গ্রেপ্তারকৃত আসামীর জামিনের আবেদন

মোকামঃ বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা।

সূত্রঃ রামপুরা থানা মামলা নং ১৭(১১)২৪

ধারাঃ ১৪৩/১৪৮/১৪৯/৩০৭/৩২৬/১১৪/১০৯, দন্ডবিধি।

 

রাষ্ট্র                                           ————– বাদী।

বনাম

মোঃ আব্দুল আলী          ————– আসামী।

 

বিষয়ঃ রিমান্ড বাতিলপূর্বক যেকোন শর্তে সামী পক্ষে জামিনের আবেদন।

 

আসামী পক্ষে বিনীত নিবেদন এই যে,

১। যেহেতু অত্র মামলার আসামী মোঃ জামাল হোসেন, পিতা- মোঃ কুদ্দুস মোল্লা -কে বিগত ১২/১২/২০২৪ ইং তারিখে রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় ঢাকার রামপুরা থানাধীন বনশ্রীস্থ আসামীর নিজ মুদি দোকানে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।

 

২। যেহেতু অত্র আসামী একজন সাধারণ ব্যবয়ায়ী। তিনি উল্লেখিত অপরাধ সহ কোন ধরণের অপরাধের জড়িত নন। তাহাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করিয়া অত্র মামলায় অন্তর্ভূক্ত করা হইয়াছে। এমতাবস্থায় তাহাকে বিনা বিচারে কারাগারে আটক রাখা হইলে অত্র আসামীসহ তাহার পরিবারের সকল সদস্য চরম দূর্ভোগের শিকার হইবে।

 

৩। সেহেতু ন্যায়বিচারের স্বার্থে অত্র আসামীর জামিন হওয়া আবশ্যক। অন্যথায় তাহার অপূরনীয় ক্ষতি হইবে।

 

৪। অত্র আসামী বাংলাদেশের একজন স্থায়ী বাসিন্দা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। জামিনপ্রাপ্ত হইলে তাহার পলাতক হওয়ার কোন সম্ভাবনা নাই। বিজ্ঞ আদালতের কোন শর্ত ভঙ্গ করিবে না। যথাযময়ে আদালতে হাজিরা প্রদান করিবে। অন্যান্য বক্তব্য বাচনিকে উপস্থাপন করা হইবে।

 

অতঃএব আসামী পক্ষে সবিনয় প্রার্থনা এই যে, উপরোল্লিখিত বর্ণিত কারণাধীনে ন্যায়বিচারের স্বার্থে যেকোন শর্তে জামিনের এক বিহিত আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়।

 

ইতি তাং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *