দাগ কি ?

ভূমি বা জমির ক্ষেত্রে “দাগ” বলতে বুঝায় জমির একটি নির্দিষ্ট অংশকে, যাহা মৌজা ম্যাপে পৃথকভাবে চিহ্নিত থাকে।

একটি মৌজা ম্যাপ অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে। প্রতিটি খণ্ডকেই দাগ বলা হয়ত। আর এই খণ্ডগুলোর প্রত্যেকটিতে একটি করে ভিন্ন ভিন্ন নম্বর দেওয়া হয়। এই নম্বরকেই দাগ নম্বর বলা হয়।

এই দাগ নম্বরের মাধ্যমে জমির অবস্থান, আয়তন ও সীমানা নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়।

সহজভাবে বলা যায়-

দাগ হলো মৌজা ম্যাপে নির্দিষ্ট জমির সনাক্তকরণ নম্বর।

উদাহরণ:

আপনার জমির দাগ নম্বর ৮৫ হলে। আপনার গ্রামের মৌজা ম্যাপে ৮৫ নম্বর দাগের জমিই আপনার জমি।

এটি হলো মৌজা ম্যাপে জমির খন্ড চিহ্নিত করার নম্বর।

একটি মৌজায় অসংখ্য দাগ থাকতে পারে।

প্রতিটি দাগের পৃথক পৃথক নম্বর থাকে। যেমন: দাগ নং ৮৫, ৮৬, ৮৭ ইত্যাদি)।

দাগ নম্বর ১ থেকে শুরু হয়ে যতগুলো দাগ থাকবে ততগুলো সংখ্যা হবে।

দাগ নম্বর হচ্ছে জমির টুকরো চিহ্নিত করার নম্বর

খতিয়ান নম্বর হচ্ছে জমির মালিকানা নির্ধারণের কাগজের নম্বর।

একটি মৌজায় অসংখ্য খতিয়ান থাকতে পারে।

খতিয়ান নম্বরে লেখা থাকে — কোন ব্যক্তি/পরিবার কোন দাগের কতটুকু জমির মালিক।

খতিয়ান → জমির মালিক/দলিলের হিসাব বোঝায়।

খতিয়ান নম্বর হচ্ছে জমির মালিকানার ডকুমেন্ট নম্বর

ভূমি ও ফ্ল্যাটের সমস্যা সমাধানসহ যেকোন আইনগত উপদেশ ও সহায়তার জন্য যোগাযোগ করুন-

আমাদের আইনি সেবা সমূহ-

(১) দলিল লেখা ও রেজিস্ট্রি,

(২) নামজারি ও মিস কেইস পরিচালনা,

(৩) ট্যাক্স রিটার্ণ প্রস্তুত ও সাবমিট,

(৪) জমি-জমা বা দেওয়ানী মামলা পরিচালনা,

(৫) অপরাধ বা ফৌজদারী মামলা পরিচালনা,

(৬) ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, সিভিল এভিয়েশন লাইসেন্স, পরিবেশ, ফায়ার ও রাজউক অনুমোদন সহ যেকোন ব্যবসায়িক নতুন লাইসেন্স করা ও নবায়নে সহায়তা,

(৭) জমি ও ফ্ল্যাট ক্রয়-বিক্রয় ও ডেভেলপমেন্ট করা।  

যেকোন আইনগত উপদেশ ও সহায়তার জন্য যোগাযোগ করুন-

সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)

কোর্ট চেম্বার- ১৬, কোইলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা

অথবা

ইভনিং চেম্বার- ১২, বিশ্ব সাহিত্য কেন্দ্র রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা

অথবা

রেসিডেন্স চেম্বার- বনশ্রী, রামপুরা, ঢাকা।

মোবাইল-  01540105088/ 01711068609 (Whatsapp)

ওয়েবসাইট- www.ainbid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *