ফৌজদারী মামলা-
ফৌজদারী মামলা বিভিন্ন ধরনের অপরাধের জন্য করা হয়। সাধারণত যে সকল ক্ষেত্রে ফৌজদারী মামলা হতে পারে:
১। আপরাধ বিষয়ক মামলা: যেমন চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, লোভনীয় আত্মহত্যা, মানবাধিকার লঙ্ঘন, অত্যাচার, মানব পাচার ইত্যাদি মামলা।
২। আর্থিক অপরাধ: অর্থনৈতিক অপরাধ যেমন অর্থ আত্মসাৎ, হ্যাকিং, মুদ্রা অপরাধ ইত্যাদি মামলা।
৩। রাজনৈতিক অপরাধ: যেমন দেশদ্রোহ, অবৈধ অগ্নেয়াস্ত্র ব্যবহার, আইনশৃঙ্খলা ভঙ্গ ইত্যাদি।
৪। ব্যবসায়িক অপরাধ: বিভিন্ন ধরনের পাচার, মুদ্রা অপরাধ, প্রতারণা অপরাধ ইত্যাদি।
৫। নিপীড়নের মামলা: যেমন- নারী শিশু নির্যাতন, যৌতুক ধরনের লোভনীয় আত্মহত্যা, সম্পত্তি বা অস্তিত্ব বা জীবনযাপনের জন্য আত্মহত্যা, গুপ্ত তথ্যের অপরাধ ইত্যাদি।
ফৌজদারী অপরাধের ক্ষেত্রে আপনার করণীয়:
ফৌজদারী অপরাধের সঙ্গে সম্পর্কিত যেকোনো সমস্যার সমাধানে প্রাথমিকভাবে আপনার অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। যদি আপনি অযথা কোন বিরোধের সম্মুখীন হন, তবে আপনার নিজের সুরক্ষা ও সহায়তা পাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে।
১। আপনার অধিকার ও দায়িত্ব জানা: আপনার প্রতি কোনও অপরাধ করা সেই ক্ষেত্রে আপনার অধিকার ও দায়িত্ব সম্পর্কে জেনে নিন।
২। থানায় অভিযোগ করা: ফৌজদারী অপরাধের ঘটনা হলে, আপনি থানায় অভিযোগ করুন এবং পুলিশকে ঘটনাটির তথ্য প্রদান করুন।
৩। আদালতে মামলা করা: অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ করার পর যদি প্রয়োজন হয়, তাহলে আপনি আদালতে মামলা করতে পারেন।
৪। ফোজদারী আদালতে মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালত আদালতি প্রক্রিয়ায় অপরাধের তদন্ত বা অনুসন্ধান, সাক্ষ্য সংগ্রহ, যুক্তিতর্ক ইত্যাদি প্রয়োজনীয় আইনী পদক্ষেপের পর যথাযথ রায় প্রদান করবেন।
৫। আইনজীবীর সাথে যোগাযোগ: আপনি প্রয়োজন হলে ফৌজদারী অপরাধের ক্ষেত্রে বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে বিজ্ঞ আইনজীবী আপনাকে যথাযথ আইনি পরামর্শ দিবেন।
আইনি সেবা-
আমাদের অভিজ্ঞ আইনজীবীগণ অত্যন্ত আন্তরিকতার সাথে যথাযথ আইনি প্রক্রিয়ায় চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, নারী শিশু নির্যাতন, যৌতুক, চেক ডিজওনার, অর্থ পাচার, মাদক সহ সকল ধরণের ফৌজদারী মামলায় জামিন, আগাম জামিন ও মামলা নিষ্পত্তিতে সহায়তা প্রদান করে থাকে।
যোগাযোগ-
মহীউদ্দীন এন্ড এসোসিয়েটস,
সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির),
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। এবং
ব্লক-এ, রোড-৫, বনশ্রী, রামপুরা, ঢাকা।
01540-105088 / 01711-068609
ainbid.com