পাওনা টাকা উদ্ধারের পদ্ধতি, মানি স্যুট

Spread the love

পাওনা টাকা উদ্ধারের জন্য যেসব আইনগত পদ্ধতি রয়েছে তার মধ্যে মানি স্যুট অন্যতম। মানি স্যুটের মাধ্যমে আদালতের সাহায্যে পাওনা টাকা আদ্যায় করা যেতে পারে।

 

পাওনা টাকা উদ্ধারের পদ্ধতি, মানি স্যুট-

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সম্পর্কের কারণে কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণের প্রচলত সর্বত্রই বহুল প্রচলিত আছে। কিন্তু ঋণ দেওয়ার পর সেই টাকা উদ্ধার করতে অনেক ক্ষেত্রে জটিল সমস্যায় পরতে হয়। সেই জটিল পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য আদালতে মামলা দায়েরের মাধ্যমে পাওনা টাকা উদ্ধার করার বিধান রয়েছে।

 

পাওনা টাকা উদ্ধারের জন্য যে সকল মামলা করা যায়-

(১) মানি স্যুট (Money Suit)

(২) চেক ডিসওনারের মামলা।

(৩) প্রতারণার মামলা।

(৪) অর্থঋণ আদালতে মামলা।

 

এখানে মানি স্যুট দায়ের করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

 

মানি স্যুট দায়ের করার পদ্ধতি-

পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মানি স্যুট দায়ের করার কয়েকটি ধাপ রয়েছে। এই ধাপ গুলো পর্যায়ক্রমে আলোচনা করা হলো-

 

(১) লিগ্যাল নোটিশ-

একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ঋণ গ্রহিতার বা দেনাদারের ( যার কাছে টাকা পাবেন) বরাবরে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করতে হবে। লিগ্যাল নোটিশে উক্ত ব্যক্তিকে পাওনা টাকা পরিশোধ করার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে। লিগ্যাল নোটিশটি রেজিস্টার্ড এ/ডি সহকারে প্রেরণ করতে হবে।

 

(২) মানি স্যুট (Money Suit) মামলা দায়ের-

লিগ্যাল নোটিশে উল্লেখিত নির্ধারিত সময়ের ভিতর দেনাদার টাকা পরিশোধ না করলে উক্ত নির্ধারিত সময়ের পর একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দেনাদারের বিরুদ্ধে মানি স্যুট মামলা দায়ের করতে হবে।

 

মামলার খরচ-

মানি স্যুট মামলায় Advalorem court fee দিয়ে মামলা দায়ের করতে হয়। Advalorem court fee হবে পাওনা টাকার ২.৫% হারে যে টাকা হয় সেই টাকা। তবে সর্বোচ্চ ৫০,০০০/- টাকার বেশি হবে না। এর সাথে ১৫% vat  যোগ করতে হবে। এর সাথে Advocate সাহেবের ফি এবং অন্যান্য কোর্ট খরচ যা আসে তাই।

 

মামলার ধরণ-

মানি স্যুট মামলা হচ্ছে দেওয়ানী প্রকৃতির মামলা।

 

কোন আদালতে মামলা করতে হবে-

মানি স্যুট  মামলা আঞ্চলিক ও আর্থিক এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন দেওয়ানী আদালতে দায়ের করতে হবে।

 

সংশ্লিষ্ট আইন-

মানি স্যুট মামলা দেওয়ানী কার্যবিধির ৭ আদেশের ২ বিধি মোতাবেক দায়ের করতে হবে।

 

তামাদি মেয়াদ-

তামাদি আইনের ৫৭ অনুচ্ছেদ মোতাবেক টাকা দেওয়ার ৩ বছরের মধ্যে মানি স্যুট মামলা দায়ের করতে হবে।

 

যেকোন আইনগত উপদেশ ও সহায়তার জন্য যোগাযোগ করুন-

যোগাযোগ-

আইনবিদ লিগ্যাল সলিউশন

ল্যান্ড প্রপার্টি সলিউশন সার্ভিস

সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)

১৬, কোইলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা

অথবা

রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা।

মোবাইল- 01711068609 / 01540105088

ওয়েবসাইট- www.ainbid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *