সন্তানের অভিভাবক নিযুক্তির মামলা

স্বামী-স্ত্রীর তালাকের পর তাদের সন্তান কার কাছে থাকবে সেই বিষয়ে জটিলতা দেখা দিলে আদালতের মাধ্যমে সন্তানের অভিভাবকত্ব আইন অনুযায়ী অভিভাবক নিযুক্ত করা যায়। এই ক্ষেত্রে মামলার আর্জির নমুনা নিচে দেওয়া হলো:
  

নাবালক সন্তানের অভিভাবক বা হেফাজতকারী বা তত্ত্বাবধায়ক (Guardian) নিযুক্তির মামলার আর্জি

 

মোকামঃ বিজ্ঞ ৫ম অতিরিক্ত সহকারী জজ  পারিবারিক আদালত, ঢাকা। 

    পারিবারিক মোকদ্দমা নং- /২০২৩

 

মোছাঃ রাবেয়া বেগম,

স্বামী-তারেক মাহামুদ,

পিতা- ফজলুল হক, মাতা- মোসাঃ কুলসুম বেগম,

সাং- বাসা নং- ৪৬, রোড নং- ৪, ব্লক- বি, পাওয়ার হাউজ গেট, আফতাবনগর, বাড্ডা, ঢাকা।

জাতীয় পরিচয় পত্র নং – ৯৫৭ ৬১৬ ৫৫৬৬

মোবাইল নং- ০১৭০৬ ৭২২ ৮৫২

…………………… বাদী/দরখাস্তকারী

-বনাম-

 

তারেক মাহামুদ,

পিতা- মাহাবুব আলম, মাতা- মাহামুদা বেগম,

সাং– গ্রাম- রামগঞ্জ বিলাসী, প্রধান পাড়া, বিলাসপুর (রামগঞ্জ বিলাসী), ডাকঘর- টেপ্রীগঞ্জ, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়।

জাতীয় পরিচয় পত্র নং – ১৯৪ ৩৩১ ৪২২৫

মোবাইল নং- ০১৭৫৬-৬৫৫৬১০/ ০১৭৫৫-৫৪৫৯২২

…………………… বিবাদী।

 

নাবালকদ্বয় নিজ পুত্র মোঃ রায়হান সরকার রাব্বী ও রিয়াজুল হাসান রিয়াদ এর হেফাজতকারী/ তত্ত্বাবধায়ক (Custodian) নিযুক্ত হওয়ার দাবীতে মোকদ্দমা।

 

বাদীনির পক্ষে বিনীত নিবেদন এই যে,

 

১।  বাদীনি একজন সহজ, সরল এবং আইন মান্যকারী বাংলাদেশী নাগরিক ও মুসলিম পরিবারের সদস্যা। বাদীনির গর্ভে ও বিবাদীর ঔরষে জন্মগ্রহণকৃত পুত্রদ্বয় মোঃ রায়হান সরকার রাব্বী ও রিয়াজুল হাসান রিয়াদ তাহাদের টিকা কার্ডে উল্লেখিত জন্ম তারিখ যথাক্রমে ১৪/০৬/২০১৬ ইং ও ১২/০৯/২০২০ ইং মোতাবেক নাবালক শিশু। সেমতে তাহাদের বর্তমান বয়স ৬ (ছয়) বছর ৪ (চার) মাস ও ২ (দুই) বছর ৪ (চার) মাস।

 

২। বিগত ০৫/১১/২০২২ ইং তারিখে বিবাদী তাহার পিতা, মাতা ও বোনের কুটকৌশল মোতাবেক অত্র বাদীনির নিকট দাবীকৃত ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা যৌতুক প্রদানে ব্যর্থ হওয়ায় বাদীনিকে আটকাইয়া জোরপূর্বক খোলা তালাক প্রদান করিয়া তাহাদের বড় পুত্র মোঃ রায়হান সরকার রাব্বীকে জোরপূর্বক রাখিয়া দিলে উক্ত ০৫/১১/২০২২ ইং তারিখ হইতে অত্র মোকদ্দমা দায়েরের কারণ উপজাত হইয়াছে।

 

৩। অত্রাদালতের এলাকাধীন জেলা ঢাকার বাড্ডা থানাধীন বাড্ডা মৌজার আফতাবনগর এলাকা বাদীনির নিয়ত বাসস্থান বিধায় অত্র মোকদ্দমা অত্রাদালতে বিচার্য্য বটে।

 

৪।  বিগত ০৫/০২/২০১৩ ইং তারিখে মুসলিম শরা-শরীয়তের বিধান মতে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা দেনমোহর ধার্য করিয়া উক্ত দেনমোহরের ২২,০০০/- (বাইশ হাজার) টাকা পরিশোধ দেখাইয়া রেজিস্ট্রার মোঃ আলী আজম সরকার, ২২ নং ওয়ার্ড, রামপুরা, ঢাকা-১২১৯ কর্তৃক সম্পাদিত ও রেজিস্ট্রিকৃত নিকাহনামার পৃষ্ঠা নং ০৮ বালাম নং ১/এ কাবিনমূলে অত্র বাদীনির সাথে বিবাদীর বিবাহ কার্য সম্পন্ন হয়। বিবাহের পর বিগত ০৬/০২/২০১৩ ইং তারিখে বিবাদী তাহার পিতা, মাতা ও বোনের সংসারে তাহার পিতার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায় উপরোল্লিখিত বিবাদীর ঠিকানায় বাদীনিকে নিয়া সংসার শুরু করে এবং দাম্পত্য সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাহাদের বিবাহটি পূর্ণতা লাভ করে। অতঃপর হইতে তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকে। কাবিননামার ফটোকপি নথির সাথে সংযুক্ত করা হইলো।

 

৫। এই ভাবে ঘর সংসার করাকালীন সময়ে বাদীনির গর্ভে ও বিবাদীর ঔরষে তাহাদের প্রথম পুত্র সন্তান মোঃ রায়হান সরকার রাব্বী বিগত ১৪/০৬/২০১৬ ইং তারিখে উক্ত পঞ্চগড় জেলায় বিবাদীর পিত্রালয়ে জন্মগ্রহণ করে। তারপর বাবাদী চাকুরীর সুবাদে বিগত ১৬/০৬/২০১৯ ইং তারিখে তাহার স্ত্রী ও পুত্রকে নিয়া রংপুর শহরে ভিন্ন বাসায় সুখে শান্তিতে বসবাস করিতে থাকে। তারপর বিগত ১২/০৯/২০২০ ইং তারিখে দ্বিতীয় পুত্র রিয়াজুল হাসান রিয়াদ জন্মগ্রহণ করে।

 

৬। বিবাদী বিগত ০৩/০৪/২০২২ ইং তারিখে বাদীনি এবং তাহাদের পুত্রদ্বয়কে নিয়া উল্লেখিত রংপুর শহরের ভিন্ন বাসা হইতে তাহার বাবার গ্রামের বাড়ি পঞ্চগড়ে চলিয়া আসে এবং সেখানে তাহার পিতা, মাতা ও বোনের সাথে আবার একত্রে বসবাস করিতে থাকে। এমতাবস্থায় বিবাদী, বাদীনির নিকট প্রায়ই একটি নতুন ব্যবসা স্থাপন করার কথা বলিতে থাকে। ইতিমধ্যে বিবাদী তাহার পিতা, মাতা ও বোনের কুপরামর্শে উল্লেখিত ব্যবসা স্থাপনের উদ্দেশ্যে বিগত ০৪/০৭/২০২২ ইং তারিখে যৌতুক বাবদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা বাদীনির নিকট দাবী করে। অতঃপর হইতে বিবাদী অত্র বাদীনিকে তাহার পিত্রালয় হইতে উক্ত যৌতুকের টাকা আনিয়া দেওয়ার জন্য চাপ সৃষ্টি করিয়া ভাতে কাপড়ে ও মানসিক কষ্ট দিতে থাকে। বাদীনি তাহার পিতার অস্বচ্ছলতার কারণে উক্ত যৌতুকের টাকা দিতে অস্বীকার করিলে বিবাদী অকথ্য ভাষায় বাদীনিকে গালি গালাজ করে, প্রচন্ড মারপিট করে এবং বাদীনিকে খোলা তালাক প্রদানে বাধ্য করে। অতঃপর বিগত ০৫/১১/২০২২ ইং তারিখে বিবাদী তাহার পিতা, মাতা ও বোনের কুটকৌশলে বাদীনিকে আটকাইয়া তাহার উপর শারিরীক ও মানসিক চাপ সৃষ্টি করিয়া জোর পূর্বক স্বাক্ষর করাইয়া খোলা তালাকের কার্য সম্পন্ন করিয়া বাদীনিকে ঘর থেকে জোর পূর্বক বাহির করিয়া দেন। উক্ত সময় বিবাদী, তাহাদের বড় পুত্র মোঃ রায়হান সরকার রাব্বীকে জোর পূর্বক রাখিয়া দেন এবং তাহাদের ছোট পুত্র রিয়াজুল হাসান রিয়াদকেও রাখার চেষ্টা করে কিন্তু উক্ত ছোট পুত্র বাদীনির কোলে থাকায় তাহাকে রাখিতে ব্যর্থ হন। এই পরিস্থিতিতে বাদীনি কোন উপায় না পাইয়া ছোট পুত্র রিয়াজুল হাসান রিয়াদকে সাথে নিয়া বাদীনির পিতার ঢাকাস্থ বাসা উপরোল্লিখিত বাদীনির বর্তমান ঠিকানায় চলিয়া আসেন।

 

৭। বাদীনি বর্তমানে তাহার ছোট পূত্র রিয়াজুল হাসান রিয়াদকে নিয়া উপরোল্লিখিত বর্তমান ঠিকানায় তাহার পিতা, ভাই ও ভাবির সাথে বসবাস করিতেছেন। কিন্তু বাদীনির কোনো রকম উপার্জন না থাকায় বর্তমানে বাদীনি তাহার নাবালক ছোট পুত্র সন্তানটিকে নিয়া নানাবিধ পারিবারিক ও মানসিক চাপে এবং অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করিতেছেন।

 

৮। বাদীনির জানামতে বিবাদী বর্তমানে টাঙ্গাইল শহরে থাকেন কিন্তু নাবালক প্রথম পুত্র মোঃ রায়হান সরকার রাব্বী থাকেন বিবাদীর পিতা, মাতা ও বোনের সাথে পঞ্চগড়ে গ্রামের বাড়িতে। অত্র নাবালক প্রথম পুত্র তাহার বাবা মায়ের আদর ভালোবাসা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হইতেছে এবং অবহেলায় ও অনাদরে বিবাদীর পিতা, মাতা ও বোনের সংসারে অনাহারে ও অর্ধাহারে দিনাতিপাত করিতেছে। এমতাবস্থায় বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত উক্ত নাবালক পুত্র মোঃ রায়হান সরকার রাব্বীকে তাহার মাতা অত্র বাদীনির নিকট অর্পণ করার আদেশ প্রদান করতঃ অত্র বাদীনিকে উক্ত মোঃ রায়হান সরকার রাব্বী ও রিয়াজুল হাসান রিয়াদ পুত্রদ্বয়ের অভিভাবক নিযুক্ত করিয়া এক বিহিত আদেশ হওয়া আবশ্যক।

 

৯। অত্র বাদীনির নিকট উক্ত নাবালক বড় পুত্র মোঃ রায়হান সরকার রাব্বীকে প্রদান করিয়া উক্ত নাবালক পুত্রদ্বয়ের অভিভাবক অত্র বাদীনিকে নিযুক্ত করিয়া দিলে উক্ত নাবালক পুত্রদ্বয়ের লেখাপড়া সহ অন্যান্য সকল কাজকর্ম ও তত্ত্বাবধান অত্র বাদীনি কর্তৃক আন্তরিকভাবে পরিচালিত হইবে এবং উক্ত নাবালক পুত্রদ্বয় মায়ের ভালবাসায় ও স্নেহে পূর্ণ বিকশিত হওয়ার সুযোগ পাইবে।

 

১০। অত্র দরখাস্তকারীনি উক্ত নাবালক পুত্রদ্বয়ের অভিভাবক নিযুক্তির নিমিত্তে অন্য কোন আদালতে কোন দরখাস্ত করেন নাই বা অন্য কোন ব্যক্তি উক্ত নাবালক পুত্রদ্বয়ের অভিভাবক নিযুক্ত হয় নাই বা আইনত অভিভাবক নিযুক্ত হওয়া উপস্থাপিত হয় সেখানে অভিভাবক নিযুক্ত হওয়ার বিষয় উপস্থাপিত হয় নাই।

 

১১। ইহা একটি পারিবারিক মোকদ্দমা। তাই পারিবারিক আদালত অধ্যাদেশ অনুযায়ী নির্দিষ্ট ১০০/- (এক শত) টাকার কোর্ট ফি প্রদানে বিজ্ঞ আদালতের এখতিয়ারাধীন অত্র মোকদ্দমা রুজু করা হইল।

 

উপরোক্ত দরখাস্তকারীনির সবিনয় প্রার্থনা এই যে, উপরোল্লিখিত বর্ণিত কারণাধীনে ন্যায়বিচারের স্বার্থে বিবাদীকে নাবালক প্রথম পুত্র মোঃ রায়হান সরকার রাব্বীকে অত্র বাদীনির নিকট অর্পণের আদেশ প্রদান করতঃ অত্র বাদীনিকে উক্ত নাবালক পুত্রদ্বয়ের শরীরের হেফাজতকারী/তত্ত্বাবধায়ক নিযুক্ত করার আদেশ দান করিতে বিজ্ঞ আদালতের মর্জি হয়।

 

এবং

 

অত্ররূপ আদেশের জন্য অত্র দরখাস্তকারীনি বিজ্ঞ আদালতের নিকট কৃতজ্ঞ থাকিবেন।

 

ইতি, তাং

 

 

হলফনামা

আমি, রাবেয়া বেগম, স্বামী- তারেক মাহামুদ, বাসা নং- ৪৬, রোড নং- ৪, ব্লক- বি, পাওয়ার হাউজ গেট, আফতাবনগর, বাড্ডা, জেলা- ঢাকা বয়স- ২৯ বৎসর, ধর্ম- ইসলাম, পেশা- গৃহকর্ম, জাতীয়তা- বাংলাদেশী। এই মর্মে হলফপূর্বক ঘোষণা করিতেছি যে,

 

১।  আমি জন্ম সূত্রে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা ও আমি একজন সুন্নি মুসলমান নারী বটে।

 

২।  আমি অত্র দরখাস্তের দরখাস্তকারী এবং নাবালক পুত্রদ্বয়ের মাতা বটে এবং আমি অত্র দরখাস্তের যাবতীয় বিষয় ও অবস্থার এবং নাবালকদের সম্পর্কে অবগত আছি এবং আমি অত্র হলফনামা করিবার জন্য উপযুক্ত বটে।

 

৩।  আমি নাবালকদ্বয়ের মাতা এবং আইনত: অভিভাবক।

 

৪।  অত্র দরখাস্তে যাহা লিপিবদ্ধ হইয়াছে তাহা সম্পূর্ণ সঠিক ও সত্য।

 

অত্র হলফনামা এবং সঙ্গীয় দরখাস্তের বিবরণসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য ও সঠিক জানিয়া অদ্য  ইং তারিখে বিজ্ঞ আদালতের হলফনামা কমিশনার সাহেবের সম্মুখে উপস্থিত হইয়া অত্র হলফনামায় আমার নিজ নাম সহি সম্পাদন করিয়া দিলাম।

 

 

————————

হলফকারীনির স্বাক্ষর

 

উপরোক্ত হলফকারীনি আমার পরিচিত এবং তিনি আমার সম্মুখে তাহার নিজ নাম সহি সম্পাদন করিয়াছেন আমি তাহাকে সনাক্ত করিলাম।

 

———————-

আইনজীবী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *