কোল কর্ষা পাট্টা ও কবুলিয়ত দলিল কি

Spread the love

কোল কর্ষা পাট্টা ও কবুলিয়ত দলিল সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

 

কোল কর্ষা পাট্টা ও কবুলিয়ত দলিল

 

শাব্দিক অর্থ-

কোল কর্ষা-

কোল শব্দের অর্থ হচ্ছে আলিঙ্গন করা বা দায়িত্ব নেওয়া আর কর্ষা শব্দের অর্থ হচ্ছে কর্ষণ বা চাষ বা চাষাবাদ। সুতরাং কোল কর্ষা এর শাব্দিক অর্থ বিশ্লেষণ করলে পাওয়া যায় যে, চাষাবাদের জন্য দায়িত্ব নেওয়া। কোল কর্ষা এর ইংরেজি প্রতি শব্দ Sub-tenant.

 

পাট্টা-

পাট্টা এর শাব্দিক অর্থ হচ্ছে ইজারা বা ভাড়া। ইহার ইংরেজি প্রতি শব্দ হচ্ছে Lease বা Dead of lease.

 

কবুলিয়ত-

কবুল শব্দ থেকে কবুলিয়ত শব্দটির উৎপত্তি যার অর্থ হচ্ছে গ্রহণ বা স্বীকার করা। ইহার ইংরেজি প্রতি শব্দ হচ্ছে Acceptance.

 

কোল কর্ষা দলিল-

পূর্বে সরকার কিংবা জমিদারগণ চাষবাদের জন্য প্রজাদের নিকট জমি ইজারা বা বন্দোবস্ত দিত। আর চাষবাদের জন্য জমি বন্দোবস্ত নেওয়াকেই বলা হয় কোল কর্ষা। জমি বন্দোবস্ত নেওয়ার জন্য যে দলিল সম্পাদন করা হতো সেটাকেই বলা হয় কোল কর্ষা দলিল। তখন কোল কর্ষা বন্দোবস্তের জন্য দুইটা দলিল সম্পাদন করা হতো। যথা-

(১) কোল কর্ষা পাট্টা দলিল এবং

(২) কোল কর্ষা কবুলিয়ত দলিল।

 

(১) কোল কর্ষা পাট্টা দলিল-

সরকারপক্ষ জমির উপর জনগনের স্বত্ব স্বীকার করে নিয়ে যে দলিল সম্পাদন করে দিত সেটাকেই বলা হয় কোল কর্ষা পাট্টা দলিল।

কোল কর্ষা পাট্টা দলিল এর নমুনা

 

(২) কোল কর্ষা কবুলিয়ত দলিল-

কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে যে দলিল সম্পাদন করে দিত সেটাকেই বলা হয় কোল কর্ষা কবুলিয়ত দলিল।

কোল কর্ষা কবুলিয়ত দলিল এর নমুনা

 

দলিল লেখা ও রেজিস্ট্রিসহ যেকোন আইনি পরামর্শ, সহায়তা ও মামলা-মোকদ্দমা পরিচালনার জন্য যোগাযোগ করুন

যোগাযোগ-

এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)

এলএল.বি, এলএল.এম, এম.বি.এ

এডভোকেট এন্ড ল্যান্ড কন্সাল্ট্যান্ট

১৬, কৈলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা।

অথবা

রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা।

01711068609 / 01540105088

ওয়েবসাইট- www.ainbid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *