Bar Council MCQ Model Test-1 [The Code of Civil Procedure]

আইনবিদ ল’ একাডেমী

মোবাইল: 01711-068609 / 01540-105088

The Code of Civil Procedure

Ful marks: 100, Full Time: 1.00 hour

[উত্তর পত্রে সঠিক ঘর পূরণ করুন। প্রতি ৪ টি ভুলের জন্য ১ নম্বর বিয়োগ হইবে।]

১. দেওয়ানী কার্যবিধি কোন প্রকৃতির বা ধরণের আইন ?

ক। মূল আইন,   খ। পদ্ধতিগত আইন,   গ। মূল আইন ও পদ্ধতিগত আইনের সংমিশ্রন,  ঘ। নিছক পদ্ধতিগত আইন।

২. দেওয়ানি কার্যবিধিতে কতগুলো ধারা (Section) আছে?

ক। ১৫৭ টি     খ। ১৫৮ টি    গ। ২৫৮ টি     ঘ।  ২৫৯ টি

৩. দেওয়ানি কার্যবিধিতে কতগুলো আদেশ ((Order) আছে?

ক। ৫১ টি,  খ। ৫২ টি,  গ। ৫৩ টি,  ঘ।  ৫৪ টি.

৪. সর্বপ্রথম কোন সালে দেওয়ানী আইন জারী হয়/ সর্বপ্রথম কখন সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়?

ক। ১৮৮৭ সালে ,  খ। ১৮৭৭ সালে,  গ। ১৮৫৯ সালে,  ঘ।  ১৯০৮ সালে.

৫. দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ কার্যকর হয় কত সালে?

ক। ১লা জানুয়ারী ১৯০৮ সালে, খ। ১লা জানুয়ারী ১৯০৯ সালে, গ। ১লা জানুয়ারী ১৯১০ সালে, ঘ। ১লা জানুয়ারী ১৯১১ সালে।

৬. দেওয়ানি কার্যবিধির আদেশসমূহ সংশোধন করিতে পারে –

ক। পার্লামেন্ট,  খ। সুপ্রিম কোর্ট,  গ। হাইকোর্ট বিভাগ,  ঘ।  ক ও গ উভয়।

৭. ধারা এবং বিধির মধ্যে অসামঞ্জস্য দেখা দিলে কোনটি বহাল থাকিবে ?

ক। ধারা,  খ। আদেশ,  গ। বিধি,  ঘ।  ক ও খ উভয়।

৮. আদেশ ও বিধি কোন তফসীলে আছে ?

ক। প্রথম তফসীলে,   খ। দ্বিতীয় তফসীলে,  গ। তৃতীয় তফসীলে,  ঘ।  চতুর্থ তফসীলে।

৯. দেওয়ানি কার্যবিধি কোন সালের কত নম্বর আইন ?

ক। ১৯০৮ সালের ৫ নং আইন, খ।  ১৯০৯ সালের ৫ নং আইন, গ। ১৯০৮ সালের ৭ নং আইন, ঘ।  ১৮৫৯ সালের ৬ নং আইন।

১০. ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি পাশ হওয়ার পূর্বে কোন সালের দেওয়ানি কার্যবিধি প্রচলিত ছিল ?

ক। ১৮৫৯ সালে,  খ। ১৮৭৮ সালে,  গ। ১৮৮২ সালে,  ঘ।  ১৯০৮ সালে।

১১. দেওয়ানি কার্যবিধিতে বৈধ প্রতিনিধি (Legal representative) এর সংজ্ঞা কত ধারায় ?

ক। ২(২) ধারায়,   খ। ২(১১) ধারায়,  গ। ২(১২) ধারায়,  ঘ।  ২(১৪) ধারায়।

১২. একজন সরকারি কর্মচারী তাহার চাকুরিজনিত কোন বিষয়ে কোন আদালতে মোকদ্দমা দায়ের করিবে?

ক। দেওয়ানী আদালত (Civil Court), খ। ফৌজদারী আদালত (Criminal Court),

গ। প্রশাসনিক ট্রাইবুনাল (Administrative Tribunal),  ঘ।  শ্রম আদালত (Labour Court)।

১৩. কোন ব্যাংক কোন ঋণের অর্থ আদায়ের জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে কোন আদালতে মোকদ্দমা দায়ের করিবে?

ক। জেলা জজ আদালত (District Judge Court),  খ। যুগ্ম জেলা জজ ও অর্থ ঋণ আদালত,

গ। প্রশাসনিক ট্রাইবুনাল (Administrative Tribunal),  ঘ।  শ্রম আদালত (Labour Court)।

১৪. দেওয়ানী কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন ?

ক। নিছক পদ্ধতিগত আইন, খ। নিছক পদ্ধতিগত আইন নহে, গ। মূল আইন ও পদ্ধতিগত আইনের সমন্বয়, ঘ।  নিছক মূল আইন।

১৫. কোনটি মূল আইন (Substantive Law) ?

ক। দেওয়ানী কার্যবিধি,  খ। ফৌজদারী কার্যবিধি,  গ। সাক্ষ্য আইন,  ঘ।  দন্ডবিধি।

১৬. দেওয়ানী আদালতের এখতিয়ার বহির্ভূত মামলা কোনটি ?

ক। রাজস্ব সম্পর্কিত মামলা, খ। ফৌজদারী মামলা, গ। বিশেষ আইন দ্বারা বারিত মামলা, ঘ।  ‘ক’, ‘খ ও ‘গ -এ বর্ণিত সবগুলি।

১৭. সর্বপ্রথম কোন সালে দেওয়ানী আইন জারি হয় / সর্বপ্রথম কখন সিভিল কোর্ট সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয় ?

ক। ১৮৫৯ সালে,   খ। ১৮৭৮ সালে,   গ। ১৮৮২ সালে,   ঘ। ১৯০৮ সালে।

১৮. কোন আইন দ্বারা দেওয়ানী আদালতসমূহ এবং উহাদের আর্থিক এখতিয়ার প্রতিষ্ঠিত হয় ?

ক। ১৮৫৯ সালের দেওয়ানি কার্যবিধি, খ। ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি, গ। The Civil Court Act, 1887, ঘ। বাংলাদেশের সংবিধান।

১৯. দেওয়ানী কার্যবিধির ধারা ও আদেশের মধ্যে বিরোধ দেখা দিলে কোনটির প্রাধান্য পাইবে ?

ক। ধারা (Section),   খ। আদেশ (Order),   গ। ‘ক’ ও ‘খ’ উভয়টি,   ঘ। কোনটি না।

২০. দরখাস্তের (Petition) দ্বারা যে সকল অভিযোগ আদালতে দাখিল করা হয়, তাহাকে বলা হয়-

ক। মামলা/মোকদ্দমা (Suit),   খ। বিবিধ মামলা (Misc Case),   গ। আপীল,   ঘ। বিবিধ আপীল।

২১. নিম্ন আদালতের ডিক্রির বিরুদ্ধে উচ্চ আদালতে আপত্তি দাখিল করাকে বলা হয়-

ক। মামলা/মোকদ্দমা (Suit),  খ। বিবিধ মামলা (Misc Case),  গ। আপীল,  ঘ। বিবিধ আপীল।

২২. নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপত্তি দাখিল করাকে বলা হয়-

ক। মামলা/মোকদ্দমা (Suit),   খ। বিবিধ মামলা (Misc Case),   গ। আপীল,   ঘ। বিবিধ আপীল।

২৩. জজ বা বিচারক যখন বিচারকার্য পরিচালনা করেন তখন তাহাকে বলা হয়-

ক। আদালত (Court),  খ। জজ (Judge),  গ। হাইকোর্ট,  ঘ। ট্রাইবুনাল (Tribunal)।

২৪. দেওয়ানী কার্যবিধির সর্বোচ্চ বিধি সম্বলিত আদেশ কোনটি ?

ক। ২১ আদেশ,  খ। ৪২ আদেশ,  গ। ৫০ আদেশ,  ঘ। ‘খ’ ও ‘গ’।

২৫. দেওয়ানী কার্যবিধির সর্বনিম্ন বিধি সম্বলিত আদেশ কোনটি ?

ক। ২১ আদেশ,  খ। ৪২ আদেশ,  গ। ৫০ আদেশ,  ঘ। ‘খ’ ও ‘গ’।

২৬. ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি পাশ হওয়ার পূর্বে দেওয়ানী কার্যবিধিতে মোট কতটি ধারা ছিল ?

ক। ১৫৮ টি,  খ। ৫৬৫ টি,  গ। ৬৫৩ টি,  ঘ। ১৫৫ টি।

২৭. দেওয়ানী কার্যবিধিতে Code এর সংজ্ঞা কত ধারায় ?

ক। ২(১) ধারা,  খ। ২(২) ধারা,  গ। ২(৩) ধারা,  ঘ। ২(৪) ধারা ।

২৮. বিচারক বা জজ (Judge)  বলিতে বুঝায়-

ক। বাদী কর্তৃক নিযুক্ত অফিসার,  খ। সরকার কর্তৃক নিযুক্ত অফিসার ,  গ। দেওয়ানী আদালতের প্রিজাইডিং অফিসার,  ঘ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

২৯. দেওয়ানী কার্যবিধিতে বিচারক বা জজ (Judge) এর সংজ্ঞা কত ধারায় ?

ক। ২(৬) ধারা,  খ। ২(৭) ধারা,  গ। ২(৮) ধারা,  ঘ। ২(৯) ধারা ।

৩০. যে ব্যক্তি অপরের পক্ষে আদালতে উপস্থিত হওয়ার এবং যুক্তিতর্ক পেশ করার অধিকারী, তাহাকে কি বলা হয় ?

ক। Advocate,  খ। উকিল (Pleader) ,  গ। মহুরী ,  ঘ। পেশকার।

৩১. দেওয়ানী কার্যবিধিতে উকিল (Pleader) এর সংজ্ঞা কত ধারায় ?

ক। ২(২) ধারা,   খ। ২(১১) ধারা,   গ। ২(১৫) ধারা,   ঘ। ২(১৮) ধারা ।

৩২. দেওয়ানী কার্যবিধির বিধিমালা কে প্রণয়ন করিতে পারে ?

ক। বাংলাদেশ সুপ্রিম কোর্ট,    খ। রাষ্ট্রপতি,  গ। প্রধানমন্ত্রী,  ঘ। আইনমন্ত্রনালয় ।

৩৩. The Code of Civil Procedure, 1908 এর Section 2(8) এর বিধান অনুসারে Judge অর্থ কি ?

ক। Assistant Judge, খ। Joint District Judge, গ। District Judge, ঘ। Presiding officer of a ciivl court.

৩৪. দেওয়ানী কার্যবিধির প্রথম তফসিলে আদেশ (Order) আছে কয়টি ?

ক। ৫১ টি,  খ। ৫২ টি,  গ। ১৫৮ টি,  ঘ। ১৬০ টি।

৩৫. আইনটির সঠিক নাম কি ?

ক। The Small Cause Courts Act, 1887,  খ। The Small Causes Court Act, 1887,  গ। The Small Cause Court Acts, 1887,  ঘ। কোনটি সঠিক নহে।

৩৬. যে ব্যক্তি আইনগতভাবে মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করে বা পরিচালনা করে তাহাকে বলা হয়-

ক। উকিল,    খ। প্লিডার,   গ। বৈধ প্রতিনিধি (Legal representative),  ঘ। ব্যারিষ্টার।

৩৭. অন্তর্বর্তীকালীন মুনাফা (Mens profit) এর সংজ্ঞা দেওয়ানী কার্যবিধির কত ধারায় ?

ক। ২(১০) ধারা,       খ। ২(১১) ধারা,   গ। ২(১২) ধারা,   ঘ। ২(১৩) ধারা ।

৩৮. অস্থাবর সম্পত্তি (Movable property) এর সংজ্ঞা দেওয়ানী কার্যবিধির কত ধারায় ?

ক। ২(১০) ধারা,       খ। ২(১১) ধারা,   গ। ২(১২) ধারা,   ঘ। ২(১৩) ধারা ।

৩৯. কর্পোরেশনের শেয়ার (Share in a corporation) বলিতে অন্তর্ভূক্ত হইবে ?

ক। স্টক,   খ। ডিবেঞ্চার-স্টক,    গ। ঋণপত্র বা বন্ড,    ঘ। ‘ক’, ’খ’ ও ‘গ’ -এ বর্ণিত সবগুলি।

৪০. Pendente lite nihil invatur – ইহা কোন নীতি ?

ক। Lis-pendens,      খ। Res-Judicata,  গ। Res-Sub-Judice,  ঘ। Estoppel

৪১. কোন আদালতে দেওয়ানি কার্যবিধির প্রয়োগ হইবে না?

ক। রাজস্ব আদালতে, খ। ফৌজদারী আদালতে, গ। বিশেষ আইন দ্বারা বারিত হইলে, ঘ। বর্ণিত সবগুলি।

৪২. হাইকোর্ট বিভাগের অধস্তন দেওয়ানি আদালত কত প্রকার ?

ক। ২ প্রকার,  খ। ৩ প্রকার,   গ। ৪ প্রকার,  ঘ।  ৫ প্রকার।

৪৩। রাজস্ব আদালতে দেওয়ানি কার্যবিধির প্রয়োগ সম্পর্কিত দেওয়ানি কার্যবিধির ধারা কোনটি ?

ক। ৫ ধারা,    খ। ৬ ধারা,   গ। ৭ ধারা,   ঘ।  ৮ ধারা।

৪৪. দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে দেওয়ানি কার্যবিধির-

ক। ৯ ধারায়,    খ। ১০ ধারায়গ,   ১১ ধারায়,   ঘ।  ১২ ধারায়।

৪৫. ঋণের অর্থ আদায়ের মোকদ্দমা কোন প্রকৃতির মোকদ্দমা?

ক। দেওয়ানি,    খ। ফৌজদারী,    গ। রাজস্ব,    ঘ।  শ্রম ও শিল্প।

৪৬. যে মোকদ্দমায় সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা করা হয় তাহা কোন প্রকৃতির মোকদ্দমা?

ক। দেওয়ানি প্রকৃতির,  খ। ফৌজদারী প্রকৃতির,  গ। রাজস্ব প্রকৃতির,     ঘ।  শ্রম ও শিল্প।

৪৭. কোনটি দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা বলিয়া গণ্য হইবে ?

ক। সকল প্রকার সম্পত্তির মোকদ্দমা,  খ। স্থাবর সম্পত্তির দখল পূনরুদ্ধারের মোকদ্দমা,  গ। স্থাবর সম্পত্তির স্বত্ত্বের মোকদ্দমা,  ঘ। ‘খ’ ও ‘গ’ ।

৪৮. কোনটি দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা নহে ?

ক। সম্পত্তির স্বত্ত্ব,  খ। দখল পুনরদ্ধার,  গ। অপহরণ,    ঘ। অর্থের মোকদ্দমা।

৪৯. সম্পত্তির স্বত্ত্ব লইয়া মোকদ্দমা কোন প্রকৃতির ?

ক। দেওয়ানি প্রকৃতির,  খ। ফৌজদারী প্রকৃতির,  গ। রাজস্ব প্রকৃতির,     ঘ।  শ্রম ও শিল্প।

৫০. ঋণের অর্থ আদায়ের মোকদ্দমা কোন প্রকৃতির ?

ক। দেওয়ানি প্রকৃতির,  খ। ফৌজদারী প্রকৃতির,  গ। রাজস্ব প্রকৃতির,     ঘ।  শ্রম ও শিল্প।

৫১. দেওয়ানী আদালতের এখতিয়ার বহির্ভূত মামলা কোনটি?

ক। রাজস্ব সম্পর্কিত মামলা, খ। ফৌজদারী মামলা, গ। বিশেষ আইন দ্বারা বারিত মামলা, ঘ। বর্ণিত সবগুলি।

৫২. কোন আইন দ্বারা দেওয়ানি আদালতসমূহ এবং উহাদের আর্থিক এখতিয়ার প্রতিষ্ঠিত হয়?

ক। ১৯০৮ সালের দেওয়ানি আইন দ্বারা,  খ। ১৮৫৯ সালের দেওয়ানি আইন দ্বারা, গ। The Civil Court Act, 1887 দ্বারা,  ঘ। বর্ণিত সবগুলি।

৫৩. দেওয়ানী আদালতের সাধারণ এখতিয়ার কত ধারায় ?

ক। ৯ ধারায়,  খ। ১০ ধারায়, গ। ১১ ধারায়,  ঘ।  ১২ ধারায়।

৫৪. দেওয়ানী আদালতের এখতিয়ার (Jurisdiction of the Civil Court) প্রধানতঃ কত প্রকার ?

ক। ৩ প্রকার,    খ। ৪ প্রকার,   গ। ৫ প্রকার,   ঘ।  ৬ প্রকার।

৫৫. কোনটি দেওয়ানী আদালতের এখতিয়ার ?

ক। বিষয়বস্তুর এখতিয়ার,   খ। আঞ্চলিক এখতিয়ার ,   গ। আর্থিক এখতিয়ার,   ঘ। ক, খ ও গ –এ বর্ণিত সবগুলি।

৫৬. সিনিয়র সহকারী জজ (Senior Assistant Judge Court) আদালতের আর্থিক এখতিয়ার কত ?

ক। ২,০০,০০০/- টাকা পর্যন্ত, খ। ২,০০,০০১/- ৪,০০,০০০/- পর্যন্ত, গ। ১৫,০০,০০০/- পর্যন্ত, ঘ। ১৫,০০,০০১/- ২৫,০০,০০০/- পর্যন্ত।

৫৭. দেওয়ানী আদালতের অধীনতা বা পর্যায়ক্রম (Subordination of Court) সম্পর্কিত দেওয়ানী কার্যবিধির ধারা কোনটি ?

ক। ৩ ধারা,    খ। ৪ ধারা,   গ। ৫ ধারা,  ঘ।  ৬ ধারা।

৫৮. আর্থিক এখতিয়ার (Pecuniary Jurisdiction) সম্পর্কিত বিধান কোন ধারায় ?

ক। ৩ ধারা,    খ। ৪ ধারা,     গ। ৫ ধারা,   ঘ।  ৬ ধারা

৫৯. এখতিয়ারে আপত্তি সম্পর্কে বিধান কোন ধারায় ?

ক। ৯ ধারায়,   খ। ১০ ধারায়,    গ। ১১ ধারায়,    ঘ।  ২১ ধারায়।

৬০. দেওয়ানী আপীল এখতিয়ার প্রয়োগ করতে কোন আদালত ?

ক। সহকারী জজ আদালত, খ। সিনিয়র সহকারী জজ আদালত, গ। যুগ্ম জেলা জজ আদালত, ঘ। অতিরিক্ত জেলা জজ আদালত।

৬১. কোনটি পারিবারিক আদালত ?

ক। সহকারী জজ আদালত, খ। সিনিয়র সহকারী জজ আদালত, গ। যুগ্ম জেলা জজ আদালত, ঘ। অতিরিক্ত জেলা জজ আদালত।

৬২. জেলার প্রধান দেওয়ানী আদালত কোনটি ?

ক। দায়রা জজ আদালত,   খ। হাইকোর্ট বিভাগ,  গ। জেলা জজ আদালত,  ঘ। সি এম এম আদালত.

৬৩. এখতিয়ার এর উপর আপত্তি দিতে হইলে মোকদ্দমার শুরুতেই অর্থাৎ বিচার্য বিষয় বির্ধারিত না হওয়া পর্যন্ত সময়ের মধ্যে দিতে হইবে ইহা আছে কত ধারায় ?

ক। ৯ ধারায়,  খ। ২১ ধারায়,  গ। ২২ ধারায়,  ঘ।  ২৪ ধারায়.

৬৪. দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হয় –

ক। Code of Civil Procedure অনুযায়ী, খ। Civil Courts Act অনুযায়ী, গ। নির্বাহী আদেশ বলে, ঘ। কোনটিই নয়।

৬৫. বাংলাদেশ সুপ্রিম কোর্ট (Supreme Court of Bangladesh) ব্যতিত দেওয়ানী আদালত কত প্রকার ?

ক। ৩ প্রকার,  খ। ৪ প্রকার,  গ। ৫ প্রকার,  ঘ। ৬ প্রকার।

৬৬. কোনটি দেওয়ানী আদালত (Civil Court) ?

ক। সহকারী জজ কোর্ট, খ। এমএম-৩ কোর্ট, গ। যুগ্ম দায়রা, ঘ। কোনটি না।

৬৭. জেলা জজ আদালতের (District Judge Court) মূল মোকদ্দমার ক্ষেত্রে আর্থিক এখতিয়ার কত ?

ক। ৫ লক্ষ টাকার উর্ধ্ব মূল্যমান, খ। ৭ লক্ষ টাকার উর্ধ্ব মূল্যমান, গ। ১০ লক্ষ টাকার উর্ধ্ব মূল্যমান, ঘ। কোনটিই নয়।

৬৮. নিষেধ না থাকিলে দেওয়ানী আদালত সকল প্রকার দেওয়ানী মোকদ্দমার বিচার করিবেন- ইহা দেওয়ানী কার্যবিধির কত ধারায় আছে ?

ক। ৯ ধারায়,  খ। ২১ ধারায়,  গ। ২২ ধারায়,  ঘ।  ২৪ ধারায়.

৬৯. নিম্ন বর্ণিত কোন বিষয়টি নির্ধারণের জন্য আরজিতে দেওয়ানী মোকদ্দমার মূল্যমান দেখানো হয় ?

ক। কোর্ট ফি,  খ। সম্পদের সীমা, গ। প্রদেয় আয়কর,  ঘ।  কোনটিই নয়।

৭০. জেলার প্রধান দেওয়ানী আদালত কোনটি ?

ক। সহকারী জজ,  খ। যুগ্ম জেলা জজ,  গ। অতিরিক্ত জেলা জজ,  ঘ।  জেলা জজ।

৭১. কোন আদালত অর্থ ঋণ আদালত (Ortha Rin Adalot) হিসাবে মোকদ্দমা পরিচালনা করেন ?

ক। সহকারী জজ আদালত,  খ। যুগ্ম জেলা জজ আদালত,  গ। অতিরিক্ত জেলা জজ আদালত, ঘ। জেলা জজ আদালত।

৭২. কোন আদালত আর্থিক এখতিয়ারের অতিরিক্ত মূল্যমানের মোকদ্দমা গ্রহণ করিবেন না- ইহা দেওয়ানী কার্যবিধির কত ধারায় আছে ?

ক। ৬ ধারায়,  খ। ৯ ধারায়,  গ। ১৫ ধারায়,  ঘ। ২১ ধারায়।

৭৩. জেলা জজের অধস্তন আদালত সমূহ কোন আদালতের অধীন ?

ক। জেলা জজ আদালত, খ। হাইকোর্ট বিভাগ, গ। আপীল বিভাগ, ঘ। জেলা জজ ও হাইকোর্টের অধীন।

৭৪. দেওয়ানী সর্বনিম্ন আদালত কোনটি ?

ক। সহকারী জজ আদালত, খ। যুগ্ম জেলা জজ আদালত, গ। অতিরিক্ত জেলা জজ আদালত, ঘ। জেলা জজ আদালত।

৭৫. জেলা আদালত কোন আদালতের অধীন ?

ক। জেলা জজ আদালত, খ। হাইকোর্ট বিভাগ, গ। আপীল বিভাগ, ঘ। জেলা জজ ও হাইকোর্টের অধীন।

৭৬. দেওয়ানী আদালতের অর্থিক এখতিয়ার সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নহে ?

ক। সহকারী জজের আর্থিক এখতিয়ার ১,০০,০০০/- টাকা পর্যন্ত, খ। সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার ৩,০০,০০০/- টাকা পর্যন্ত, গ। যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার ৫,০০,০০০/- টাকা পর্যন্ত, ঘ। কোনটি নহে।

৭৭. দেওয়ানী আদালতের ৯ ধারায় কয়টি ব্যাখ্যা দেওয়া আছে ?

ক। ১ টি,  খ। ২ টি,  গ। ৩ টি,  ঘ। ৪ টি।

৭৮. সহকারী জজ আদালত একটি-

ক। দেওয়ানী আদালত,  খ। ফৌজদারী আদালত,  গ। রাজস্ব আদালত,  ঘ। বিশেষ আদালত।

৭৯. নিম্নের কোন মোকদ্দমাটি দেওয়ানী আদালতের এখতিয়ারভূক্ত নহে ?

ক। স্থাবর সম্পত্তির স্বত্ত্বের মোকদ্দমা, খ। স্থাবর সম্পত্তির দখল পূনরুদ্ধারের মোকদ্দমা, গ। অর্থ মোকদ্দমা, ঘ। ডাকাতির মামলা।

৮০. কোনটি সহকারী জজ আদালতের এখতিয়ার নহে ?

ক। মোকদ্দমা গ্রহণ,  খ। মোকদ্দমা নিষ্পতিকরণ,  গ। আপীল,  ঘ। রিভিউ।

৮১. কোনটি সিনিয়র সহকারী জজ আদালতের এখতিয়ার নহে ?

ক। মোকদ্দমা গ্রহণ ও নিষ্পতিকরণ, খ। রিভিশন, গ। আপীল   ঘ। ‘খ’ ও ‘গ’।

৮২. কোনটি জেলা জজ আদালতের এখতিয়ার ?

ক। রিভিউ (Review),  খ। রিভিশন (Revision),  গ। আপীল (Appeal),  ঘ। ‘ক’, ‘খ’ ও ‘গ’।

৮৩. নিম্নের কোন আদালতের মূল মোকদ্দমা গ্রহণের ক্ষেত্রে আর্থিক এখতিয়ার অসীম ?

ক। জেলা জজ আদালত, খ। অতিরিক্ত জেলা জজ আদালত, গ। যুগ্ম জেলা জজ আদালত, ঘ। সহকারী জজ আদালত।

৮৪. পূর্বের মুন্সেফ কোর্ট বর্তমানে-

ক। জেলা জজ আদালত, খ। অতিরিক্ত জেলা জজ আদালত, গ। যুগ্ম জেলা জজ আদালত, ঘ। সহকারী জজ আদালত।

৮৫. পূর্বের সাব জজ বর্তমানে-

ক। জেলা জজ আদালত, খ। অতিরিক্ত জেলা জজ আদালত, গ। যুগ্ম জেলা জজ আদালত, ঘ। সহকারী জজ আদালত।

৮৬. মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করার ক্ষমতাকে বলা হয়-

ক। সহজাত এখতিয়ার, খ। সাধারণ এখতিয়ার ,  গ। আপীল এখতিয়ার,  ঘ। নিজস্ব এখতিয়ার।

৮৭. হাইকোর্ট বিভাগের অধঃস্তন দেওয়ানী আদালত কত প্রকার ?

ক। ৪ প্রকার,  খ। ৫ প্রকার,  গ। ৭ প্রকার,  ঘ। ১০ প্রকার।

৮৮. জেলা জজের অধঃস্তন দেওয়ানী আদালত কত প্রকার ?

ক। ৪ প্রকার, খ। ৫ প্রকার,  গ। ৭ প্রকার,  ঘ। ১০ প্রকার।

৮৯. দেওয়ানী মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করিতে পারে কোন আদালত ?

ক। দেওয়ানী আদালত,  খ। ফৌজদারী আদালত,  গ। শ্রম আদালত,  ঘ। ট্রাইবুনাল।

৯০. দেওয়ানী কোন আদালত মূল মোকদ্দমা গ্রহণের এখতিয়ার প্রয়োগ করিতে পারে না ?

ক। সহকারী জজ আদালত, খ। সিনিয়র সহকারী জজ আদালত, গ। যুগ্ম জেলা জজ আদালত, ঘ। অতিরিক্ত জেলা জজ আদালত।

৯১. দেওয়ানী কোন আদালত মূল মোকদ্দমা গ্রহণের এখতিয়ার প্রয়োগ করিতে পারে ?

ক। সহকারী জজ আদালত, খ। সিনিয়র সহকারী জজ আদালত, গ। যুগ্ম জেলা জজ আদালত, ঘ। ‘ক’, ‘খ’ ও ‘গ’ -এ বর্ণিত সবগুলো।

৯২. কোন আদালত দেওয়ানী আপীল এখতিয়ার প্রয়োগ করিতে পারে না ?

ক। সহকারী জজ আদালত, খ। জেলা জজ আদালত, গ। অতিরিক্ত জেলা জজ আদালত, ঘ। হাইকোর্ট বিভাগ।

৯৩. কোন আদালত দেওয়ানী আপীল এখতিয়ার প্রয়োগ করিতে পারে ?

ক। সহকারী জজ আদালত, খ। সিনিয়র সহকারী জজ আদালত, গ। অতিরিক্ত জেলা জজ আদালত,  ঘ। যুগ্ম জেলা জজ আদালত।

৯৪. কোন মোকদ্দমায় আদালতের এখতিয়ার সম্পর্কে আপত্তি দিতে হইবে-

ক। মোকদ্দমার শুরুতে ও বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে, খ। মোকদ্দমার শেষে, গ। যেকোনো সময়, ঘ। শুনানীকালে।

৯৫. এখতিয়ার সম্পর্কে আপত্তি সম্পর্কিত দেওয়ানী কার্যবিধির ধারা কত ?

ক। ৬ ধারায়,  খ। ৯ ধারায়,  গ। ১৫ ধারায়,  ঘ। ২১ ধারায়।

৯৬. Courts to try all civil suits unless barred এই সম্পর্কিত দেওয়ানী কার্যবিধির ধারা কত ?

ক। ৬ ধারা,  খ। ৯ ধারা,  গ। ১৫ ধারা,  ঘ। ২১ ধারা।

৯৭. Subordination of Courts সম্পর্কিত দেওয়ানী কার্যবিধির ধারা কত ?

ক। ৩ ধারা,  খ। ৯ ধারা,  গ। ১৫ ধারা,  ঘ। ২১ ধারা।

৯৮. দেওয়ানী কার্যবিধির ৬ ধারায় বর্ণিত আছে ?

ক। Jurisdiction of the Subject matter, খ। Territorial or Local Jurisdiction, গ। Pecuniary Jurisdiction, ঘ। General Jurisdiction.

৯৯. Pecuniary Jurisdiction সম্পর্কিত দেওয়ানী কার্যবিধির ধারা কত ?

ক। ৩ ধারা,   খ। ৬ ধারা,  গ। ১৫ ধারা,  ঘ। ২১ ধারা।

১০০. কোনটি দেওয়ানী আদালতের এখতিয়ার নহে ?

ক। বিষয়বস্তুগত,  খ। আঞ্চলিক,  গ। শাস্তি,  ঘ। আর্থিক।

 

উত্তর: MCQ Model Test-1

১-খ

২-খ

৩-ক

৪-গ

৫-খ

৬-ঘ

৭-গ

৮-ক

৯-ক

১০-গ

১১-গ

১২-গ

১৩-খ

১৪-গ

১৫-ঘ

১৬-ঘ

১৭-ক

১৮-গ

১৯-ক

২০-খ

২১-গ

২২-ঘ

২৩-ক

২৪-ক

২৫-ঘ

২৬-গ

২৭-ক

২৮-গ

২৯-গ

৩০-খ

৩১-গ

৩২-ক

৩৩-ঘ

৩৪-ক

৩৫-ক

৩৬-গ

৩৭-গ

৩৮-ঘ

৩৯-ঘ

৪০-ক

৪১-ঘ

৪২-ঘ

৪৩-ক

৪৪-ক

৪৫-ক

৪৬-ক

৪৭-ঘ

৪৮-গ

৪৯-ক

৫০-ক

৫১-ঘ

৫২-গ

৫৩-ক

৫৪-ক

৫৫-ঘ

৫৬-ঘ

৫৭-ক

৫৮-ঘ

৫৯-ঘ

৬০-ঘ

৬১-ক

৬২-গ

৬৩-খ

৬৪-খ

৬৫-গ

৬৬-ক

৬৭-ঘ

৬৮-ক

৬৯-ক

৭০-ঘ

৭১-খ

৭২-ক

৭৩-ঘ

৭৪-ক

৭৫-খ

৭৬-ঘ

৭৭-ক

৭৮-ক

৭৯-ঘ

৮০-গ

৮১-ঘ

৮২-ঘ

৮৩-গ

৮৪-ঘ

৮৫-গ

৮৬-খ

৮৭-খ

৮৮-ক

৮৯-ক

৯০-ঘ

৯১-ঘ

৯২-ক

৯৩-গ

৯৪-ক

৯৫-ঘ

৯৬-খ

৯৭-ক

৯৮-গ

৯৯-খ

১০০-গ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *