Tax / VAT

ট্যাক্স বা ভ্যাট সংক্রান্ত কাজ 

  • ব্যক্তিগত ট্যাক্সরিটার্ণ প্রস্তুত, জমাদান এবং অডিট নিষ্পত্তিতে সহযোগিতা করা হয়।
  • কোম্পানীর অডিট ও ট্যাক্সরিটার্ণ সাবমিটে সহযোগিতাকরা হয়।
  • ভ্যাট নিবন্ধন, ফাইল প্রস্তুত ও জমাদান।

 

আয়কর বা ইনকাম ট্যাক্স-

আয়কর হলো একটি কর ব্যবস্থা, যা ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের আয়ের উপর প্রযোজ্য করা হয়। এটি সরকারের আয় হিসাবে জনগনের আয় থেকে সংগ্রহ করা হয়। আয়করের মাধ্যমে সরকার রাজস্ব আদায় করে যার বিনিময়ে সরকার জনগনকে বিভিন্ন প্রকারের সেবা প্রদান করে থাকে।

 

আয়করের ধরণ-

বিভিন্ন ধরনের আয়করের মধ্যে সবচেয়ে সাধারণ ধরণ হলো ব্যক্তিগত আয়কর ও কোম্পানি আয়কর। ব্যক্তিগত আয়কর হলো ব্যক্তিদের আয়ের উপর ধার্য্য হওয়া ট্যাক্স, আর কোম্পানি আয়কর হলো প্রতিষ্ঠান বা কোম্পানির আয়ের উপর ধার্য্য হওয়া ট্যাক্স।

এক্ষেত্রে, আয়করের হার, পরিশোধের নিয়ম এবং অন্যান্য বিষয়গুলো স্থানীয় আইন এবং প্রশাসনিক ব্যবস্থার অনুযায়ী পরিচালিত হয়।

 

আয়কর রিটার্ণ-

আয়কর রিটার্ণ হলো করদাতার আয়ের বিবরণী সম্বলিত একটি ফর্ম, যা ব্যক্তিদের অর্থনৈতিক তথ্য এবং আয়ের তথ্য সরবরাহ করে এবং সরকারের আয়কর বিভাগে প্রেরণ করা হয়। বেশিরভাগ দেশে, যেমন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ, ভারত -এ এই রিটার্ণ প্রদান করা হয় প্রতি আয়কর বছরের জন্যে।

 

আইনি সেবা-

আমাদের অভিজ্ঞ আইনজীবীগণ অত্যন্ত আন্তরিকতার সাথে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যক্তি পর্যায়ের আয়কর ও কোম্পানীর অডিট ও আয়কর রিটার্ণ প্রস্তুত ও সাবমিট করতে সহায়তা প্রদান করে থাকে।

 

যোগাযোগ-

জাস্টিস ফোরাম 

সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন,

জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। এবং

ব্লক-এ, রোড-৫, বনশ্রী, রামপুরা, ঢাকা।

01540-105088 / 01711-068609

ainbid.com