সমিতির কার্যকরী কমিটি অবৈধ ঘোষণার মোকদ্দমার আর্জি
ঘোষণামূলক মোকদ্দমার (দোকান মালিক সমিতির কার্যকরী কমিটি অবৈধ, বে-আইনী ও অকার্যকর মর্মে ঘোষণা) আর্জি।
মোকাম: বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ৬ষ্ঠ (৫ম) আদালত, ঢাকা।
দেওয়ানী মোকদ্দমা নং ১৪০/২০২৪
১। মোঃ শাকিল আহমদ, পিতা-মৃত নূর হুদা সদস্য,
রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতি
(রেজি নং- ঢাক ৩৪১৪)
২৮/১, নবীনচন্দ্র গোম্বামী রোড, ডাকঃ ফরিদাবাদ,
থানা- শ্যামপুর, জেলা-ঢাকা, ব্লক-সি,
দোকান নং-১৮১/১৮২, ভোটার নং-১৬১/১৬২
২। মোঃ কালু মিয়া, পিতা-মোঃ মিয়া চাঁন সদস্য,
রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতি (রেজি নং-ঢাক ৩৪১৮)
৩২/এ, করাতি টোলা থানা-সূত্রাপুর, জেলা-ঢাকা। ব্লক-সি, দোকান নং-১৫৫, ভোটার নং- ১৩৭
—————–বাদীগণ।
= বনাম =
১। রেজিষ্ট্রার অব ট্রেডি ইউনিয়ন্স ঢাকা বিভাগ ১৯৬, শহীদ নজরুল ইসলাম স্মরণী থানা-রমনা, ঢাকা- ১০০০।
২। মোঃ আজমল হোসেন বাবুল,
সভাপতি, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতি (রেজিঃ নং-ঢাকা ৩৪১৪)
৩। মাইনুল হক মঞ্জু, সাধারন সম্পাদক,
রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতি (রেজিঃ নং- ঢাকা ৩৪১৪)
পক্ষে-ইহার সভাপতি/সাধারন সম্পাদক সর্ব সাকিন-৪৩/১, ৪৩/২ হাটখোলা রোড থানা-সূত্রাপুর জেলা-ঢাকা।
——————-বিবাদীগণ।
ঘোষণামূলক মোকদ্দমা।
মামলার তায়দাদ মং- ১০০০/-
বাদীগণ পক্ষে বিনীত নিবেদন এই যে,
১. বাদীগণ, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতি (রেজিঃ নং-ঢাকা ৩৪১৪) এর চাঁদাদাতা সদস্য। বাদীগণ সমিতির প্রতিষ্ঠালগ্ন হইতে সমিতির সহিত সম্পৃক্ত রহিয়াছেন এবং সমিতির সার্বিক কল্যানমূলক কাজের সহিত ওৎপ্রোত ভাবে জড়িত রহিয়াছে।
২. ১নং বিবাদী, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স, ঢাকা বিভাগ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীগনের সমন্বয়ে গঠিত ইউনিয়ন সমূহের রেজিষ্ট্রেশন প্রদানের অধিকর্তা এবং ট্রেড ইউনিয়ন/সমিতি সমূহের নিয়ন্ত্রণকারী ও পরিচালনাকারী কর্তৃপক্ষ।
৩. ২ ও ৩ নং বিবাদীগণ ৪নং বিবাদী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দাবী করিতেছেন।
৪. ৪নং বিবাদী সমিতির একটি নিজস্ব গঠনতন্ত্র রহিয়াছে। এই গঠনতন্ত্রের বিধান অনুযায়ী সমিতির নির্বাচন ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হইয়া থাকে।
৫. বিগত ০৬/০৮/৯৫ইং তারিখে রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতি (রেজি নং-ঢাকা ৩৪১৪) হিসাবে ১নং বিবাদীর দপ্তর হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। রাজধানী সুপার মার্কেট সংলগ্ন নিউ রাজধানী সুপার মার্কেট নামীয় অপর একটি মার্কেট অবস্থিত। উক্ত মার্কেটটিও সমিতি হিসাবে ১নং বিবাদীর সপ্তর হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। উভয় মার্কেটের সমিতির একই কর্মকর্তাদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হইত।
৬. রাজধানী সুপার মার্কেট ও নিউ রাজধানী সুপার মার্কেট এর দোকান মালিক সদস্যগুণের সার্বিক কল্যান ও মঙ্গলের কথা বিবেচনা করিয়া দুইটি মার্কেট কে এক নামীয় একটি সমিতির আওতাভুক্ত করিবার নিমিত্তে সমিতির আপামর সদস্যগণের সব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত সাধারণ সদস্যগণের সিদ্ধান্ত অনুযায়ী দুইটি মার্কেটকে একটি সমিতির আওতাভুক্ত করিয়া ৪নং বিবাদী সমিতি হিসাবে নামকরণ করা হয়।
৭. রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতির নাম পরিবর্তন হইয়া ৪নং বিবাদী অর্থাৎ রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতি (রেজিঃ ঢাকা ৩৪১৪) হিসাবে নামকরণ হয়। যাহা ১নং বিবাদী কর্তৃক বিগত ০১/০৮/০৯ইং তারিখে অনুমোদন প্রদান করা হয়।
৮. রাজাধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতির নির্বাচনী ফলাফল বিগত ২৭/০৮/০৬ইং তারিখে ঘোষিত হইবার পর সমিতির আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। সমিতির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ২ বৎসর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠান করিবার কথা উল্লেখ রহিয়াছে। যদিও দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের দরুন সমিতির নির্বাচন যথা সময়ে অনুষ্ঠান করা সম্ভব হয় নাই।
৯. ৪নং বিবাদী সমিতির র্বতমান সদস্য সংখা ১৭৮৩ জন। সমিতির আপামর সকল সাধারণ দোকান মালিক সদস্যগণ সমিতির নির্বাচন অনুষ্ঠান করিবার জন্য তথা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করিবার নিমিত্তে অধিক আগ্রহ ভরে অপেক্ষা করিয়া আসিতেছিলেন। সমিতির সদস্যগণ আশা করিয়াছেন যে, যেহেতু দীর্ঘ ৩ বৎসরের অধিককাল যাবৎ সমিতির নির্বাচন অনুষ্ঠান হইতেছে না। সেহেতু মার্কেটে সমিতির নির্বাচন অতিস্বত্বর সমিতির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী জাক জমকপূর্ণভাবে অনুষ্ঠিত হইবে।
১০. বাদীগণ পরস্পর জ্ঞাত হইয়াছেন যে, বিবাদীগণ পরস্পর যোগসাজসে বিগত০২/০৭/০৯ই তারিকে নোটিশের মাধ্যমে ০৯/০৭/০৯ই তারিখে একটি বিশেষ সাধারণ সভা আহবান করেন। উক্ত বিশেষ সাধারণ সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন সাব কমিটি গঠণ করিয়া ০৯/০৮/০৯ইং তারিখ নির্বাচনে দিনক্ষণ ঘোষনা করেন। নির্বাচন সাব- কমিটির চেয়ারম্যান সহ কমিটির অপরাপর সদস্যগণ বিগত ২৬/০৭/০৯ইং তারিখে ৪নং বিবাদী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে যথাক্রমে ২নং ও ৩নং বিবাদীগণের নেতৃত্বাধীন কমিটি বিনা প্রতিদ্বদ্বিতায় দুই বৎসরের জন্য নির্বাচিত বলিয়া ঘোষনা দেন।
১১. ২-৩নং বিবাদীগনের নেতৃত্বাধীন ২৫ সদস্য বিশিষ্ট কিমিট উক্ত দিন অর্থাৎ ২৬/০৭/০৯ইং তারিখে ১নং বিবাদীর দপ্তরে জমা প্রদান করে। ১নং বিবাদী রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স, ঢাকা বিভাগ ও অপরাপর বিবাদীগণের সহিত যোগসাজস করিয়া ২-৩নং বিবাদীগনের নেতৃত্বাধীন কমিটিকে বিগত ২৯/০৭/০৯ইং তারিখে অনুমোদন প্রদান করেন।
১২. ২-৩নং বিবাদীগণের নেতৃত্বাধনি কমিটির নির্বাচন যথাযথ ভাবে হয় নাই। এই বিবাদীগণ সমিতির কোন সভা অনুষ্ঠান না করিয়া বে-আইনী ভাবে ও গঠনতন্ত্র পরিপন্থি পন্থায় নির্বাচন করিয়াছেন। বিবাদীগণের উল্লেখিত নির্বাচনে মার্কেটের সাধারণ দোকানদার সদস্যগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয় নাই। এই কারনে ২-৩নং বিবাদীগনের নেতৃত্বধীন কমিটি অবৈধ ও বে-আইনী। বাদীগণ এই বিবাদীগনের কমিটির বিরুদ্ধে ১নং বিবাদী সহ সংশ্লিষ্ট সকলকে লিখিত ও মৌলিক অভিযোগ উত্থাপন করিয়াছেন। ১নং বিবাদী ২-৩নং বিবাদীগনের কমিটির বিরুদ্ধে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় বাদীগণ অত্র মামলাটি দায়ের করিতে বাধ্য হইলেন।
১৩. অত্র মামলাটি দায়েরের কারন সর্ব প্রথম বিগত ০২/০৭/০৯ই তারিখের নোটিশের মাধ্যমে ০৯/০৭/০৯ইং তারিখে বিশেষ সাধারন সভা আহবান করিবার দিনে এবং তথাকথিত বিশেষ সাধারন সভার সিদ্ধান্তের আলোকে বে-আইনী ভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবী করিয়া বিগত ২৬/০৭/০৯ইং তারিখে নির্বাচনী ফলাফল ঘোষণা করিবার দিনে এবং সর্বশেষ ১নং বিবাদী কর্তৃক বিগত ২৯/০৭/০৯ইং তারিখে নির্বাচনী ফলাফল অনুমোদনের দিনে বিজ্ঞ আদালতের এখতিয়ারধীন থানা সূত্রাপুর এলাকায় মামলা দায়েরের কারন সৃষ্টি হইয়াছে এবং ইহার কারন এখনও বিদ্যমান রহিয়াছে।
১৪. মামলাটি একটি ঘোষনামূলক মামলা বিধায় ইহার কোন বস্তুগত মূল্যবান না থাকায় ইহার তায়দাদ ১০০০/- টাকা নির্ধারণ করা হইল। তদুপরী ঘোষনার নিমিত্তে নির্ধারিত ২০০/- টাকার কোর্ট ফিস প্রদানে অত্র মামলাটি দায়ের করা হইল।
অতএব বাদীগনের বিনীত প্রার্থনা এই যে,
ক) ৪নং বিবাদী সমিতি রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতি (রেজিঃ নং-ঢাকা ৩৪১৪) এর২-২নং বিবাদীগণের নেতৃত্বাধীন তারিখের নির্বাচনী ফলাফলের আলোকে ১নং বিবাদী কর্তৃক বিগত ২৯/০৭/০৯ইং অনুমোদিত কার্যকরী কমিটি অবৈধ, বে- আইনী ও অকার্যকর মর্মে এক ঘোষণা মূলক ডিক্রীর আদেশ প্রচার করিতে;
খ) বাদীগণের অনুকুলে এবং বিবাদীগনের বিরুদ্ধে খরচের ডিক্রী দিতে;
গ) বাদীগণ আইনতঃ ও ন্যায়তঃ আর যে যে প্রতিকার পাইবার হকদার তাহার ডিক্রী দিতে;
এই জন্য বাদীগণ চিরকৃতজ্ঞ থাকিবেন।
সত্যপাঠ
উপরোক্ত বিবরণ গুলো সত্য ও সঠিক জানিয়া আমার নিয়োজিত আইনজীবীর সম্মুখে বসিয়া অত্র সত্যপাঠে আমার নিজ নাম স্বাক্ষর করিলাম।
————–
সত্যপাঠকারী