আইন উপদেষ্টা ও প্যানেল আইনিজীবীর পার্থক্য

আইন উপদেষ্টা এবং প্যানেল আইনজীবী দুইটি ভিন্ন পদ। এই দুইটি পদের কাজ একই রকম মনে হলেও উভয়ের কাজের ধরন ভিন্ন। আইন উপদেষ্টা এবং প্যানেল আইনজীবী, নিয়োগের ক্ষেত্রে এবং দায় দায়িত্বের ক্ষেত্রে পার্থক্য রয়েছে।

সহজ ভাষায় আইন উপদেষ্টা হলেন একজন পরামর্শদাতা। আর প্যানেল আইনজীবী হলেন আদালতে মামলা পরিচালনা করেন।

.

আইন উপদেষ্টা-

আইন উপদেষ্টার কাজ প্রকৃতপক্ষে অফিসের ভিতরে। তারা চুক্তিপত্র (Contract) যাচাই বাছাই, আইনগত মতামত প্রদান, নোটিশ ড্রাফটিং ও প্রতিষ্ঠানকে আইনি ঝুঁকি হতে রক্ষা করার জন্য আগ্রিম পরামর্শ প্রদান করেন।

প্যানেল আইনজীবী-

প্যানেল আইনজীবীগণের কাজ সাধারনত আদালতে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা হলে কিংবা প্রতিষ্ঠান কারও বিরুদ্ধে মামলা করতে চাইলে, প্যানেল আইনজীবীগণ আদালতের ভেতরে মামলার শুনানি এবং আইনি লড়াই পরিচালনা করে থাকে।

.

আইন উপদেষ্টা-

সাধারণত কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান একজন বা একদল আইনজীবীকে মাসিক রিটেইনার (Retainer) বা সম্মানীর (Honourium) ভিত্তিতে বা স্থায়ী কর্মী হিসেবে আইন উপদেষ্টা নিয়োগ করেন।

প্যানেল আইনজীবী-

কোনো কোম্পানী, ব্যাংক, বীমা অথবা সরকারি প্রতিষ্ঠানগুলো অভিজ্ঞ আইনজীবীদের একটি তালিকা বা ‘প্যানেল’ তৈরি করে রাখে। এদেরকে প্যানেল আইনজীবী বলা হয়। কোনো মামলা হলে প্যানেল আইনজীবীর তালিকা থেকে কাউকে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

.

আইন উপদেষ্টা-

আইন উপদেষ্টাদের বেশির ভাগ সময় অতিবাহিত হয় প্রতিষ্ঠানের বোর্ড মিটিং বা অফিসে।

প্যানেল আইনজীবী-

প্যানেল আইনজীবীদের কর্মস্থল হলো আদালত বা কোর্ট রুম। তারা প্রয়োজন ছাড়া প্রতিষ্ঠানের বা ক্লায়েন্টের অফিসে আসেন না।

.

আইন উপদেষ্টা-

আইন উপদেষ্টাগণ সাধারণত প্রতি মাসে একটি নির্দিষ্ট ফি পেয়ে থাকে। কাজ কম বা বেশি যাই হোক, পারিশ্রমিক নির্ধারিত থাকে।

প্যানেল আইনজীবী-

প্যানেল আইনজীবীগণ সাধারণত মামলা ভিত্তিক ফি পান। অর্থাৎ, যতগুলো মামলা লড়বেন, ততগুলো বিল সাবমিট করে টাকা পান।

.

যেকোন আইনগত উপদেশ ও সহায়তার জন্য যোগাযোগ করুন-

আইনি সেবা, শিক্ষা ও গবেষণা কেন্দ্র

সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)

কোর্ট চেম্বার- ২/১, কোর্ট হাউজ স্ট্রিট, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা

অথবা

রেসিডেন্স/ইভনিং চেম্বার- ব্লক-এ, রোড-৫, বনশ্রী, রামপুরা, ঢাকা

মোবাইল-  01540105088/ 01711068609 (Whatsapp)

ওয়েবসাইট- www.ainbid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *