আইনবিদ বা www.ainbid.com একটি আইন ভিত্তিক ওয়েবসাইট যার মাধ্যমে সমাজের সর্বস্তরের লোকজন বিনামূল্যে বিভিন্ন তথ্য ও আইনি পরামর্শ পেয়ে থাকে।
আইনি সেবা-
“আইনবিদ ল’ প্যালেস” বাংলাদেশের একটি স্বনামধন্য ল’ ফার্ম। এর ফার্মের বিজ্ঞ আইনজীবীগণ অত্যন্ত দক্ষতা ও আস্থার সাথে আইনি সেবা প্রদান করে থাকে। উপযুক্ত সম্মানীর মাধ্যমে সকল ধরণের আইনি সয়াহতা পেতে পারেন আইনবিদ ল’ প্যালেস এর মাধ্যমে।
আইন শিক্ষা-
“আইনবিদ ল’ একাডেমী” বাংলাদেশের একটি স্বনামধন্য ল’ একাডেমী। অত্র একাডেমী অত্যন্ত সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বার কাউন্সিল ও জুডিশিয়ারী পরীক্ষার্থীদের শিক্ষা দিয়ে যোগ্য করে গড়ে তুলছে।
প্রতিষ্ঠাতা-
এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জনাব এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)। তাহার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সমূহ হচ্ছে-
১। আইনবিদ ল’ প্যালস, (একটি বিখ্যাত ল’ ফার্ম)
২। আইনবিদ ল’ একাডেমী, (আইনজীবী তালিকাভুক্তি ও জজ নিয়োগ পরীক্ষার জন্য একটি আদর্শ একাডেমী)
৩। আইন শিক্ষার ইউটিউব চ্যানেল – https://www.youtube.com/@ainbid
৪। আইন শিক্ষার ফেইসবুক পেইজ – https://www.facebook.com/ainbidacademy
এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)-
এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির) মাদারীপুর জেলার একজন কৃতি সন্তান। তিনি বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে এলএল.বি, এলএল.এম এবং এমবিএ ডিগ্রী অর্জন করেছেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত আইনজীবী। তিনি জমি-জমা ও ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে অভিজ্ঞ। এছাড়াও তিনি ট্যাক্স রিটার্ণ সাবমিট, দেওয়ানী ও ফৌজদারী মামলা পরিচালনা, দলিল রেজিস্ট্রেশন ও নামজারি সহ যেকোন ধরণের আইনি সহায়তা অত্যন্ত আন্তরিকতার সহিত করে থাকেন।
এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির) বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকায় একজন সৎ ও নিষ্ঠাবান আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি জনঅধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। আইনজীবী হিসেবে মুহাম্মদ মহীউদ্দীন (শিশির) আইনের মাধ্যমে সমাজসেবা ও মানবাধিকারের পক্ষে কাজ করেন। তিনি আইনকে কেবল আদালতে সীমাবদ্ধ না রেখে, বরং এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসাবে প্রয়োগে সর্বদা সচেষ্ট থাকেন।
যেকোন আইনি পরামর্শ, সহায়তা ও মামলা-মোকদ্দমা পরিচালনার জন্য যোগাযোগ করুন
যোগাযোগ-
এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
এলএল.বি, এলএল.এম, এম.বি.এ
এডভোকেট
১৬, কৈলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা।
অথবা
রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা।
01711068609 / 01540105088
ওয়েবসাইট- www.ainbid.com