থানায় এজাহার দায়ের [দন্ডবিধি আইনে]

দন্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/১০৯ ধারার এজাহার দায়েরের নমুনা।

 

 

বরাবর,

অফিসার ইনচার্জ মোহাম্মদ থানা ডিএমপি, ঢাকা।

 

বিষয়: এজাহার দায়ের

 

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি এসআই মোঃ নূর ইসলাম শিকদার, সঙ্গীয় ফোর্স, সঙ্গীয় কং/১৮০২৯ মোঃ ফরিদ আহম্মেদ ও কং/১৩০৪৬ মোঃ হাশেম, সর্ব মোঃপুর থানা, ডিএমপি, ঢাকাসহ জব্দকৃত আলামত ০১ (এক) টি বাস যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৪-০৫৩৯, গাড়ীটি অগ্নিদগ্ধ পোড়া ক্ষতিগ্রস্ত অগারগাঁও শেরেবাংলানগর ডাম্পিংয়ে প্রেরণ পূর্বক ধৃত আসামী (১) মোঃ আলমগীর (৩৫), পিতা-মোঃ শাহাদাত হোসেন, বাসা নং-৫৭/১, উত্তর আদাবর, ৪র্থ তলা মসজিদের সামনে, থানা-আদাবর, ঢাকা সহ থানায় হাজির হইয়া উল্লেখিত ধৃত আসামী সহ পলাতক আসামী (২) জনাব সাদেক হোসেন খোকা, সভাপতি, ঢাকা মহানগর বিএনপি, ঢাকা (৩) এক্সেল বাবু, পিতা-সলেমান, সাং-১৬/বি, নবোদয় হাউজিং, প্রধান সড়ক (২য় তলা), থানা-আদাবর, ঢাকা এবং ১/১৩, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা (৪) মোঃ মাসুম বাবু (৩৬), পিতা- আব্দুল আজিজ, সাং-বাসা নং-১০৪৫, রোড নং-১৪/এ, বায়তুল আমান হাউজিং সোসাইটি, থানা-আদাবর, ঢাকা (৫) মোঃ লিটন (৩৫), পিতা- আব্দুল মালেক, সাং-ভাটেরচর, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ এ/পি-বাসা নং-১১৪, রোড নং-০৬, শ্যামলী হাউজিং, থানা-আদাবর, ঢাকা (৬) মোঃ কামাল হোসেন (২৮), পিতা-আনসার আলী হাওলাদার, সাং-দেউলি, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী এ/পি-বাসা নং-১৮, রোড নং-০১, শ্যামলী হাউজিং ২য় প্রকল্প, থানা-আদাবর, ঢাকা (৭) মোঃ রুহুল আমিন রুবেল (৩৬), পিতা-নাজির আলী মাঝি, সাং-বাউফল, থানা-হিজলা, জেলা-বরিশাল এ/পি-বাসা নং-২৫, রোড নং-১৭, থানা-আদাবর, ঢাকা (৮) মোঃ শামীম আহমেদ (৩২), পিতা-মোঃ মোবারক হোসেন, সাং-পাতারচর, থানা-মুলাদী, জেলা-বরিশাল এ/পি-বাসা নং-৩৫, আকবর ভূঁইয়া রোড, সু-নিবিড় হাউজিং, থানা-আদাবর, ঢাকা (৯) মোঃ মেহেদী হাসান রিপন (২৬), পিতা-নুরুল আমিন, সাং-সিংহলমুড়ি, থানা-নড়িয়া, জেলা- শরিয়তপুর এ/পি-রোড নং-১৬, সুনিবিড় হাউজিং, থানা-আদাবর, ঢাকা (১০) মোঃ আব্দুল মালেক (৪০), পিতা-মেহের আলী মন্ডল, সাং-সালপুকুরিয়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর এ/পি-সুনিবিড় -হাউজিং, রোড নং-০১, বাসা নং-২/২, আলী আকবরের বাড়ী, থানা-আদাবর, ঢাকা (১১) মোঃ আরিফুর রহমান (৩৫), পিতা-মোঃ মেহের আলী, সাং-হাসনাপাড়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী এ/পি-রোড নং-০৪, ঢাকা উদ্যান, সাইদুল ম্যানেজার বাড়ী, থানা-মোঃ পুর, ঢাকা (১২) মোঃ আব্দুল মান্নান (৪০), পিতা-মকবুল হোসেন, সাং-পূর্ব দেলুয়া, খানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ এ/পি- ১৭/৩, বাবর রোড, খানা-মোঃপুর, ঢাকা (১৩) মাইনুল আহসান (২০), পিতা-আনোয়ার হোসেন, সাং-চরকৃষ্ণপুর, থানা-হিমচর, জেলা-চাঁদপুর (১৪) ইমরান হোসেন (২১), পিতা-আলী আশরাফ ভূঁইয়া, সাং-পূর্ব মাইঝধার, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা (১৫) মোঃ রেজওয়ান আহমেদ জুয়েল (১৮), পিতা-শফিকুল ইসলাম, সাং-রাবেয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা সর্ব এ/পি-বাসা নং-২০৮, রোড নং-০৩, মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি, থানা-আদাবর, ঢাকা (১৮) সিরাজুল ইসলাম সিরাজ, পিতা- মোসলেম আঙ্গুল কাটা মোসলেম, সাং-গদিঘর, বৈশাখী ক্লাবের সামনে যুগ্ম আহ্বায়ক, যুবদল (২৭) জুয়েল, পিতা-সোহরাব জামাই, ছাতা মসজিদ গলি, রায়েরবাজার, যুগ্ম-সম্পাদক সেচ্ছাসেবক দল (২১) রাজেশ, পিতা-নাদের খান, সাং-রায়েরবাজার, (২৯) ওয়াসিম, পিতা-মফিজ, সাং-১৪৩/১, টিলাঘর গলি, নিঝি ভিলা, সভাপতি ছাত্রদল, ৪৭নং ওয়ার্ড (২৫) আব্বাস, পিতা-নূর হাজী সুরমা হাজী, ছাতা মসজিদ, রায়েরবাজার, সেক্রেটারী সেচ্ছাসেবক দল, ৪৭নং ওয়ার্ড (২৫) সাইদুল হক স্বপন (৩০), সভাপতি যুবদল, ৪৭নং ওয়ার্ড, পিতা-শামসুল হক ড্রাইভার, সাং-১৩৭, রায়েরবাজার, (৩১) জাকির হোসেন জাকির (৩০), পিতা-সোবহান গাজী, মেরী উপস, এর পূর্বে পার্শ্বের রিক্সার গ্যারেজ, যুবদল নেতা (২২) দেলোয়ার হোসেন (২৫), পিতা-সেলিম মাঝি, রায়েরবাজার, সিএনজি ষ্টান্ড, মা এন্টার প্রাইজ, যুবদল নেতা (৩৩) কামাল পান কামাল (২৫), পিতা-দেলোয়ার হোসেন, সাং-অজ্ঞাত (৩৪) রাজু ভান্ডারী, পিতা-হায়দার ভান্ডারী, সেক্রেটারী, বিএনপি, পুলপাড়, (২৫) মাসুদুর রহমান মাসুদ, যুবদল সভাপতি ৪৬ নং ওয়ার্ড (২৬) মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী, ওলামা দল ৪৬নং ওয়ার্ড (২৪) শাহাবুদ্দিন মুন্না, সেক্রেটারী ৪৬নং ওয়ার্ড যুবদল (২৯) মাওলানা আল-আমিন, পিতা-অজ্ঞাত, সাং-১/২, আলী এন্ড নূর রিয়েল এস্টেট, (৩০) মান্নান হোসেন সোহেল, সভাপতি যুবদল, ৪৬নং ওয়ার্ড সব থানা মোঃপুর ঢাকাসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, আমি সংঙ্গীয় ফোন সহ মোঃপুর থানার মোবাইল সিসি নং- ৪৬১৩/১৩, তাং-২৬/১০/১৩ইং মূলে থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে এক্সরে/৬৩ ডিউটি করাকালীন ইং- ২৬/১০/১৩ইং তারিখ ১৯.১০ ঘটিকার সময় বেতার মারফত সংবাদ পাই যে, বিএনপি ১৮ দলীয় জোট কর্তৃক আহত ৬০ ঘণ্টার হরতাল উপলক্ষ্যে মোঃপুর থানাধীন নবীনগর হাউজিং ৭নং রোডের পূর্ব মাথায় বেড়ীবাধ নামক পাকা রাস্তার উপর কতিপয় হরতাল সমর্থিত বিএনপি-জামায়াত এর নেতাকর্মী ও সমর্থকরা ঝটিকা মিছিল বাহির করিয়া রাস্তায় চলাচলরত যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ সহ নাশকতা মূলক কর্মকাণ্ড করিতেছে মর্মে আমাকে দ্রুত তথায় গিয়া বিষয়টি দেখার জন্য থানার বেতার মারফৎ আমাকে জানাইলে আমি সঙ্গীর ফোর্স সহ দ্রুত বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হইয়া ঢাকা মেট্রো- ব-১৪-০৫৩৯ বাসটি অগ্নিসংযোগ অবস্থায় দেখিতে পাই। পুলিশের উপস্থিতি দেখিতে পাইয়া আসামীরা দ্রুত ঘটনাস্থল হইতে পলাইয়া যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় আসামী মোঃ আলমগীরকে ধৃত করি অন্যান্য আসামীরা পালাইয়া যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উল্লেখিত নাম-ঠিকানা প্রকাশ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও উপস্থিত জনগণের সহায়তায় গাড়ীটির আগুন নিভাইতে সক্ষম হই। স্বাক্ষীদের মোকাবেলায় ২০.৩০ ঘটিকায় আমি বর্ণিত বাসটি জব্দ তালিকা মূলে জব্দ করিয়া ডাম্পিং শেরেবাংলানগরে প্রেরণ করি। উল্লেখিত ধৃত আসামী সহ আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদে জানতে পারি যে আসামী জনাব সাদেক হোসেন খোকার নির্দেশে আসামী এক্সেল বাবুর নেতৃত্বে ১৮ দল সমর্থিত উল্লেখিত আসামীসহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জন লোক সহ লাঠি-সোটা নিয়া বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া ইং-২৭/১০/১৩ তারিখ হইতে বিএনপি- জামাত- ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের সমর্থনে ইং ২৬/১০/১৩ তারিখ ১৯.০৫ ঘটিকার সময় মোঃপুর থানাধীন নবীনগর হাউজিং ৭নং রোডের পূর্ব মাথায় বেড়ীবাধ নামক পাকা রাস্তার উপর অবৈধ জনতাবদ্ধে রাস্তায় চলাচলরত গাড়ী ভাংচুর ও নাশকতামূলক কর্মকান্ড সহ উল্লেখিত যাত্রীবাহী বাসের সমস্ত গ্লাস ভাংচুর করতঃ বাসের যাত্রীদের হত্যার উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করিয়া সাধারণ ও গুরুতর আহত করিয়া গাড়িটি পোড়াইয়া অনুমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার ক্ষতিসাধন করে এবং অগ্নিসংযোগকালে বাসের আরোহী যাত্রী (ক) নাসিমা বেগম (৩৩), স্বামী মোঃ মানিক ও (খ) রেশমা (২০) স্বামী-মোঃ আরিফ গুরুতর আহত সহ আরো ৮/১০ জন যাত্রী আহত হয়। বর্তমানে গুরুতর আহত নাসিমা “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ও গুরুতর আহত রহিমা “শিকদার মেডিক্যাল” কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। উল্লেখিত আসামীগণ অবৈধ জনতাবদ্ধে যাত্রীবাহী গাড়ী ভাংচুর করতঃ গাড়ীর যাত্রীদের হত্যার উদ্যেশ্যে অগ্নিসংযোগ করিয়া গুরুতর ও সাধারন জখমসহ আহত করিয়া পেনাল কোড আইনের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/১০৯ ধারার অপরাধ করিয়াছে। বিধায় আসামীদের বিরুদ্ধে বর্ণিত ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। গাড়ী জব্দ করিয়া ডাম্পিংয়ে প্রেরণ, আহত হরতালের জরুরি ডিউটি পালন ও আসামীদের গ্রেফতারের চেষ্টা সহ নাম ঠিকানা সংগ্রহ করে থানায় হাজির এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।

 

অতএব, উল্লেখিত আসামীদের বিরুদ্ধে বর্ণিত ধারায় নিয়মিত মামলা রুজু করিতে আপনার মর্জি হয়।

 

সংযুক্তি: জব্দ তালিকা

 

 

বিনীত নিবেদক

 

(মোঃ নূর ইসলাম শিকদার)

এস আই, মোহাম্মদ খানা, ডিএমপি, ঢাকা।

তাং-২৬/১০/২০২৪

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *