সাইবার ক্রাইম মামলার দরখাস্ত

পূর্বে “ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮” এ সাইবার অপরাধ সংক্রান্ত মামলা করা হতো। কিন্তু ২০২৩ সালে “সাইবার নিরাপত্তা আইন, ২০২৩” এর মাধ্যমে “ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮” রহিত করা হয়। বিধায় বর্তমানে সাইবার অপরাধ সংক্রান্ত মামলা “সাইবার নিরাপত্তা আইন, ২০২৩” এর সূত্রে করতে হবে। আর এই আইনে মামলা করতে হলে মামলার দরখাস্তের সাথে ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেভিটসহ দাখিল করতে হবে। বিজ্ঞ আইনজীবিদের ড্রাফটিং এর সুবিধার জন্য এখানে একটি দরখাস্তের নমুনা দেওয়া হইলো-

 

মোকাম: বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালত, ঢাকা

পিটিশন মামলা নং-                   /২০২৪

ধারাঃ সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ২৫ ও ২৯ ধারা

 

শামিমা আক্তার  (৩৮),

স্বামী- মোঃ সেরাজুল মিয়া,

পিতা- রফিকুল ইসলাম, মাতা- দেলোয়ারা,

সাং- ৫৪ নং পূর্ব দোলাইর পাড়, দনিয়া, যাত্রাবাড়ী,  ঢাকা- ১২৩৬।

এন.আই.ডি নং- ১৯৮০২২০১০৮,

……………………… বাদী।

= বনাম =

 

নাম অজ্ঞাতনামা

Facebook ID – Shamima Akter

Email- shamimaakter1234@email.com (Facebook  এ ব্যবহৃত)

Whatsapp No –  01614450034

 

আরও অনেকে

……………………… আসামীগণ।

 

ঘটনার তারিখ  সময়:

২৭-০৬-২০২০ ইং, দুপুর ০১.৩০ ঘটিকা,

২৮-০৬-২০২০ ইং, সময় দুপুর ০৩.০০ ঘটিকা,

০৫-০৮-২০২০ ইং, সময় দুপুর ০২.০০ ঘটিকা,

১১-১২-২০২০ ইং, সময় রাত ০০.২৭ এ.এম

সর্বশেষ ১৩ আগস্ট ২০২৪ ইং, সময়

 

যে সকল আইডিতে আসামী অশ্লীল ছবি ও ভিডিও পাঠায়:   

Facebook ID – Shamima Akter

Email ID – shamimaakter1234@gmail.com (Facebook  এ ব্যবহৃত)

Whatsapp No:

শামিমা আক্তার – 01922-734242  (বাদিনি নিজে)

মোঃ সেরাজুল মিয়া- 01833-115688 (বাদীনির স্বামী)

আরিফ-  01766-262729  (বাদিনির ছেলে)

পলক –  01988-549083 (বাদীনির অফিস কলিগ)

 

আসামীগণ যে সকল আইডি থেকে অশ্লীল ছবি ও ভিডিও পাঠায়:

Facebook ID – Shamima Akter

Email –  shamimaakter1234@email.com (Facebook এ ব্যবহৃত)

Whatsapp No –  016৪৪850034

 

ঘটনার স্থান: যাত্রাবাড়ী থানাধীন বাদীর বাসস্থান।

 

সাক্ষীগণের নাম  ঠিকানা:

১। বাদীনি নিজে।

 

২। মোঃ সেরাজুল মিয়া (বাদীনির স্বামী),

পিতা- মৃত এমদাত হোসেন,

বতমান ঠিকানা – ৫৪ নং পূর্ব দোলাইর পাড়, যাত্রাবাড়ি, ঢাকা- ১২৩৬

 

দরখাস্তকারী বাদীনির বিনীত নিবেদন এই যে,

১। যেহেতু বাদীনি বাংলাদেশের একজন স্থায়ী ও প্রকৃত নাগরিক এবং আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে। বাদীনি একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বটে।

 

২। অপরদিকে আসামী/আসামীগণ সাইবার অপরাধী, সুযোগ সন্ধানী ও কুরুচিপূর্ণ মানসিকতা সম্পন্ন ব্যক্তি বটে এবং মানুষের সরলতার সুযোগ নিয়া বিভিন্ন প্রকার অপরাধের সহিত সম্পৃক্ত থাকিয়া প্রতারণা, বিশ্বাসভঙ্গ সহ নানা ধরনের অপরাধ সংঘটন করিয়া আসিতেছে এবং ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অপপ্রচার করিয়া সাইবার অপরাধ করিয়া আসিতেছে। আসামী/আসামীগণ বিভিন্ন মিথ্যা অপপ্রচার করিয়া বাদীনিকে হেয় প্রতি করিয়া আসিতেছেন।

 

৩। যেহেতু আসামী/আসামীগণ একাধিক Facebook ID, মোবাইল নম্বর, Email ID ও Whatsapp ইত্যাদি ব্যবহার করিয়া বাদীনির মোবাইল ফোন, Facebook ID সহ বিভিন্ন উৎস হইতে বাদীনির ছবি সংগ্রহ করিয়া উক্ত ছবির চেহারা Cut করিয়া অন্য কোন নারীর আপত্তিকর নগ্ন ছবি এবং ভিডিও এর সাথে নিখুতভাবে স্থাপন করিয়া সেই সকল আপত্তিকর নগ্ন ছবি এবং ভিডিও বাদীনিসহ বাদীনির সকল আত্মীয় সজনদের Facebook, IMO, whatsapp সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাঠাইয়া বাদীনির মান সম্মান নষ্ট করিয়া পারিবারিক ও সামাজিকভাবে লাঞ্চিত করিয়াছে এবং অনবরত করিয়া চলিতেছে। আসামী/আসামীগণ উক্ত ফেইসবুক আইডিগুলো হইতে বাদীকে কেন্দ্র করিয়া একের পর এক মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ করিয়া আসিতেছেন। আসামীর এই উদ্দেশ্যমূলকভাবে প্রদেয় পোস্টগুলোর কারণে সমাজে বিভিন্ন স্তরের মানুষজনের মধ্যে অসন্তোষ বাড়িতেছে এবং বাদীনি সমাজে হেয় প্রতিপন্ন হইতেছেন।

 

৪। যেহেতু আসামী/আসামীগণ তাদের তৈরীকৃত আপত্তিকর নগ্ন ছবি ও ভিডিও বর্তমানে একটি Whatsapp No- 01616850034 হইতে প্রতিনিয়ত পাঠাইয়া এবং বাদীনিকে অনৈতিক ও কু-প্রস্তাব দিয়া আসিতেছে। বিধায় বাদীনি মানসিকভাবে ভাঙ্গিয়া পড়ায় প্রচন্ড কষ্টের সম্মুখীন হইতেছেন বটে।

 

৫। যেহেতু আসামী/আসামীগণ কর্তৃক উপরোল্লিখিত ঘটনা ধারাবাহিকভাবে অব্যাহত রাখায় যাত্রাবাড়ী থানায় বাদীনি একটি সাধারণ ডায়েরী (GD) করেন এবং বিগত ২০২০ ইং সালে DB পুলিশের Cyber crime শাখায় অভিযোগ করেন। তথাপি কোন প্রকার প্রতিকার পান নাই এবং যেহেতু কথিত অপরাধের একমাত্র বিচারিক আদালত অত্র বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল, ঢাকা, ফলে বাদীনি ন্যায়বিচারের স্বার্থে অত্র পিটিশন মামলা বিজ্ঞ আদালতে আনয়ন করিলেন।

 

অতঃএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে, বাদীনির অত্র পিটিশন মামলা গ্রহণ করতঃ ন্যায়বিচারের স্বার্থে বিহীত ব্যাবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় আদেশ দানে মর্জি হয় এবং বিজ্ঞ আদালতের এইরূপ আদেশের জন্য দরখাস্তকারী চির কৃতজ্ঞ থাকিবে।

 

হলফনামা

আমি, শামিমা আক্তার (৩৮), পিতা – রফিকুল ইসলাম, মাতা- দেলোয়ারা, সাং- ৫৪ নং পূর্ব দোলাইর পাড়, যাত্রাবাড়ী, ঢাকা- ১২৩৬, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা, এই মর্মে হলফপূর্বক ঘোষণা করিতেছি যে,

 

০১। আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাসিন্দা এবং অত্র হলফ করিবার যোগ্য হইতেছি বটে।

 

০২। আমি এই মামলার দরখাস্তকারী/বাদীনি এবং এই মামলার বিষয় সম্পর্কে সম্যক জ্ঞাত আছি।

 

০৩। অত্র বিষয়ে বাদীনি যাত্রাবাড়ী থানায় মামলা করিতে গেলে থানা মামলা গ্রহণ না করায় অত্র বিজ্ঞ ট্রাইবুনালে মামলা দায়ের করা হইলো।

 

০৪। অত্র হলফনামায় বর্ণিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য, সঠিক ও নির্ভুল জানিয়া অদ্য নোটারী পাবলিকের সম্মুখে হাজির হইয়া হলফনামায় আমার নিজ নাম সাক্ষর করিলাম।

 

———————
হলফকারীর স্বাক্ষর

হলফকারী আমার পরিচিত। তিনি আমার সম্মুখে স্বাক্ষর করিলে আমি তাহাকে সনাক্ত করিলাম।

————–
এডভোকেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *