আইনবিদ লিগ্যাল সলিউশন
“আইনবিদ লিগ্যাল সলিউশন” বাংলাদেশের একটি বিখ্যাত ল’ ফার্ম এবং ল’ একাডেমী। ন্যায়বিচার প্রতিষ্ঠায় অত্র প্রতিষ্ঠানটি সদা সচেষ্ট। এই প্রতিষ্ঠানের বিজ্ঞ আইনজীবিগণ তাদের সম্মানিত ক্লায়েন্টগণের বৈধ অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করছে।
“আইনবিদ লিগ্যাল সলিউশন” এ রয়েছে দেশ বরেণ্য এবং খ্যাতিমান আইনজীবি প্যানেল যারা পেশাগতভাবে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। দীর্ঘ পেশাগত পথ পরিক্রমায় তারা সফল ব্যক্তি। এই অভিজ্ঞ আইনজীবীবৃন্দ দায়িত্বশীলতার সাথে নিম্নলিখিত আইনি সহায়তাসহ সকল ধরণের আইনগত সহায়তা প্রদান করে থাকে-
আমাদের সেবাসমূহ
১। সকল ধরণের দলিল লেখা ও রেজিস্ট্রি করা হয়।
২। ভূমি বা ফ্লাট এর নামজারী ও মিস কেইস পরিচালনা করা হয়।
৩। জমি-জমা কিংবা অপরাধ সংক্রান্ত মামলা পরিচালনা করা হয়।
৪। রাজউক ও হাউজিং কর্তৃপক্ষের অনুমোদন সংক্রান্ত কাজ।
৫। বাড়ী নির্মাণ ও ডিজাইন কনসালটেন্সি।
৬। সংযোগ ও ইউটিলিটি সংক্রান্ত কাজ।
৭। রিয়েল এস্টেট এজেন্ট (লেটিং এন্ড প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিস)।
৮। ব্যবসায়িক নিবন্ধন বা লাইসেন্স সংক্রান্ত কাজ।
৯। ট্যাক্স ও ভ্যাট রিটার্ন প্রস্তুত ও সাবমিট করা হয়।
১। ভূমির নামজারী, দলিল রেজিস্ট্রেশন ও দলিল লিখন সংক্রান্ত কাজ
- জমি/ ফ্ল্যাটনামজারী (মিউটেশন), জমা খারিজ, খাজনা হাল নাগাদ সংক্রান্ত কাজ।
- সার্টিফাইডপর্চাবা খতিয়ান, মৌজা ম্যাপ উত্তোলন।
- সরকারীবরাদ্দবা লিজ নেয়া জমির ক্ষেত্রে মেয়াদ শেষে পুন: নবায়ন।
- বিক্রয় দলিল, বায়নাচুক্তি,আমমোক্তার নামা, সংশোধন দলিল, ঘোষণা দলিল ও মর্টগেজসহ যাবতীয় ধরনের দলিল লিখন ও রেজিস্ট্রেশন।
২। ব্যবসায়িক নিবন্ধন সংক্রান্ত কাজ
- ট্রেডলাইসেন্স,ড্রাগ লাইসেন্স, সিভিল এভিয়েশন/ ট্রাভেল এজেন্সী লাইসেন্স, পরিবেশ, ফায়ার, বিএসটিআই লাইসেন্স সহ যেকোন ব্যবসায়িক লাইসেন্স,
- লিমিটেডকোম্পানী, অংশিদারি কোম্পানী, সমিতি, ফাউন্ডেশন, ট্রাস্ট বা এনজিও ইত্যাদি রেজিস্ট্রেশন।
৩। ভূমি, ফ্লাট বা যেকোন অপরাধ সংক্রান্ত আইনি সহযোগিতা
- দেওয়ানী, ফৌজদারী, শ্রম আদালত, কোম্পানী এবং মিসকেইসদায়ের ও পরিচালনা।
- সরকারকর্তৃকএকোয়ারকৃত সম্পত্তির টাকা উত্তোলনে সহযোগিতা।
- জমিজমা বা ফ্লাট সংক্রান্ত যেকোন দেওয়ানী বা ফৌজদারী মামলা দায়ের ও পরিচালনা।
- সর্বশেষজরিপেজমির মূল মালিকের নাম রেকর্ডে ভুল হলে আইনি পরামর্শ দেয়া হয়।
- ব্যাংকলোনের জন্য জমি / ফ্ল্যাটের কাগজপত্রাদি হালনাগাদসহ লোন প্রসেসিং এ সহযোগিতা।
- জায়গা-জমিক্রয়-বিক্রয়ের পূর্বে ক্লিয়ারেন্সঅপিনিয়ন (মতামত) দেয়া হয়।
৪। রাজউক ও হাউজিং কর্তৃপক্ষের অনুমোদন সংক্রান্ত কাজ
- হাউজিংওরাজউক হইতে নামজারী অনুমতি, বিক্রয় অনুমতি, বন্ধকের অনুমতি সংক্রান্ত কাজ।
- বাড়ীরপ্ল্যানপাশের জন্য বিভিন্ন সংস্থা থেকে ছাড়পত্র।
- রাজউকহইতেপ্ল্যান পাশ (নকশা অনুমোদন) সংক্রান্ত কাজ।
৫। বাড়ী নির্মান ও ডিজাইন কনসালটেন্সি
- জমিরডিজিটাল সার্ভে ও সয়েল টেস্ট করানো হয়।
- বাড়ীতৈরীতেআর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, মেকানিক্যাল, ইলেকট্রিকেল ড্রয়িং করা হয়।
- বাড়ীরথ্রি-ডি ব্রুশিয়ার তৈরী, এনিম্যাশন জাতীয় কাজে সহযোগিতা করা হয়।
- বাড়ীতৈরীতেদক্ষ জনবল নিয়োগ সহ সকল কাজের দায়িত্ব নেয়া হয়।
- বাড়ীতৈরীতে কস্টিং এবং ইস্টিমেট (ফেইজ অনুযায়ী খরচের হিসাব) তৈরী করে দেয়া হয়।
- হাউজিংকোম্পানীরজমি ভরাটের পর মাটি লেভেলিং ও প্লটিং করার সহযোগিতা করা হয়।
- ডেভেলপারহিসাবেযৌথ মালিকানার ভিত্তিতে বাড়ী নির্মাণ করা হয়।
৬। সংযোগ ও ইউটিলিটি সংক্রান্ত কাজ
- গ্যাস, বিদ্যুত, পানির নতুনসংযোগও বর্ধিতকরণসহ সকল ধরনের ইউটিলিটি স্থাপন।
৭। রিয়েল এস্টেট এজেন্ট (লেটিং এন্ড প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিস)
- জমিএবংবাড়ী ব্যবস্থাপনায় সহযোগিতা করা হয়।
- জমিএবংবাড়ী কেনা বেঁচায় সহযোগিতা করা হয়।
৮। ট্যাক্স বা ভ্যাট সংক্রান্ত কাজ
- ব্যক্তিগত ট্যাক্সরিটার্ণ প্রস্তুত, জমাদান এবং অডিট নিষ্পত্তিতে সহযোগিতা করা হয়।
- কোম্পানীর অডিট ও ট্যাক্সরিটার্ণ সাবমিটে সহযোগিতাকরা হয়।
- ভ্যাট নিবন্ধন, ফাইল প্রস্তুত ও জমাদান।
আইনবিদ লিগ্যাল সলিউশন
জমি-জমার মামলা, অপরাধের মামলা, আয়কর, ভ্যাট ও কোম্পানী সলিউশন
সার্বিক পরিচালনায়: এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
১৬, কৈলাষঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা।
অথবা
রোড-৫, ব্লক- এ, বনশ্রী, রামপুরা, ঢাকা
01540-105088 / 01711-068609
ainbid.com
We are committed to establish legal right and justice.
Your rental starts here, any time.
Rental that won’t break the bank, for all needs.
nissan qashqai rent a car nissan qashqai rent a car .
Secrets of Longevity, machines, to prevent breakdowns.
importance of preventive maintenance in healthcare https://i-repairing.com/comparing-car-rental-options-finding-the-best-deal/ .
Inspecting a Home Before Renting, for your convenience.
what to expect when renting http://www.rentingforholidays.com/a-guide-to-repairing-computer-hardware-and-equipment/ .
Enhanced by promotional offers, users can maximize their potential returns with the 1win app.
1win app apk 1win app apk