About Us

আইনবিদ বা www.ainbid.com একটি আইন ভিত্তিক ওয়েবসাইট যার মাধ্যমে সমাজের সর্বস্তরের লোকজন বিনামূল্যে বিভিন্ন তথ্য ও আইনি পরামর্শ পেয়ে থাকে। 


 


আইনি সেবা- 


“জাস্টিস ল’ চেম্বার” বাংলাদেশের একটি স্বনামধন্য ল’ ফার্ম। এর ফার্মের বিজ্ঞ আইনজীবীগণ অত্যন্ত দক্ষতা ও আস্থার সাথে আইনি সেবা প্রদান করে থাকে। উপযুক্ত সম্মানীর মাধ্যমে সকল ধরণের আইনি সয়াহতা পেতে পারেন জাস্টিস ল’ চেম্বার এর মাধ্যমে। 


 


আইন শিক্ষা- 


“আইনবিদ ইন্সটিটিউট” বাংলাদেশের একটি স্বনামধন্য আইন প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র। এই গবেষণা কেন্দ্রে অত্যন্ত সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বার কাউন্সিল ও জুডিশিয়ারী পরীক্ষার্থী সহ সকল আইন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে গড়ে তুলছে। এছাড়াও এই কেন্দ্রে জাতীয় ও আন্তর্জাতিক মানের গবেষণা কার্য পরিচালনা করা হয়।  


 


প্রতিষ্ঠাতা-   


এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জনাব এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)। তাহার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সমূহ হচ্ছে-


১। জাস্টিস ল’ চেম্বার, (একটি বিখ্যাত ল’ ফার্ম)


২। আইনবিদ ইন্সটিটিউট, (একটি শিক্ষা ও গবেষণা কেন্দ্র, এছাড়াও আইনজীবী তালিকাভুক্তি ও জজ নিয়োগ পরীক্ষার জন্য একটি আদর্শ প্রশিক্ষণ কেন্দ্র) 


৩। আইন শিক্ষার ইউটিউব চ্যানেল – https://www.youtube.com/@ainbid  


৪। আইন শিক্ষার ফেইসবুক পেইজ – https://www.facebook.com/ainbidinstitute


 


এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)- 


এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির) ১৯৭৭ সালে মাদারীপুর জেলার অন্তর্গত রাজৈর উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে এলএল.বি, এলএল.এম এবং এমবিএ ডিগ্রীসহ বিভিন্ন উচ্চমান ডিগ্রী অর্জন করেছেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত আইনজীবী। তিনি জমি-জমা ও ফ্ল্যাট সংক্রান্ত  বিষয়ে বিশেষভাবে অভিজ্ঞ। এছাড়াও তিনি দেওয়ানী, ফোউজদারী, ট্যাক্স রিটার্ণ ও কোম্পানীর মামলা পরিচালনা, দলিল রেজিস্ট্রেশন ও নামজারি সহ যেকোন ধরণের আইনি সহায়তা অত্যন্ত আন্তরিকতার সহিত করে থাকেন।   


 


এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির) বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকায় একজন সৎ ও নিষ্ঠাবান আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি জনঅধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। আইনজীবী হিসেবে মুহাম্মদ মহীউদ্দীন (শিশির) আইনের মাধ্যমে সমাজসেবা ও মানবাধিকারের পক্ষে কাজ করেন।  তিনি আইনকে কেবল আদালতে সীমাবদ্ধ না রেখে, বরং এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসাবে প্রয়োগে সর্বদা সচেষ্ট থাকেন।


 


যেকোন আইনি পরামর্শ, সহায়তা ও মামলা-মোকদ্দমা পরিচালনার জন্য যোগাযোগ করুন


 


যোগাযোগ-

জাস্টিস ল’ চেম্বার

এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)


এলএল.বি, এলএল.এম, এম.বি.এ


এডভোকেট


১৬, কৈলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা।


অথবা


রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা।


01711068609 / 01540105088


ওয়েবসাইট- www.ainbid.com