বার
সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
এলএল.বি, এলএল.এম, এমবিএ
কোর্ট চেম্বার- ১৬, কৈলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা।
অথবা
ইভিনিং- ১২, বিশ্ব সাহিত্য কেন্দ্র রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা।
রেসিডেন্স চেম্বার- রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা
ফোন- 01711068609 / 01540105088
ওয়েবসাইট- www.ainbid.com