ট্রেড লাইসেন্স করার নিয়ম

বিভিন্ন ধরণের ব্যবসার জন্য ভিন্ন ভিন্ন লাইসেন্স আছে। ব্যবসার ধরণ অনুযায়ী সরকার লাইসেন্স প্রদান করে থাকে। তবে ব্যবসা যে ধরনেরই হোক সকল ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। অর্থাৎ ট্রেড লাইসেন্স ছাড়া কোন ব্যবসা করা আইনত দন্ডনীয়।

 

ট্রেড লাইসেন্স কি-

ট্রেড লাইসেন্স হচ্ছে ব্যবসা করার অনুমতিপত্র যা নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে সরকার সরবরাহ করে থাকে।

 

ট্রেড লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ-

সরকার বিভিন্ন অফিসের মাধ্যমে ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স প্রদান করে থাকে। সাধারণত সিটি কর্পোরেশন এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন অফিস ট্রেড লাইসেন্স প্রদান করে। সিটি কর্পোরেশনের বাহিরের এলাকায় ইউনিয়ন পরিষদ থেকে নিতে হয়।

 

ট্রেড লাইসেন্স এর জন্য যেসকল কাগজপত্র প্রয়োজন-

১। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

২। পাসপোর্ট সাইজের ছবি

৩। অফিস/দোকান ভাড়ার চুক্তিপত্র অথবা মালিকানার দলিল

৩। ট্রেড লাইসেন্স এর জন্য নির্ধারিত ফি পরিশোধের ব্যাংক চালান

 

ট্রেড লাইসেন্স পাওয়ার পদ্ধতি-

উপরোক্ত কাগজপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট অফিসে জমা দিয়ে ট্রেড লাইসেন্স পাওয়া যায়। তবে বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় অনলাইনে ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করে অনলাইনে ফি প্রদান করে অনলাইনই ট্রেড লাইসেন্স পাওয়া যায়।

 

ট্রেড লাইসেন্স এর নির্ধারিত ফি-

ট্রেড লাইসেন্স এর জন্য সাধারণত দুই ধরণের ফি প্রদান করতে হয়। যথা-

১। ব্যবসায়ের ধরণ অনুযায়ী নির্ধারিত ফি

২। সাইনবোর্ডের আকার অনুযায়ী নির্ধারিত ফি

“সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬” নামে একটি গেজেট রয়েছে। বর্তমানে বাংলাদেশে এই গেজেট অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকার ট্রেড লাইসেন্স ফি নির্ধারিত হয়। এই গেজেটে বিভিন্ন ধরণের ব্যবসার জন্য ভিন্ন ভিন্ন ফি উল্লেখ করা রয়েছে। সিটি কর্পোরেশনের বাহিরে এলাকাভেদে ফি আলাদা হয়ে থাকে।

 

ট্রেড লাইসেন্স প্রাপ্তিতে কোন জটিলতা সৃষ্টি হলে কিংবা জটিল মনে হলে আমাদের সহায়তা নিতে পারেন।

 

যোগাযোগ-

মহীউদ্দীন এন্ড এসোসিয়েটস

সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)

ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা অথবা

রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা।

01540-105088 / 01711-068609

ainbid.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *