চলমান মামলায় আদালতে সময়ের আবেদন (Time Petition):
মোকামঃ বিজ্ঞ ১ম যুগ্ম জেলা জজ আদালত, ঢাকা।
দেঃ মোঃ নং ১৫৫/২০২৪
আব্দুল কারিম ————————————————— বাদী।
-বনাম-
আব্দুর রহিম গং ————————————————- বিবাদী।
বিষয়ঃ বাদী পক্ষে সময়ের আবেদন।
অত্র মোকদ্দমার বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে,
১। অত্র মোকদ্দমাটি অদ্য বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে।
২। অত্র মোকদ্দমার বাদী আব্দুর রহিম একজন সরকারি চাকুরিজীবী। তিনি তাহার অফিস হইতে ছুটি না পাওয়ায় তার পক্ষে অদ্য অত্র বিজ্ঞ আদালতে উপস্থিত হইয়া সাক্ষ্য প্রদান করা সম্ভবপর হইতেছে না। বিধায় অদ্যকার সাক্ষ্য গ্রহণ মূলতবী করতঃ বাদী পক্ষে সময় মঞ্জুর করিয়া উহা গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য্য করিয়া এক আদেশ হওয়া আবশ্যক। অন্যথায় বাদী পক্ষের অপূরণীয় ক্ষতি হইবে।
অতএব সবিনয় প্রার্থনা এই যে, উপরোল্লিখিত বর্ণিত কারণাধীনে ন্যায়বিচারের স্বার্থে বাদী পক্ষে সময় মঞ্জুর করিয়া এক বিহীত আদেশ দানে জনাবের মর্জি হয়। ইতি,
তাং ০৮-০৯-২০২৪ ইং