সার্টিফিকেট মামলা কি

Spread the love

সার্টিফিকেট মামলা কি ?

সার্টিফিকেট মামলা-

সরকারী কিংবা স্বায়ত্তশাসিত কোন প্রতিষ্ঠান এর দাবি বা পাওনা আদায় করার জন্য “সরকারী পাওনা আদায় আইন, ১৯১৩” (The Public Demand Recovery Act, 1913) অনুযায়ী যে মামলা দায়ের করা হয় তাকে সার্টিফিকেট মামলা বলা হয়। সরকরী পাওনা আদায় আইন, ১৯১৩ একটি দেওনী প্রকৃতির আইন। সুতরাং সার্টিফিকেট মামলাও দেওয়ানী প্রকৃতির মামলা।

 

রেন্ট সার্টিফিকেট মামলা-

শুধুমাত্র ভূমি উন্নয়ন কর আদায় করার জন্য কোন সার্টিফিকেট মামলা দায়ের করা হলে তাকে “রেন্ট সার্টিফিকেট মামলা” বলা হয়।

 

তিন বছরের উর্দ্ধে কেউ ভূমির কর পরিশোধ না করলে ভূমির মালিককে “সরকারী পাওনা আদায় আইন, ১৯১৩” এর ৪ ও ৬ ধারা অনুযায়ী নোটিশ প্রদান করা হয়। তথাপি কর পরিশোধ না করলে উক্ত ভূমির মালিককের বিরুদ্ধে রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের করা হয়। এই ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি) এর নিকট রিকুইজিশন দাখিল করা হয়। সহকারী কমিশনার (ভূমি), সার্টিফিকেট অফিসার হিসাবে উক্ত রিকুইজিশনে স্বাক্ষর করলে মামলা শুরু হয়। এর পর ৭ ধারা অনুযায়ী দেনাদারের প্রতি নোটিশ জারি করা হয়। এভাবেই রেন্ট সার্টিফিকেট মামলার মাধ্যমে সরকারের পাওনা আদ্যায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *